নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমার আত্মা আমার দেহ পিঞ্জরে আবদ্ধ দেবতা\"

আরািফন

স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।

আরািফন › বিস্তারিত পোস্টঃ

অনুদর্শন.........

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৫

1.সুখের উপযুক্ত না হয়ে সুখ আশা করা নিতান্তই এক বুদ্ধিপরিপন্থী ব্যাপার ।
2.জড়ের স্বরূপ বিস্তৃতি , আর মনের স্বরূপ চিন্তন। সার্বিক এর বাস্তব অস্তিত্ব নেই।
3.ইন্দ্রিয় জগৎ একটা নকল বাস্তব, যদিও তা-ই অনেকটা জায়গা জুড়ে আছে।
4.যখন যা পাই তা স্থিতিশীল অহং নয়, ক্ষণস্থায়ী চিন্তাকণা মাত্র, এসব প্রবহমান ভাবরাশির সমবায়েই মন গঠিত।
5.ইহলোকে মানবের শান্তি মেলে কেননা তার আকাঙ্ক্ষাই অপূর্ণ থেকে যায়, যার জন্য তাকে মানসিক পীড়ন সহ্য করতেই হয়।
6.ত্রিভুজের তিন কোণে অস্বীকার করা স্ববিরোধিতার পরিচায়ক ঠিকই ; কিন্তু তিনটি কোন সহ যদি আমরা সমগ্র ত্রিভুজটিকে অস্বীকার করি , তাহলে আর স্ববিরোধের প্রশ্ন ওঠে না ।
7.রায় সত্য হতে পারে মিথ্যাও, মতামতে কিছু আসে যায় না , বুদ্ধির দ্বারা সত্য জ্ঞান লাভ সম্ভব।
8.স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।
9.স্বার্থ লাভের জন্য পারিপার্শ্বিকতার দাস হাওয়া চলে না বরং পারিপার্শ্বিক অবস্থানকে জয় করতে হয়।
10.আত্মবাদ অনুসারে শুধু আমি এবং আমার ধারনাবলিই বাস্তব ।আমার নিজের সত্তা এবং আমার নিজের ধারণাবলির বাইরে আর কিছুই আমি জানতে পারি না ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.