নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।
আজ ১৮ এপ্রিল, বাংলাদেরশের ইতিহাসে একটি বিজয়ের দিন। ২০০১ সালের এই দিনে স্বাধীনতার ৩০ বছর পর বাংলাদেশ প্রথম বহির্শত্রু দ্বার প্রত্যক্ষ আক্রমনের শিকার হয় এবং সৈন্য সংখ্যা এবং অস্ত্র অনেক কম থাকার পরও পরিপূর্ন বিজয়ী অর্জন করে।
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বরাইবাড়ী এলাকার বিডিআর ক্যাম্প ও ঐ এলাকাকে দখলে নেবার জন্য ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফের সমন্বয়য়ে গঠিত প্রায় ৫০০ ফোর্স বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আগ্রাসন চালায়।সেখানে তখন বিডি’আরের মাত্র ১১ জন সদস্য ছিল। ভারতীয় সৈন্যদের আকস্মিক গুলিতে শহীদ হন বিড’আরের ল্যান্স নায়েক মোঃ ওহিদুজ্জামান। এতে ভয়ের পরিবর্তে আগুনের মতো জ্বলে ওঠেন বিডি’আরের বাকি ১০ জওয়ান। দুইটা মাত্র সাব মেশিন গান আর অন্য সাধারণ অস্ত্র নিয়ে দুই দিক থেকে ভারতের বিশাল বাহিনীর উপর ঝাঁপিয়ে পরেন তাঁরা। প্রথম প্রতিআক্রমনেই ভারতীয় বাহিনীর ১৭/১৮টা লাশ পরে যায়। ভারতীয় হানাদার বাহিনীকে ওখানেই আটকে রাখা হয়। এরই মধ্যে মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে ময়মনসিংহ এবং নেত্রকোনা থেকে প্রায় চারশো’ ফোর্স সেখানে মুভ করে এবং দশটার দিকে ওখানে পৌঁছে যায়। ওপেন গ্রাউন্ডে ভারতীয় বাহিনীর সাথে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে যায়। ভারতীয় বাহিনী আগেই থমকে গিয়েছিল, বিডি’আরের পূর্ণ প্রতি আক্রমণে দিশাহারা হয়ে তারা পালাতে থাকে। বাংলাদেশের সীমানায় ফেলে যায় ১৮টা মৃতদেহ । আরো কিছু ভারতীয় সৈন্য দ্বি-বিদিক জ্ঞানশূন্য হয়ে অস্ত্র ফেলে বিভিন্ন গ্রামে পালিয়ে যেতে চেষ্টা করলে গ্রামবাসী বাঁশ-লাঠিসোটা দিয়ে তাদের পিটিয়ে মেরে ফেলে। বাংলাদেশ পক্ষে তিনজন শাহাদত বরণ করেন। ভারতীয় বাহিনী পূর্ণ পরাজয় মেনে নিয়ে ভারতে পালিয়ে যায়।
আজ সেই ১৮ই এপ্রিল। আমরা কেউ হয়তো স্মরণ করিনি আমাদের সেই বীরদের যারা দেশের জন্যে আল্লাহ্র নামে বুক টান করে দাঁড়িয়েছিল পাঁচগুণ বড় শত্রু বাহিনীর সামনে আর ছিনিয়ে এনেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম বিজয়। কিন্তু ইতিহাস একদিন ঠিকই মূল্যায়ন করবে এই বীরদের: নায়েব সুবেদার আবদুল্লাহ, হাবিলদার নজরুল ইসলাম, ল্যান্স নায়েক ফজলুল হক, ল্যান্স নায়েক ওয়াহিদুজ্জামান, সিপাহি মোয়াজ্জেম হোসেন, ইদ্রিস আলী, আবদুল হামিদ, লিটন মিয়া, বদরুজ্জামান, এফএসের নায়েক জালালউদ্দিন মিয়া ও সিপাহি ইছহাকআর তাদের যোগ্য নেতা মেজর জেনারেল ফজলুর রহমানকে। সালাম তোমাদের ১৬ কোটি মানুষের পক্ষ থেকে।
সংগৃহীত
সিফাত মুহাম্মদ
২| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: খবরের কাগজে তো এমন কিছু পেলাম না।
আচ্ছা, ভালো করে খুঁজে দেখি।
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২১
আরািফন বলেছেন: না পাবারই কথা ........ ভারতের বিএসএফ আট বছর পরে পিলখানায় বিডিআরে উপর এ প্রতিশোধ ঠিকই নিয়েছিল।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯
পদ্মপুকুর বলেছেন: দালাল শ্রেণীর দেশীয় গণমাধ্যমে এই খবর আশা করেন কিভাবে @ রাজীব
৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
মাহের ইসলাম বলেছেন: আমাদেরকে মনে করিয়ে দেয়ার জন্যে ধন্যবাদ।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনে রাখব কী করে? সেই ঘটনার ১ দিন না ২ দিন পরই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের কাছে দুঃখ প্রকাশ নাকি করেছেন...
৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২১
ক্স বলেছেন: আমরা এই লজ্জাজনক ঘটনা যতই ভুলতে চাই, আপনাদের মত বাই বর্ন রাজাকারেরা ততই মনে করিয়ে দেন। যে ভারতের খেয়ে পড়ে আমরা স্বাধীন আছি, সে ভারতের দামাল ছেলেদের গায়ে হাত তুলতে লজ্জা করল না?
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৪
আরািফন বলেছেন: রাজাকার হওয়া এখন গর্বের বিষয়...
৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫
বিপরীত বাক বলেছেন:
Intelligence
RAW
Division
চেনেন?
এই বিশ্বাসঘাতক জাতির যারাই দেশপ্রেম দেখাবে তাদের কেই অকালে অপঘাতে করুণ মৃত্যু মেনে নিতে হবে।
বিএসএফ ঠিকই তাদের দেশ-জাতি-সরকার তাদের দেশপ্রেমের প্রতিদান পেয়েছে।
৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫
নতুন নকিব বলেছেন:
স্মরনীয় ঘটনা স্মরন করিয়ে দেয়ায় কৃতজ্ঞতা।
৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঘটনাটা জেনে বাংলাদেশী হিসেবে গর্ব হচ্ছে।
শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি।
১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: না পাবারই কথা ........ ভারতের বিএসএফ আট বছর পরে পিলখানায় বিডিআরে উপর এ প্রতিশোধ ঠিকই নিয়েছিল।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঐ দিন ভারতের একটা দাঁত ভাঙ্গা জবাব হয়েছিল।