নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমার আত্মা আমার দেহ পিঞ্জরে আবদ্ধ দেবতা\"

আরািফন

স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।

আরািফন › বিস্তারিত পোস্টঃ

ঝরঝরি ঝর্ন........ঝরঝরি ঝিরি ট্রেইল,পন্থিছিলা, সীতাকুন্ড

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৫


সীতাকুন্ড বাজার পার হয়ে পন্থিছিলা বাজারে নামতে হবে। বাজার থেকে পূর্ব দিক যেতে হবে। প্রথমে রেল লাইন পরবে। রেল লাইন ধরে ২ মিনিটের মত বাম দিকে গেলে হাতের ডানের প্রথম মাটির রাস্তা ধরে গেলে কানী ঝিরি পরবে। এখান থেকে ঝিরি ও একটি পাহাড় পার হলে ঝরঝরি ঝিরিতে নামবেন। ঝিরি ধরে ২০ মিনিটের মত গেলেই ঝিরি মুখে পাবেন ঝরঝরি প্রপাত। পন্থিছিলা থেকে ঝরঝরি পর্যন্ত হেটে আসতে ১ ঘন্টা ১০ মিনিটের মত লাগবে। বাম দিক দিয়ে উপরে উঠে ঝিরি ধরে যেতে থাকলে অনেক সুন্দর সুন্দর ক্যাসকেড ও খুম পাবেন। ঝিরিতেই মানুষের মুখের আকৃতির একটি পাথর দেখতে পাবেন। স্থানীয় অনেকে এটাকে মুর্তি ঝর্ণা বলে। এর উপরে একসাথে একটি খুম ও সুন্দর ক্যাসকেড আছে। উপরে আরেকটি খুম আছে। পন্থিছিলা থেকে সব গুলো দেখে আসতে ৫ ঘণ্টার মত লাগবে।



ঝিরি পথ.....

গাছতলায় বসে দুপুরের খাওয়া দাওয়া .....


পাহাড়ে উঠার সময় ক্লান্ত পথিক....

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


ছবিতে ১ জনের উপর বেশী ফোকাস করা হয়েছে, উনি কে?

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

আরািফন বলেছেন: হা হা হা.......আমি,
কারন এ ট্যুরে সেলফির দ্বায়িত্বে ছিলাম আমি ......

২| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

সুমন কর বলেছেন: সেলফি বেশি, প্রকৃতি কম। বর্ণনাও কম। সাদামাটা লাগল।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

হাসান রাজু বলেছেন: বুঝা যাচ্ছে সেলফির দায়িত্ব নিষ্ঠার সাথেই পালন করেছেন ।
যে ছবি তোলার দায়িত্ব আপনাকে দিয়ে আপন মনে ট্যুর এনজয় করেছে তার কাঁদা ছাড়া উপায় নাই ।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২১

ফয়সাল রকি বলেছেন: মন্দ না।
চালিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.