নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমার আত্মা আমার দেহ পিঞ্জরে আবদ্ধ দেবতা\"

আরািফন

স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।

আরািফন › বিস্তারিত পোস্টঃ

আহমদ ছফার ওঙ্কার গল্পের কিছু বক্তব্য যা আমার মনে রেখাপাত করেছে.....

১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

আহমদ ছফার ওঙ্কার পাড়া শেষ করলাম। স্বাধীনতা যুদ্বের প্রচণ্ড আবেগ ও অনুভূতি নিয়ে মহৎ একটি লেখা। এ গল্পের কিছু বক্তব্য যা আমার মনে রেখাপাত করেছে.....

১/দুর্বেলরা ভারি সন্দেহ বাতিকগ্রস্থ হয়।

২/টাকা পয়সা এবং দাপট(ক্ষমতা) এলেই শেয়ালের মত চেহারায়ও সিংহের আকৃতি জাগি জাগি করে।

৩/মিছিলে আছে গতির দোল, ছণ্দের দ্যোতনা।

মিছিল ভয়ংকর আবার মিছিল সুন্দুর।

মিছিলে ধ্বনিত হয় ভাঙ্গের ধ্বংস নাদ,মিছিলে জাগে নবসৃষ্টির মহীয়ান সঙ্গীত।

৪/অন্তর দিয়ে জানলে অনেক জটিল বিষয়ও সরল হয়ে যায়।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৮

নুর ফ্য়জুর রেজা বলেছেন: এই আইডির মালিককে কেমন জানি চেনা চেনা লাগতেছে.. :-B B:-/

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার শেয়ার ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৭

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

৪| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮

ভাবুক কবি বলেছেন: চমৎকার কথা

৫| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার

৬| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৩

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন লেখেন না যে?

৭| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০১

রিফাত হোসেন বলেছেন: ৪/অন্তর দিয়ে জানলে অনেক জটিল বিষয়ও সরল হয়ে যায়।

৮| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:০৭

ভবঘুরে যাত্রি বলেছেন: চমৎকার

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.