নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমার আত্মা আমার দেহ পিঞ্জরে আবদ্ধ দেবতা\"

আরািফন

স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।

আরািফন › বিস্তারিত পোস্টঃ

রাসায়নিক অস্ত্র প্রয়োগে গণহত্যার এক শতাব্দী

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭

সিরিয়ায় বাশারবিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাশার সরকার বুধবার দামেস্ক রাসায়নিক অস্ত্রের ব্যবহার করেছে। যার ফলে সিরিয়ায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে, জাতিসংঘের একটি তদন্ত দল রাসায়নিক অস্ত্রের ব্যবহার পরীক্ষা করতে এখন সিরিয়ায় অবস্থান করছেন। এ দলটিকে বাশার বিরোধীরা দামেস্কের আক্রান্ত স্থানের বায়ু এবং আক্রান্ত ব্যক্তিদের পরীক্ষা করার জোর দাবি জানিয়েছে। এ আলোকে গত শতাব্দীর রাসায়নিক অস্ত্রের হামলার প্রধান প্রধান ঘটনা তুলে ধরা হল :

* প্রথম বিশ্বযুদ্ধ

- ১৯১৫ সালের এপ্রিল মাসে জার্মানি ফ্রান্স, কানাডা এবং আল-জেরিয়ায় সৈন্যদের বিরুদ্ধে ক্লোরিনযুক্ত রাসায়নিক অস্ত্র ব্যবহার করে।

* ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর মাস্টার্ড, ক্লোরিন গ্যাসে আক্রান্ত হয়ে মারা যায় ৯০ হাজার।

* ইটালী- আবিসিনিয়ান যুদ্ধ (১৯৩৫-৩৬)

-১৯২৫ সালে জেনেভা প্রটোকল অস্বীকার করে দ্বিতীয় ইতালি-আবিসিনিয়ান ইতালি ইথিউপিয়ার বিরুদ্ধে মাস্টার্ড গ্যাস ব্যবহার করে।

- স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (সিপরি)র তথ্যানুযায়ী এ গ্যাস ব্যবহারের দলে ইথিউপিয়ার ১৫০০০ থেকে ৫০০০০ জন নাগরিক মারা যায়।

* ইরান-ইরাক যুদ্ধ (১৯৮০-৮৮)

- ইরাকের সাদ্দাম হোসেন ইরাক-ইরান যুদ্ধে ইরানের বিরুদ্ধে মাস্টার্ড গ্যাস ব্যবহার করে। নন-প্রলিফারেশন রিভিউর তথ্য মতে, ১ মিলিয়নেরও অধিক লোক মারা যায়।

* জাপানে সারিন হামলা (১৯৯৪-৯৫)

-জাপানের সন্ত্রাসী সংগঠন অম সিরিনকো দেশটির মাতসুমোতো এবং টোকিও সাবওয়েতে সারিন গ্যাসের হামলা চালায়। এ হামলায় ২০ জন নিহত এবং কয়েক হাজার আহত হয়।

এ ঘটনা প্রমাণ করে সন্ত্রাসী কিংবা জঙ্গি সংগঠনের রাসায়নিক গ্যাসের ব্যবহার কি ভয়াবহতা উপহার দিতে পারে।

রাসায়নিক অস্ত্র চুক্তি, ১৯৯৭

-রাসায়নিক অস্ত্র ইস্যুতে কনভেনশন অনুযায়ী এ ধরনের অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুদ এবং ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রাসায়নক অস্ত্র শীর্ষক কনভেনশন ১৯৯৭ সালে পাস হয়।

-এ কনভেনশন হল প্রথম বহুপাক্ষিক চুক্তি যেখানে মারণাস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা এবং এ অস্ত্রের ধ্বংসের ক্ষেত্রে আন্তর্জাতিক জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করার বিধান রাখা হয়েছে।

তথ্যসূত্র : রয়টার্স।

Copy from যুগান্তর ডেস্ক।প্রকাশ : ২৪ আগস্ট, ২০১৩

Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯

রাফসান বড়ুয়া বলেছেন: ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.