নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমার আত্মা আমার দেহ পিঞ্জরে আবদ্ধ দেবতা\"

আরািফন

স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।

আরািফন › বিস্তারিত পোস্টঃ

বাঙালী জাতির ব্যবচ্চেদ আথবা বাঙালী কেমন জাতি.

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮

আবদুল্লাহ্‌ আবু সায়ীদের "সংগঠন ও বাঙালী" বইটি পড়ে আমার যে উপলদ্বি..



১.বাঙালী জাতির বুদ্ধি অনেক জাতির চাইতে অনেক দিক থেকেই বেশী। কিন্তু স্বাস্থ্যে কর্মিষ্ঠাতায়, উদ্যোগে ও উদ্যমে তাদের চাইতে অনেক নিচে।

২.আমাদের সর্বোচ্চ ব্যক্তিদের আচারণে এখনো পর্যন্ত গ্রামের মোড়লদের ছাড়িয়ে খুব বেশি দূর যেতে পারি নি।

৩.ব্যিক্তিগত স্বার্থ হাতিয়ে নেওয়ার ব্যাপারে আমাদের বুদ্ধি যে পরিমান টনটনে সামাজিক স্বার্থের বেলয়া তা ঠিক যে পরিমান ভোঁতা।

৪.নেতিবাচক, অবিশ্বাসী আস্থাহীন মানুষের নিজেরে জীবনে সাফল্য নেই বলে পৃথিবীর কোন সাফল্যের ওপর তারা তুষ্ট নই।

৫.পরের ভালো দেখলে আমরা কষ্ট পাই। বিষন্ন হয়ে পরি।কেবল বিত্তবান - ভাগ্যবানদের শ্রীতে যে আমরা কাতর হয় তা নয় ক্ষুদের শ্রীতে ও আমরা কাতর হয়ে পড়ি।

৬.অক্ষক্ম মানুষ ব্যর্থ হয়, ব্যর্থ মানুষ হয় পরশ্রীকাতর, তাই পরশ্রীকাতর বাঙালীর জীবনের সার্বভৌম অধীশ্বর।

৭.আমরা যে পরিমান নিষ্ফল,সেই পরিমান নিন্দুক। নিন্দার ভিতর দিয়ে নিজেদের অক্ষমতার প্রায়শ্চিত খুঁজি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০

তোমোদাচি বলেছেন: বইটা পড়িনি তবে আপনার কমেন্ট গুলোর সাথে সহমত!

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

আরািফন বলেছেন: ধন্যবাদ...........যদি সময় পান বইটি পাড়বেন

২| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

সর্বহাটের কাটালিকলা বলেছেন: আমাদের দারজিলিঁ ভাগ হচ্‌চে তাই কিছূ করতে পারছি না

৩| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

ঢাকাবাসী বলেছেন: বানানগুলো ঠিক করে লিখলে ভাল হয়। ধন্যবাদ।

৪| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫

প্রত্যাবর্তন@ বলেছেন: ভুল তেমন কিছু বলা হয়নি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.