নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেসি পেলের রেকর্ড ভংগ করেছে ।
মেসি অনুরাগিদের জন্য সুখবর কিন্তু ব্যপারটা একটু তলিয়ে দেখি ।
১) পেলে ব্রাজিলের পক্ষে খেলেছেন ৯২ টা ম্যাচ এবং গোল করেছেন ৭৭ টি
২) মেসি আর্জেনটিনার পক্ষে ১৫৩ তম ম্যাচে এই রেকর্ড ভংগ করেছে , তার গোল সংখ্যা ৭৯
৩) নেইমার সম্ভবত বা সত্যই নিজ দেশের পক্ষে গোল দেওয়ার ক্ষেত্রে মেসিকে ছাড়িয়ে যেতে পারে , তার গোল সংখ্যা ৬৯ এবং ব্রাজিলের পক্ষে ম্যাচ সংখ্যা ১১৩ , তার মানে মেসি থেকে ৪০ টা গেম কম খেলেছে । যদি নেইমার আরো ৪০ ম্যাচ খেলে তাহোলে মিনিমাম ১৫ টা গোল হয়তো তার কাছে থেকে আসতে পারে ।
এখানে উল্লেখ করতে চাই ভারতের সূনিল ছেত্রি ১২০ টা গেমে ৭৫ টা গোল করেছে , আচিরে তিনি পেলের গোল সংখ্যা দেশের পক্ষে--- কে ছাড়িয়ে যাবেন ।
দেশের পক্ষে সবচেয়ে বেশি গোল করেছে -- ক্রিস্টিনা রোনাল্ড ১৮০ টা গেমে ১১১ টা গোল
দ্বিতীয়তে আছে ইরাণের আলী দায়ি --- ১৪৯ টা গেমে ১০৯ টা গোল
তৃতীয়তে আছে মালোয়েশিয়ার মোক্তার ডাহালি --- ১৪২ টা গেমে ৮৯ টা গোল ।
গোল পার গেম এ
প্রথম স্থানে ২ জন, জাপানের কুনিশহিকে কামাতো ৭৬ টা খেলায় গোল ৭৫(.৯৯)
এবং হাঙ্গেরীর ফেন্স পুসকাস ৮৫ টা খেলায় ৮৪ গোল ( .৯৯ )
দ্বিতীয় অবস্থানে আছে পেলে ৯২ টা খেলায় গোল ৭৭ ( .৮৪ )
তৃতীয় স্থানে আছে আরব আমিরাতের আলী মোবকুত ৯৪ টা খেলায় গোল ৭৫ ( .৮২ )
১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩২
এ আর ১৫ বলেছেন: ভালো
২| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
আপনি ফুটবল খেলেন? আমি আগামীকাল খেলবো।
১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩২
এ আর ১৫ বলেছেন: এক সময়ে কে না ফুটবল খেলে নি আমাদের দেশে
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৯
নূর আলম হিরণ বলেছেন: পেলে মেসি থেকে অনেক কম ম্যাচ খেলেছে। তবে তখনকার প্রতিপক্ষ গুলো থেকে এখনকার প্রতিপক্ষ অনেক বেশি কোয়ালিটিফুল। এখন প্রতি দলেই দুই একজন বিশ্বসেরা খেলোয়াড় থাকে।
১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৬
এ আর ১৫ বলেছেন: এটা ঠিক এভাবে বলা যায় না , পেলে তখনকার সেরা দল গুলোর বিরুদ্ধে খেলেছে এবং প্রায় সব দলে বিশ্বমানের খেলোয়ার ছিল ।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫১
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: পেলে যদি আজ বেঁচে থাকতেন, তবে তিনি নিশ্চয় মতামত দিতেন। আমি কোন মন্তব্য করছি না।
১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২২
এ আর ১৫ বলেছেন: পেলে এখনো বেচে আছেন
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৬
জাদিদ বলেছেন: বাহ! আপনি যে অন্য বিষয়েও পোস্ট দিতে পারেন তা আমার জানা ছিলো না।
আমার মনে হয় মেসি তো ভালো করেছেনই, কিন্তু নেইমারের ভবিষ্যতও দারুন।
১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৩
এ আর ১৫ বলেছেন: অন্য বিষয়ে ও আমার পোস্ট আছে , ধন্যবাদ
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৮
ঈশ্বরকণা বলেছেন: মিঃ জাদিদ,
এ আর -১৫ কে নেক্সট ১০০টা পোস্ট খেলার বাইরে হলেই ব্যান এই রকম একটা ঘোষণা দিন । তাহলে ব্লগ আলোচনার বিষয় বৈচিত্রেও পরিবর্তন আসে আবার ব্লগীয় ক্যাচালও উল্লেখযোগ্যহারে কমে যাবার সম্ভাবনা যদি না নতুন কোনো মহানায়কের আবির্ভাব না হয় ক্যাচাল নিয়ে (এটা কিন্তু নিরীহ একটা মনোলোগ ব্যক্তিগতভাবে না নেবার রিকোয়েস্ট রইলো )।
১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৪
এ আর ১৫ বলেছেন: আপনার কোন পোস্ট নেই কেন ভাই ?
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১১
আমারে স্যার ডাকবা বলেছেন: *আলবার্ট আইনস্টাইন* বলেছেন: পেলে যদি আজ বেঁচে থাকতেন, তবে তিনি নিশ্চয় মতামত দিতেন। আমি কোন মন্তব্য করছি না।
- পেলে মরলো কবে ভাই? সে এখনো বহাল তবিয়তে বেচে আছে। এখন অপারেশন এর পর আইসিইউতে আছে, তবে বেচে আছে।
পেলের খেলা দেখেছেন? ওর করা গোলগুলো দেখেছেন? ঐভাবে গোল করলে মেসি - নেইমার ১০০ গোল কবেই পার করতে পারতো...
পেলে অবশ্যই ভালো খেলোয়ার ছিলেন, কিন্তু খুব অহংকারী ও বাচাল টাইপের মানুষ। উল্টা পাল্টা মন্তব্য করেন বলেই রোমারিও বলেছে, "পেলে যখন চুপ থাকে, তখন সে একজন কবি"
আমার মজা লেগেছে যে সে মেসিকে এক পায়ের খেলোয়ার, শুধু বাম পায়ে গোল করতে পারে বলে নিন্দামন্দ করে বেড়ালেও, মেসি রেকর্ডটা ভেঙেছে ডান পায়েই গোল করে। উচিৎ জবাব ছিলো এটা।
ক্রষ্টিনা রোনাল্ড আবার কে? চিনতে পারলাম না তো!
১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩১
এ আর ১৫ বলেছেন: ভাই বানানটা ঠিক করে নিয়েছি ।
পেলে মোটে ও অহংকারি ছিলেন না , এটা আমি ভুল বললেন , তবে শেষ বয়সে এসে ওনার কিছু মানসিক ক্রাইসিস দেখা দিয়েছে -- যেটা অনেকের ই হয় , যারা হাই প্রোফাইলে থাকে , যারা সারা জীবন মানুষের অনুরাগ পেয়ে এসেছে -- তাদের অনেকে শেষ জীবনে এসে একটা মেন্টাল ক্রাইসিসে আক্রান্ত হয় যখন দেখে মানুষ এখন আর আগের মত তাকে তোয়াজ করছে না , অনুরাগ দেখাচ্ছে না ।
এই ধরনের মানুসিক ক্রাইসিসে অনেক সেলিব্রেটি শেষ জীবনে আক্রান্ত হয় এবং পেলে ও হয়েছে । ধন্যবাদ
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৭
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: @আমারে স্যার ডাকবা,
@এ আর ১৫,
আজ যদি পেলে বেঁচে থাকতেন.........এই কথার মিনিং ধরতে হবে।
goal.com পেলে সম্পর্কে এই তথ্য প্রকাশ করেছে। এবার দেখুন।
10) China 2002
Pele Prediction: China will qualify for the next round from their 2002 World Cup group.
Outcome: China finish bottom of Group C with no wins, no draws, no points, no goals, as well as -9 in their goal-difference column.
9) Spain 1998
Pele Prediction: Spain are favourites for the 1998 World Cup in France.
Outcome: Spain humiliatingly dumped out in the first round after losing to Nigeria, and drawing with Paraguay.
Raul & Spain - Kings Of France '98?
8) Colombia To Live American Dream
Pele Prediction: Colombia will win the 1994 World Cup in the USA.
Outcome: Colombia exit the competition in the first round, finishing bottom of their group. Their defender Andres Escobar is also tragically shot dead by an angry fan after Colombia return home.
7) Argentina, France & World Cup 2002
Pele Prediction: Argentina & France will both reach the final.
Outcome: Both countries eliminated in the first round, France without even scoring a goal.
6) Escape To Victory
Pele Prediction: During the famous film starring Sylvester Stallone and Michael Caine, Allies star Pele is brutally fouled in the first half by the Nazi opponents. The injured Brazilian claims there is no way he can continue and is carried off. The Allies are 4-0 down, and a recovery is deemed impossible.
Outcome: Pele returns in the second half and inspires his team to an improbable comeback, even scoring a stunning bicycle kick. Even in fiction, Pele's predictions go wrong.
5) Ronaldo Is Finished
Pele Prediction: Ronaldo will never play football again, and his career is over, following a serious injury for Milan in February 2008.
Outcome: Ronaldo returns in March 2009 for Corinthians, scoring 10 goals in his first 14 games to win the Campeonato Paulista. Rumoured to be on the verge of a national team recall.
Ronald-over
4) Nii Lamptey – ‘The New Pele’
Pele Prediction: After starring in the 1991 Under-17 World Cup, which also featured Alessandro Del Piero, Pele proclaims Ghana youngster Lamptey as his successor, ‘The New Pele’.
Outcome: What happens next goes down in football infamy. Lamptey spectacularly fails to fulfil his talent, believing himself that he was cursed by dark forces. The midfielder shifts around clubs such as PSV, Aston Villa, Coventry, Venezia and Ankaragucu without success.
3) Nicky Barmby - Up There With Zidane, Maldini & Ronaldo
Pele Prediction: Nicky Barmby will become a world class star.
Outcome: Nicky Barmby becomes nothing more than an average player, winning 23 England caps, and never even appearing in a World Cup.
Nick Barmby - 'The English Roberto Baggio'
2) Africa Will Rule
Pele Prediction: An African nation will win the World Cup before the year 2000.
Outcome: It is now 2009, and an African country has still yet to get past the quarter-final.
1) Brazil & World Cup 2002
Pele Prediction: Brazil won’t even get past the group stages.
Outcome: Brazil win the World Cup.
তিনি কিভাবে বেঁচে আছেন???
তিনি একদা ভালো খেলতেন অস্বীকার করছিনা।
১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০০
এ আর ১৫ বলেছেন: পেলে কি গণক নাকি ফুটবলার ভাই ?
প্রত্যেক বড় বড় টুর্নামেন্টের আগে -- সাংবাদিকরা বড় বড় খেলোয়ার দের মতামত চিন্তাভাবনা হাই লাইট করে এবং ৯৯% এর প্রিডিকসন মেলে না ।
আপনি দেখান তো কোন বিখ্যাত খেলোয়ারের প্রিডিকসন খাপে খাপ মিলে গিয়ে বিখ্যাত গণকের খ্যাতি অর্জন করেছে । পেলে , বেকেনবাওয়ার , মারাডোনা , পুসকাস, প্লাটিনি , জিকো ইত্যাদি খেলো্য়ারদের সাক্ষাতকার নিয়ে সব পত্রিকা মিডিয়া তাদের কারতি বাড়ায় । সবার কাছে সম্ভাব্য চাম্পিয়ান হতে পারে কোন দেশ , সেটা জানতে চাওয়া হয় ।
এটা তো কোন বড় বিষয় কি ?
ধন্যবাদ
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৩
ইলিশের বাড়ি বলেছেন: আমি আপনাদের সামুর নিয়মিত পাঠক, কখনো কমেন্ট করিনি। সবার লেখা পড়ি এবং অন্যদের কমেন্ট অবলোকন করি। এই পোষ্ট টা দেখে নিজেকে সংযত করতে না পেরে রেজিষ্ট্রেশন করে কমেন্ট করতে বাধ্য হলাম।
আমরা সবাই কম-বেশি ফুটবল ভালোবাসি, পচন্দের দেশ, প্লেয়ার সাপোর্ট করি। কিন্তু কোনো তথ্যের উপর বিষদ ধারণা না রেখে ক্রেজি ফ্যানের মতন আবেগ দিয়ে ঠেলা গাড়ির মতন নিজের অপ্রাসঙ্গিক মতামত ব্যক্ত করাকে অন্তত আমি সাপোর্ট করিনা। কারণ Sports সম্পর্কে আমি ভালো ধারণা রাখি। এখানের সবাই কবি মানুষ,লেখালেখি নিয়ে ব্যস্ত থাকে। সবাই হয়তো খেলাধূলা নিয়ে খুব বেশী ধারণা রাখেনা। তাই উনার এই পোষ্টটার কিছু উল্লেখযোগ্য ত্রুটি আমি ধরিয়ে দিচ্ছি।
CONMEBOL(কনমেবল)বা দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেন, যারা কিনা দক্ষিণ আমেরিকার ফুটবল খেলুড়ে দেশ গুলোকে নিয়ে কাজ করে। ইউরোপের যেমন আছে UEFA, এশিয়ান দের মধ্যে যেমন আছে AFC। ফিফার সারা বিশ্বে এরকম মোট ছয়টি সহযোগী সংস্থা আছে। পেলেকে ছাড়িয়ে মেসি যে রেকর্ড টা করেছে সেটা কনমেবল বা দক্ষিণ আমেরিকার ফুটবল খেলুড়ে দেশ গুলোর মধ্যে কোন ফুটবলারের করা ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড। যা আগে ছিলো পেলের দখলে।
কিংবদন্তি পেলে ৭৭ গোল করে লাতিন আমেরিকান ফুটবলার হিসাবে জাতীয় দলের হয়ে এতদিন সর্বোচ্চ গোলদাতা ছিলেন। মেসি বলিবিয়ার বিপক্ষে অসাধারণ হ্যাটট্রিকে তার জাতীয় দলের হয়ে ব্যক্তিগত গোলসংখ্যা গিয়ে দাঁড়ায় ৭৯ তে। যা ছিলে পেলেকে ছাড়িয়ে লাতিন আমেরিকার কোনো ফুটবলারের ব্যক্তিগত সর্বোচ্চ গোল করার অর্জন। যা লাতিন আমেরিকার রেকর্ডের পাতায় স্থান পেয়েছে।
যুক্তিখন্ডনঃ
১) পেলে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেছেন, আর মেসি ১৫৩ ম্যাচ খেলে ৭৯ গোল করেছেন। এখানে আপনি অবশ্যই ম্যাচের সংখ্যার গুরুত্ব বুজাতে ছেয়েছেন, মানে পেলে কম ম্যাচ খেলে বেশি গোল করতে সক্ষম হয়েছে -- উত্তরে আমি বলবো, মেসির ক্যারিয়ার টা ভূল সময়ে শুরু হয়েছে যা ছিলো পেলের সৌভাগ্য। পেলেকে বর্তমান সময়ের ডিফেন্স মেকানিজমের বিপক্ষে মেসির খেলা ১৫৩ ম্যাচ খেলতে দিলে মাত্র ৫৩ গোল করতে পারতেন কিনা সন্দেহ, আদি কালের মামুলি প্রতিপক্ষ আর ভঙ্গুর ডিফেন্স, অনুন্নত প্রযুক্তির অভাবে অনায়াসে গোল পেয়ে আজ পেলে কিংবদন্তি হয়েছেন। উল্লেখ্য, একবিংশ শতাব্দীর প্রায় সব মাস্টারমাইন্ড কোচকে তাদের ডিফেন্স মেকানিজম বদল করতে বাধ্য করা মানুষটি হলো মেসি। একটু ঠান্ডা মাথায় বিষয়গুলো ভাবলেই তো স্পষ্ট হয়ে যায়।
২) ভারতের সূনিল ছেত্রি ১২০ টা গেমে ৭৫ টা গোল করেছে!
ক্রিস্টিনা রোনাল্ড ১৮০ টা গেমে ১১১ টা গোল!!
দ্বিতীয়তে আছে ইরাণের আলী দায়ি --- ১৪৯ টা গেমে ১০৯ টা গোল!!!
তৃতীয়তে আছে মালোয়েশিয়ার মোক্তার ডাহালি --- ১৪২ টা গেমে ৮৯ টা গোল!!!
এরকম আরো কিছু খোলোয়ারের নাম আনলেন যারা পেলেেকে ক'দিন পর ছাড়িয়ে যাবে বা গেছে এখানে এরা কি কেউ মেসি বা পেলের সমকক্ষ? এখানে তো বলা হয়েছে মেসি পেলের রেকর্ড ভেঙেছে, যা কিনা তাদের কনমেবল বা দক্ষিন আমেরিকান মহাদেশীয় ব্যক্তিগত গোলের রেকর্ড। কোথাও তো বলা হয়নি মেসি বিশ্বরেকর্ড গড়েছেন। শুধু শুধু সারাবিশ্বের এত প্লেয়ারের ডাটা না খুঁজে যদি আপনি আসল কারণ টা ধরতে পারতেন তাহলে ওমুক তমুকের গোল সংখ্যা বা তুলনা মূলক অপ্রাসঙ্গিক পোষ্ট করতেন না।
একজন ক্রিশ্চিয়ানো রোনালদো বা নেইমার ভক্তের সবচেয়ে বড় অসুবিধা কি জানেন? হয়তো আপনি লিওনেল মেসিকে ভালোবাসেন; তার এই শিল্পের ছোঁয়াটা আপনিও পছন্দ করেন; আপনি তার ভক্ত হতে চান। কিন্তু, কোথাও না কোথাও শেষ পর্যন্ত আপনাকে ঠিকই পিছিয়ে আসতে হয়। কারণ রোনালদো আপনার প্রথম ভালোবাসা; তার প্রতি আছে আলাদা দায়বদ্ধতা। মেসি যতই লাস্যময়ী হোক না কেন, আপনাকে ঠিকই যেন সংযত হতে হয়। ফুটবল রাইভ্যালিটির সুন্দরতম রোমান্টিসিজম বোধহয় এখানেই!
ভালো থাকবেন!
আমাকে ক্ষমা করে দিবেন।
হয়তো এভাবে কারো ভূল ধরিয়ে দেওয়া ঠিক হয়নি আমার, কিন্তু তথ্যটা এখানে কমেন্ট করে বলা ছাড়া উপায় ছিলোনা।
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৩
ইলিশের বাড়ি বলেছেন: @এ আর ১৫ ধন্যবাদ ভাইয়া, আমার কমেন্টে রিপ্লাই করার জন্য।
আমি আমার উপরোক্ত কমেন্টে পেলের সাথে মেসিকে তুলনা করে সেরকম কিছুই ইঙ্গিত করিনি। শুধুমাত্র পেলের সময়ের ম্যাচ ,প্রতিপক্ষ, সে সময়কার ফুটবল পরিবেশ আর বর্তমানের মেসির সময়ের ফুটবলের পরিবেশ, ব্যবহারকৃত প্রযুক্তি, নিয়ম কানুন সবকিছুই দুটোই আলাদা টাইমলাইনে আবদ্ধ । তারা দু'জনই নিজেদের সময়ের সেরা ফুটবলার।
মিডিয়া পেলের সাথে মেসিকে জড়াচ্ছে বলে আপনার সহ্য হয়তো হচ্ছেনা তবে রিয়েলিটি তো এটাই পেলের রেকর্ড টাই তো মেসি ভেঙেছে সুতরাং পেলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো মেসি এটাই টাইটেল দিয়ে গণমাধ্যমে সংবাদ হবে এটাই তো স্বাভাবিক। মেসি যদি আমার কিংবা আপনার রেকর্ড ভাঙ্গতো তাহলে মিডিয়া মেসির সাথে আমাদের নাম জড়িয়ে নিউজ করতো। যে মেসি ওমুক তমুকের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে।
কিছু দিন আগে, আমেরিকান জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান জসকারন মালহোত্রা হার্শেল গিবসের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ছয় বলে ছয় চক্কা মারার রেকর্ড গড়েন। এখন মিডিয়া তো জসকারণ মালহোত্রার সাথে হার্শেল গিবসের নাম এনে নিউজ করবেই৷ করেছে ও, এটাই তো স্বাভাবিক। এখানে তো লিজেন্ড হার্শেল গিবসের সাথে আনকড়া জসকারণ মালহোত্রার তুলনা করা হয়নি। একজন রেকর্ড গড়বে আর একজন ভাঙ্গবে এটাই তো নিয়ম। আজ অবধি, মানুষের দ্বারা যে সকল রেকর্ডগুলো হয়েছে, এর সব রেকর্ডই টুডে ওর টুমোরো অন্য আর একজন মানুষ ভাঙ্গবে৷ কারণ মানুষের অসাধ্য তো কিছুই নেই৷ যে যার রেকর্ড ভাঙ্গবে তার সাথে তার নাম ও ইতিহাসে জড়িয়ে থাকবে এটাই তো স্বাভাবিক।
আমি জানি ব্রাজিল-আর্জেন্টিনা, ম্যারাডোনা Vs পেলে কিংবা মেসি Vs নেইমার কে সেরা এ বিষয়গুলো অমীমাংসিত একটা টপিক। এটা নিয়ে তর্ক করলে চলতেই থাকবে অনন্তকাল।
আমি স্কিপ করছি টোটাল ব্যাপার টা৷ অন্তত এ পোষ্টে আপনাকে আর কোনো রিপ্লাই দিবোনা।
ধন্যবাদ।
ভালো থাকবেন ভাইয়া।
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:২২
এ আর ১৫ বলেছেন: আমি আমার উপরোক্ত কমেন্টে পেলের সাথে মেসিকে তুলনা করে সেরকম কিছুই ইঙ্গিত করিনি।
দেখুন করেছেন কিনা ------ পেলেকে বর্তমান সময়ের ডিফেন্স মেকানিজমের বিপক্ষে মেসির খেলা ১৫৩ ম্যাচ খেলতে দিলে মাত্র ৫৩ গোল করতে পারতেন কিনা সন্দেহ, আদি কালের মামুলি প্রতিপক্ষ আর ভঙ্গুর ডিফেন্স, অনুন্নত প্রযুক্তির অভাবে অনায়াসে গোল পেয়ে আজ পেলে কিংবদন্তি হয়েছেন।
এবং এর ঊত্তরে আমি লিখেছি
আপনি দাবি করছেন বর্তমান জামানার ডিফেন্স মেকানিজম সামনে নাকি পেলে সুবিধা করতে পারতো না । এখানে আপনার মারাত্বক ভুল -- কারন পেলে ছিল ১০০ % আনপ্রেডিকটেবল --- তিনি এক বার যে কৌশলে ডিফেন্সকে ফাকি দিয়েছেন ২য় বার তিনি সেই কৌশল ব্যবহার কোরতো না । পেলের সময় বিভিন্ন দেশ প্রচুর পয়সা খরচ করেছিল পেলের উপর রিসার্চ করার জন্য , এই কথা জানাজানি হওয়ার পর ব্রাজিলের ফেডারেশন এবং খেলোয়াররা হাসাহাসি করছিল । তারা বলছিল এটা করে কোন লাভ নেই কারন তিনি এক কৌশল দ্বিতিয় বার ব্যবহার করেন না ।
পেলে ছিল বাম হাতি বা নেটা কিন্তু তার ২ পায়ে ছিল প্রায় সম মানের স্কিল । এখানে ই দেখুন পেলের সাথে মেসি বা মারাডোনার কৌশল গত তফাত । যখন মারাডোনা বা মেসির পায়ে বল যায় -- তখন প্রতিপক্ষ জেনে যায় তিনি বা পায়ে খেলবেন , বা পায়ে বল বাড়াবেন -- কিন্তু পেলের পায়ে বল গেলে প্রতিপক্ষ বুঝতে পারতো না পেলে ডান বা বাম কোন দিকে যাবেন । তারপর আরো সমস্যা এক কৌশল দ্বিতিয় বার ব্যবহার করেন না ।
তাই বোলছি বর্তমান কেন ভবিষ্যতের কোন ডিফেন্স মেকানিজম পেলেকে আটকাতে পারতো না । তার উপরে এমন কথা এখন অনেকে দাবি করে , যদি পেলে বর্তমান খেলোয়ারদের মত ট্রেনিং এবং মর্ডান ফেসেলিটি পেত তাহোলে হয়ত ২০০০ গোল করতো এবং দেশের পক্ষে ২০০ গোল করতো ।
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১৩
ঈশ্বরকণা বলেছেন: মেসি আর পেলেতো হলো অনেক ! গোলের প্রশ্নেই যখন আলোচনা তখন গ্যালাপিং মেজরের ডেপুটি স্যান্ডর ককসিস আর লিওনিডাসকে নিয়ে লিখুন
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
ভালো