নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।
অপূর্ব এই ট্রেইলে আছে অনিন্দ্য বোয়ালিয়া ঝরনা, বাউশ্যা ছড়া ঝর্ণা , উঠান ঢাল , অমরমাণিক্য ঝরনা এবং নহাইত্যে কুম। মিরসরাই - সীতাকুন্ড রুটের সবচেয়ে সুন্দর ট্রেইল হলো এই ট্রেইলটি। এককথায় ঝিরিপথ, পাহাড় আর বনের মাঝ দিয়ে চলার অপূর্ব এক সান্নিধ্য পাবেন এই ট্রেইলে। অপূর্ব, মনভোলানো এবং অপার্থিব সৌন্দর্য এই ট্রেইলের সমস্ত ঝিরিপথ।
যেভাবে যাবেন- ঢাকা বা চট্টগ্রামগামী বাসে মিরসরাই বাজারে নামবেন। মিরসরাই কলেজের পাশে সিএনজি পাবেন। ওখান থেকে সিএনজিতে উঠে বলবেন ব্র্যাক পোল্ট্রি ফিড কমপ্লেক্সের সামনে নামিয়ে দিতে। তারপর উত্তরদিকে হাঁটা শুরু করতে হবে ঝিরিপথ ধরে।
২| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
এই ট্রেইলে বাঘ, ভালুক, বানর, শিয়াল, অজগর থাকার সম্ভাবনা আছে?
পাহাড়ীরা বাস করেন?
০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২
আরািফন বলেছেন: গত দু বছরে ৮/১০ ট্রেইলেগছি দুঃখের বিষয় এ র্পযন্ত একটা বান্দর/কোন বন্য প্রানির ও দেখতে পাই নি ..... পাহাড়ের যতই গহীন গেছি মানুষের বসবাস পাইছি।
৩| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
প্রামানিক বলেছেন: চমৎকার ছবি, খুবই ভালো লাগল। ধন্যবাদ
৪| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
চাঁদগাজী বলেছেন:
খুবই খারাপ কথা যে, বানরও নেই; এবং পাহাড়ে এত মানুষ
৫| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৫৮
চাঁদগাজী বলেছেন:
মিরসরাইতে থাকার ও খাবার সুবিধা আছে? লোকজন কেমন? ঢাকা থেকে ভাড়া কত?
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:০১
আরািফন বলেছেন: এখন মিরসরাইতে থাকার ও খাবার সুবিধা আছে , ট্যুরিষ্টের সংখ্যা ও আছে তবে ছুটির দিন গুলতে ভিড় থাকে বেশি, ঢাকা থেকে জন প্রতি ১০০০ মধ্যে হয়ে যাবে....
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: আহা---
খুব সুন্দর।