নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

হাফেজ সালেহ আহমেদ তাকরিন কে নিয়ে মোল্লা মহলের একি মিথ্যাচার !

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৫

হাফেজ সালেহ আহমেদ তাকরিন কে নিয়ে মোল্লা মহলের একি মিথ্যাচার । এই মিথ্যাচার যেন সাঈদীকে চাদে দেখা যাওরা মতই একটি ঘটনা ।
নারী ফুটবল দলের সাফ শিরোপা জয়কে আড়াল করার জন্য , আমাদের দেশের মোল্লা মহল হাফেজ সালেহ আহমেদ তাকরিনকে নিয়ে বিশ্ব জয়ের এক নাটক উপস্হাপন করলো । কোরান তেলয়াত প্রতিযোগিতা কোন সার্বজনিন প্রতিযোগিতা নহে , শুধু মাত্র মুসলমানদের ভিতর সীমাবদ্ধ প্রতিযোগি্তা, অন্য ধর্মের মানুষের অংশ গ্রহন এতে নেই কিন্তু ফুটবল একটি সার্বজনিন প্রতিযোগিতা এখানে সর্ব বর্ণ ধর্মের মানুষ অংশ গ্রহন করতে পারে ।
মোল্লা শ্রেণী সর্বদাই নারী ফুটবলে বিরুধীতা করে এসেছে কিন্তু বাংলাদেশের নারী দলের সাফ বিজয়কে ম্লান করার জন্য মোল্লা শ্রেণী এক মিথ্যা নাটকের আশ্রয় নিয়েছে ।
কয়েক মাস আগে এই হাফেজ সালেহ আহমেদ তাকরিন ইরাণে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু তাকে নিয়ে কোন মাতামাতি আমরা দেখনি কিন্তু যখন নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হোল তখন শুরু হোল তাকরিনকে নিয়ে মিথ্যা নাটকের ।
তারা প্রচার করেছে -- সালেহ আহমেদ তাকরিন নাকি ১১১ দেশের ১৫৩ জন প্রতিযোগির ভিতরে তৃতীয় হয়েছে । এই তথ্য সত্য নহে এবং আসল সত্যকে তারা গোপন করে গেছে ।
বাস্তব সত্য হোল এই প্রতিযোগিতা ৫/৭ টা কেটগরিতে হয়েছিল । সম্পুর্ণ কোরান তেলয়াত, ২৫ পারা তেলয়াত, ২০ পারা তেলয়াত, ১৫পারা তেলয়াত, ১০ পারা তেলয়াত, ৫ পারা তেলয়াত ।
১৫ পারা তেলয়াত গ্রুপে তাকরিন অংশ গ্রহন করে এবং তৃতীয় হয় এবং এই গ্রুপে আরো ৪ জন তৃতীয় হয় অর্থাৎ মোট ৫ জন তৃতীয় হয় এবং এই ৫ জনের মধ্যে তাকরিন একজন ।

কিছু দিন আগে এই তাকরিন ইরাণের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় তখন তাকে নিয়ে কোন বাড়াবাড়ি মোল্লারা করেনি কিন্তু যখনই নারী ফুটবল দল সাফ জয় করে আসলো তখন--- সম্পুর্ন সৌদি আরবের প্রতিযোগিতার প্রকৃত ঘটনাকে আড়াল করে তাকরিন নিয়ে এমন একটা নাটক মন্চস্থ যাতে নারী ফুটবলের গৌরবটা ম্লান হয়ে যায় ।
ফেসবুক ও সোসাল মিডিয়া গুলোতে তাকরিন ও নারী ফুটবল দলের পাশাপাশি ছবি দিয়ে ভোট দাওয়া হোল আপনি কাকে ভোট দিবেন ?
দাবি করা হোল তাকরিনকে নারী ফুটবল দলের মত ছাদ খোলা বাসে করে সংবর্ধনা দেখাতে হবে ।
নারী বিদ্বেষী এই মোল্লা শ্রেণীর এই হিন মিথ্যাচার কি ইসলাম ধর্মের ভাবমুর্তিকে উজ্জল করছে ।
আবার ধিক্কার জানাই মোল্লা শ্রেণীর এই হিন নারী বিদ্বেষকে ।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৩

মুদ্‌দাকির বলেছেন: মিথ্যা কোন কিছুকেই গ্লোরিফাই করে না। আজকাল হুজুরদের মিথ্যা বলতে বাধে বলে মনে হয় না। বরং হোক্স ক্রিয়েট করতে তারা ওস্তাদ। প্রায়ই দেখে যায় হাফেজদের নিয়ে বা ক্বারি দের নিয়ে অন্য সেলিব্রেটির সাথে তুলোনা। আরে আমার জিগাইতে ইচ্ছা করে তোরা আল্লাহর রাস্তায় গিয়েছিস কি সেলিব্রেটি হইতে? তোরা আল্লাহর পুরস্কার চাস নাকি মানুষের?

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ইরান সহি মুসলমানের দেশ না।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩০

সামরিন হক বলেছেন: মিথ্যাচার শব্দের অর্থ কি পরিবর্তিত হয়েছে নাকি ? আমি তো জানিনা ।
তেল ও জল দুটো ভিন্ন বস্তু ।এদের কি একের অন্যের সাথে তুলনা চলে !
আমার কাছে তো একেবারেই না । শিক্ষার অভাব দেখছি চারিদিকে । তাই
আমিও মাঝে মাঝে এমন কমেন্ট করে ফেলি ।অযথা বাক্য ব্যয় ।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৫

রানার ব্লগ বলেছেন: এ আর নতুন কি ? বাংলাদেশের মোল্লাদের মধ্যে শতকরা ৯৫ ভাগ ভন্ড !!!

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৪

অশুভ বলেছেন: তারা প্রচার করেছে -- সালেহ আহমেদ তাকরিন নাকি ১১১ দেশের ১৫৩ জন প্রতিযোগির ভিতরে তৃতীয় হয়েছে । এই তথ্য সত্য নহে এবং আসল সত্যকে তারা গোপন করে গেছে ।

-- প্রথম আলোতেও এটা নিয়ে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু উপরোক্ত তথ্যটা হুবহু দেয়া আছে। তাহলে 'এই তথ্য সত্য নহে' কেন? বুঝতে পারলাম না। আর কীভাবেই বা মিথ্যাচার হলো বুঝলাম না? একটু বুঝিয়ে বলার অনুরোধ রইল।

এছাড়া, ইরানে প্রথম হওয়া নিয়ে তেমন কোনো শোরগোল হয়নি এই পয়েন্টের সাথে পুরোপুরি একমত।

আপনি যে তথ্য গুলো তুলে ধরেছেন সেগুলোর সূত্র সংযুক্ত করার অনুরোধ রইল।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: হাফেজে কোরআনকে নায়ক ও খেলোয়াড়দের সাথে তুলনা করা মূর্খতা। হাফেজের পুরস্কার পরকালে পাওয়া যাবে। কিন্তু নায়ক ও খেলোয়াড়ের অভিনয় ও খেলার পুরস্কার পরকালে পাওয়া যাবে না। সুতরাং তাদের পুরস্কার এখানে না দিয়ে উপায় নেই। হুজুরদের এ সহজ হিসাব বুঝা উচিত।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫১

কামাল৮০ বলেছেন: ইসলামের সার্থে মিথ্যা বলা যায়।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি তো তাদের বিশ্বাস করলাম। এতোবড় মিথ্যুক এরা বুঝতে পারিনাই। মিনিমাম ইমানদার লোকও এই কাজ করবেনা।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৫

জগতারন বলেছেন:
ফেসবুক ও সোসাল মিডিয়া গুলোতে তাকরিন ও নারী ফুটবল দলের পাশাপাশি ছবি দিয়ে ভোট দাওয়া হোল আপনি কাকে ভোট দিবেন ?

দাবি করা হোল তাকরিনকে নারী ফুটবল দলের মত ছাদ খোলা বাসে করে সংবর্ধনা দেখাতে হবে।
নারী বিদ্বেষী এই মোল্লা শ্রেণীর এই হিন মিথ্যাচার কি ইসলাম ধর্মের ভাবমুর্তিকে উজ্জল করছে।
আবার ধিক্কার জানাই মোল্লা শ্রেণীর এই হিন নারী বিদ্বেষকে।


এভাবেই ইসলামকে ডুবানো হচ্ছে অনেক অনেক দিন থেকে।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫১

তানভির জুমার বলেছেন: প্রথমে মোল্লারা নারী ফুটবলার ট্রফি জয় নিয়ে কোন কথা বলেনি। এই পেজটা কিন্তু কতিপয় নাস্তিক লাগায়ছে প্রথমে, নারী ফুটবলার দিয়ে মোল্লা পিছনে সুট করার ছবি ছড়ানো, মেয়েরা খেলায় জেতার পর অকথ্য ভাষায় মোল্লাদের গালাগালি করা। তারপর মোল্লারাও দেখায়া দিতে চাইলো। নাস্তিকদয় যখন দেখলো মেয়েরা মাঠে সেজদা দেয়, ফেইসবুকের পোস্টের শেষে আলহামদুলিল্লাহ বলে তখন তারা চুপ হয়ে যায়।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:০৬

এভো বলেছেন: সব প্রশ্নের জবাব এখানে পাবেন

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:০৫

এভো বলেছেন: Please try this link
Click here

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৯

নীল আকাশ বলেছেন: শান্তি পেয়েছেন এই পোস্ট দিয়ে? অন্তর ঠান্ডা হয়েছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.