নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।
শুভ জন্মদিন মামা
ফুলেরা ফুটেছে হাসি মুখে,বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে,জানাতে তোমায় অভিনন্দন !
নদীতে বইছে খুশির জোয়ার,বাতাসে সুবাসিত কলরব,
তোমার জন্যই সব !
জীবনে হও অনেক বড় ,পৃথিবীকে করো ঋণী,
গাইবে সবাই তোমার জয়গান ,রাখবে মনে চিরদিনি।
জীবন হোক ছন্দময়স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক তোমার জন্মদিন !
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
আরািফন বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী.....পড়ালেখা শিখে যেন মনুষ্যত্বের বিকাশ হয় ভবিষ্যত প্রজন্মের জন্য এই কামনা
২| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: জাইমা ভালো থাকুক। বড় হয়ে ডাক্তার হোক। দেশের মানুষের সেবা করুক।
২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৬
আরািফন বলেছেন: ধন্যবাদ ভা...জাইমারও ইচ্ছে আছে ডাক্তার হবার
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
জাইমাকে জন্মদিনের শুভেচ্ছা।
তার মামা তাকে ভালোবাসে, এটা তার সৌভাগ্য; সে পড়ালেখা শিখে বড় হোক।