নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

তালেবানদের বিজয় কিভাবে ইসলামের বিজয়?

২১ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০৯

তালেবানদের বিজয় নাকি আফগানিস্তনে ইসলামের বিজয়!!!! ঠিক বুঝলাম না কিভাবে ইসলামিদের জয়। এত দিন যারা আফগানিস্তানে ক্ষমতায় ছিল তারা কারা? তাদের আইডিওলজি কি?
এবার একটু পিছনে যাই, সোভিয়েত ইউনিয়ন ছেড়ে যাওয়ার পর ঐ দেশের ক্ষমতায় বসে মুজাহিদরা যাদের আদর্শ শরিয়া ইসলাম এবং তারা ইসলামিক ভাব ধারায় শরিয়া মেনে শাসন শুরু করেছিল, মুজাহিদ জোটের অন্যতম অংশিদার ছিল মওদুদিবাদি আফগান দল, জামাতে ইসলাম আফগানিস্তান। এই দলের প্রধান নেতার নাম আহমেদ শাহ মাসুদ।
তালেবানরা ক্ষমতা দখল করলে, আহমেদ শাহ মাসুদ তার দল বল এবং অন্যান্য মুজাহিদদের শরিক দল কাবুল থেকে সরে গিয়ে বেশ কয়েকটা প্রদেশ দখল করে অবস্থান করে। তাদের ধারে কাছে তালেবানরা আসতে পারিনি।
২০০১ সালে যখন আমেরিকা যুদ্ধে জড়িয়ে যায়, তখন আহমেদ শাহ মাসুদের নতৃতে মুজাহিদ ইসলামিক জোট ক্ষমতা গ্রহন করে এবং ইসলিমক শরিয়া মোতাবেক দেশের শাসন শুরু করে।
এখন তালেবান ক্ষমতা দখল করেছে এবং এই বিজয় নাকি ইসলামের বিজয়।
তাহলে এত দিন ইসলামিক মুজাহিদ জোট ক্ষমতায় ছিল তারা কি ইসলামিক নহে? যদি তারা ইসলামিক হয়, তাহোলে ইসলামের বিজয় হয় কি করে?
এটাকে তালেবানের বিজয় বলা যেতে পারে কিন্তু এটাকে ইসলামের বিজয় কেন দাবি করা হচ্ছে।
মুজাহিদরা ইসলামিক আদর্শ লালন করে, সেই সাথে মওদুদিবাদি জামাত এই জোটের প্রভাবশালী অংশ, তাহলে এরা অইসলামিক কি করে হয়?
বুঝলাম তারা আমেরিকার সাহায্য নিয়েছে, এর কারনে কি করে তারা অইসলামিক?
আমেরিকার পা চাটা দেশ সৌদি আরব, কুয়েত কাতার সহ বেশ কিছু ইসলামিক দেশ, তাহোলে মুজাহিদ সরকার যদি আমেরিকার বন্ধু হয়, তাতে সমস্যা কি?
তালেবানদের বন্ধু চায়না রাশিয়া, তাহলে তারা কেন ইসলামিক?
চায়না উইঘুরে মুসলমানদের পেষন করে চলেছে, তাহোলে সেই চায়না কি করে ইসলামিক তালেবানের মিত্র হয়।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৯

চাঁদগাজী বলেছেন:



ইসলাম মানুষকে জীবন সম্পর্কে সঠিক কোন ধারণা দেয় না, পুরোটাই রূপকথা।

২১ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৬

এ আর ১৫ বলেছেন: এই কথা বর্তমান ইসলামিস্টদের কার্যোকলাপ দেখলে তাই মনে হবে । ইসলাম সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারনা জন্য তথাকথিত ইসলামিস্টরাই দায়ি ।

২| ২১ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৪৯

একজন মুসলিম বলেছেন: চাঁদগাজী মানসিক রুগী ও চরম ইসলাম বিদ্বেষী

২১ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৭

এ আর ১৫ বলেছেন: সেটা কি আপনার মতামত ?

৩| ২১ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:১৪

নতুন বলেছেন: আজহারী সাহেব ওয়াজে বলেছিলেন তালেবান আমেরিকার প্রসিডেনস্টের আবিস্কার।

এখন উনি ছাত্রদের বিজয়ে উল্লাস করতেছেন্।

২১ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৪

এ আর ১৫ বলেছেন: আজহারি সাহেব , নিজে একজন জামাত অনুসারি এবং দেলোয়ার হোসেন সাঈদীর ভক্ত । ওনাদের আদর্শের দল জামাতে ইসলাম আফগানিস্তান এত দিন আফগানিস্থানের ক্ষমতার অংশিদার ছিল । তালেবানদের বিজয়ে উল্লাস করার কারন কি বুঝতে পারছি না ।

৪| ২১ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:১৯

ফড়িং-অনু বলেছেন: চাঁদগাজী ভাই আপনার সাথে সম্পূর্ন সহমত পোষন করলাম। এবং েআরো একটু বলতে চাই লিখাটি দারুন।

২১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৪

এ আর ১৫ বলেছেন: লেখা পড়েছেন সে জন্য অনেক অনেক ধন্যবাদ ।

৫| ২১ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:০৪

রানার ব্লগ বলেছেন: বহির্বশ্ব তালেবানদের ইসলামের ধারক বাহক ভেবে যৌন সুখ লাভ করছে বিশেষকরে বাংলাদেশের কিছু বলদ !!!

২১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৫

এ আর ১৫ বলেছেন: ঠিক বলেছেন ।

৬| ২১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

ঈশ্বরকণা বলেছেন: তালেবানদের বিজয় কিভাবে ইসলামের বিজয়? হাহাহা---কি বললেন এটা ! আপনিতো আপনার ব্লগিঙের আতেলেকচুয়ালিটির ওপর AR -১৫ -এর ঝাঁঝালো গুলিগালাজ চালালেন দেখছি ! তালেবানের বিজয় ইসলামের বিজয় না, সেটা না হয় মানা গেলো কিন্তু তাহলে তালেবান যা যা করেছে তা নিয়ে ইসলামের পেছনে যে এতদিন উসাইন বোল্টের গতিতে মিথ্যা অভিযোগ করে ছুটলেন আর ইসলামকে অভিযুক্ত করলেন সেগুলো কি ঠিক ছিল ? রামভুল ছিল তাই না মশাই ? আপনার (ও আপনাদের) ব্লগিংয়ের এই বিল্টইন অসততাই ব্লগের পরিবেশটা নোংরা করেছে । তালেবান সদস্যরা মুসলমান সেটা ঠিক । কিন্তু তারা ইসলামিক ভাবধারায় শাসন চালাতে পারছে কি না সেটা সময়েই বলে দেবে । একটু কুরআন আর একটু নিজের ইচ্ছেমতো শাসন চালালে ইসলামী শাসন হবে না ।আর সেটা নিয়ে ইসলামকে অভিযুক্ত করাও ভুলই হবে। ইসলামিক শাসন চলতে হলে পরিপূর্ণ ভাবেই চালাতে হবে । আমাদের দেশেও ইসলামের চৌদ্দগুষ্টি দিনরাত উদ্ধার করার পর সাজানো ইলেকশনের আগেও ঘোমটা টেনে অনেকে ইসলামিক সাজে, ইসলাম বলতে বলতে মুখে ফেনা তোলে । সেটা কিন্তু ইসলামকে ব্যবহার করা হলো । ইসলামকে ব্যবহার করা আর ইসলামকে সততার সাথে অনুশীলন করা দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয় সেটা বুঝতে হবে। যাক আপনার খানিকটা শুভবুদ্ধির উদয় হয়েছে দেখে খুশি হলাম । ঠিকঠাক লাইনে ব্লগিং করবেন শুভবোধনের সাথে সাথে সেটাও আশাকরছি । কুশলে থাকুন ।

২১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৩

এ আর ১৫ বলেছেন: আপনি কি শুধু হেডিং পড়ে মন্তব্য করেছেন ? ভাই দয়া করে লেখা পড়ে মন্তব্য করুন । ধন্যবাদ

৭| ২১ শে আগস্ট, ২০২১ রাত ৮:৩৭

ঈশ্বরকণা বলেছেন: আবার পড়লাম । কিন্তু আমার আগের মন্তব্য চেঞ্জ করার মতোতো কিছু পেলাম না । আমি আপনার শিরোনাম তা লক্ষ্য করেই মন্তব্যটা করেছি মনে হলেও মন্তব্যটা আপনার পুরো লেখার থিম নিয়েই। পিছিয়ে গিয়ে শুরু করেছেন ঠিকই কিন্তু গুলবুদ্দিন হেকমতিয়ারের কথা বলেননি দেখে অবাক হয়েছি । এই গুলবুদ্দিন হেকমতিয়ার,আহমদ শাহ মাসুদ এরা সৰাই কিন্তু সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে আফগানিস্তানের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। কিন্তু তারপর একজন হয়ে গেলো আরেকজনের শত্রু !সমস্যাটা হলো কেন? জাতিগত রেষারেষি আর প্রাধান্য বিস্তারের জন্য । আহমেদ শাহ মাসুদের বাহিনীর বেশির ভাগই এথনিসিটির দিক থেকে ছিল তাজিক বা উজবেক । আহমদ শাহ মাসুদের মূল কমান্ডার সোভিয়েত ডিফেক্টো জেনারেল রশিদুদ্দিন দোস্তামের কথা মনে আছে ? সে ছিল উজবেক । তালিবানরা পশতুন ---মানে পাঠান। এরা আফগানিস্তানের জনসংখ্যার মুটামুটি ৪২-৪৫ ভাগ। সবাই মুসলিম কিন্তু জাতিগত প্রাধান্যের জন্যই এদের নিজেদের মধ্যে সব সময়ই দ্বন্ধ চলে এসেছে ।তালিবানের কাছে আহমদ শাহ মাসুদ কিন্তু আমেরিকানদের বা রাশিয়ানদের মতোই শত্রু --তখন কিন্তু সে মুসলিম বলে কোনো সুবিধা পাচ্ছে না। উল্টোভাবেও কথাটা সত্যি। হামিদ কারজাই, পালিয়ে যাওয়া আশরাফ ঘানি এরা সবাই মুসলিম কিন্তু ক্ষমতা দ্বন্দে আবার একে অপরের শত্রুও। ইসলামকে সবাই এরা ব্যবহার করেছে শুধু ক্ষমতা পাবার মেকানিজম হিসেবে। সেজন্যই বলেছি এদের কাজ কারবার দিয়ে ইসলামকে ব্র্যান্ড করা, যা আপনারা সব সময়ই করেন, ভুল । আপনারা ইচ্ছে করেই সেটা করে আসছেন ব্লগে সব সময় । জঙ্গে জামাল, সিফফিনের যুদ্ধের কথা মনে করুন । ইজমার পার্থক্যের কারণে মুসলিমরা যুদ্ধ করেছে ।অসংখ্য মুসলিম শাহাদাত বরনও করেছেন কিন্তু যুদ্ধ জয়ের পর (বিশেষ করে জঙ্গে জামালের যুদ্ধ)হজরত আলী (রাঃ) কিন্তু একজন মুসলিমের বিরুদ্ধেও যুদ্ধ অপরাধের অভিযোগে বিচার করেননি বা কাউকে হত্যা করেননি ! তার বিরুদ্ধে খারিজীদের একটা প্রধান অভিযোগই ছিল খলিফার বিরুদ্ধে বিদ্রোহের পরেও কেন উনি কুরআন সুন্নাহের বিধান মেনে তাদের হত্যা করেন নি (কুরআনের বিধানের বিষয়ে তাদের দাবি/ ইন্টারপ্রিটেশনটা ভুল ছিল)। একজন মুসলিম যখন শাহাদা উচ্চারণ করলো, সালাত কায়েম করলো আর জাকাত দিলো তখন তার বিরুদ্ধে অস্র তোলা হারাম। হত্যাতো চরম কুফরী। এতো মুসলিম হত্যার পরেও তাহলে কি বলা যাবে আফগানিস্তানের এই প্রতিদ্বন্ধি দলগুলো পুরো ইসলাম মেনে চলছে ? সেজন্যই বলেছি এরা ইসলামিক পরিচয়ে ইসলামকে ব্যবহার করেছে, অনুশীলন করতে চায় নি ।এদের উদ্দেশ্য ক্ষমতা । ইসলামী শাসন কায়েম না । যাক,এ নিয়ে এটাই আমার শেষ মন্তব্য ।আর বেশি বলতে চাই না। আপনারা উদ্দেশ্যপূর্ণ ভাবে ইসলামকে এদের কাজের জন্যও দায়ী করবেন সেটা জানি । আমি যতই বলি কোনো লাভ হবে না । তবুও নিজের খেয়ে বনের মোষ তাড়াবার চেষ্টা করলাম আর কি।কুশল হোক।

২২ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩১

এ আর ১৫ বলেছেন: ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য । আমি আহমেদ শাহ মাসুদকে বেশি হাইলাইট করেছি কারন তিনি বাংলাদেশের অধিক পরিচিত জামাতে ইসলামের আফগানিস্থান শাখার প্রধান , যারা মওদুদির মতবাদ অনুসরন করে । আফগানিস্থান মুজাহিদ ইসলামি জোটের যারা শরিক তাদের বৈশস্ঠ আওয়ামি লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ ,বাসদ, একতা পার্টির মত নয় বরং তাদের বৈশিষ্ঠ বাংলাদেশের জামাতে ইসলাম, নেজামে ইসলাম, ইসলামি ঐক্য জোট, হেফাজত ই ইসলাম , ইসলামি মোজলিস ইত্যাদির মত ।
সুতরাং এদেরকে কোন ভাবে অইসলামিক বলা যায় না ।

মনে করুন আফগানিস্থানের মুজাহিদ জোটকে যদি মৌলবাদে আলফা ভ্যারিয়েন্ট বলা হয় , তাহোলে তালেবানরা হোল মৌলবাদের ডেলটা ভ্যারিয়ান্ট ।
মুজাহিদরা যখন কমুনিষ্ঠটদের কাছে থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল, তখন ঐটাকে ইসলাম পন্থিদের বিজয় বলা যেতে পারে, ইসলামের বিজয় বলা যাবে না , কারন তাদের আদর্শ সব মুসলামনের কাছে গ্রহন যোগ্য নহে , এই ব্যপারে কোন ইজমা কিয়াস নেই । মুজাহিদদের কাছে থেকে তালেবান, আবার তালেবান থেকে মুজাহিদ এবং মুজাহিদ থেকে তালেবানের ক্ষমতা দখলকে বলা যেতে পারে মৌলবাদের আলফা ভ্যারিয়েন্ট ও ডেলটা ভ্যারিয়েন্টের ক্ষমতার দখল পাল্টা দখল । উভয় পক্ষ ইসলামি মৌলবাদি এক পক্ষ হোল আলফা ভ্যারিয়েন্ট এবং অন্য পক্ষ ডেলটা ভ্যারিয়ান্ট । ধন্যবাদ

৮| ২১ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৯

ঊণকৌটী বলেছেন: নিশ্চিন্ত থাকেন দক্ষিণ পূর্ব এশিয়া তে আগামী দিনে আরও বড় সমস্যা বা বিশাল যুদ্ধ ক্ষেত্রে পরিণত হবে

২২ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪২

এ আর ১৫ বলেছেন: পৃথিবীটা বড়ই জটিল , যে কোন কিছু হয়ে যেতে পারে আবার নাও পারে , ধন্যবাদ

৯| ২১ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার পোস্টটি ছোট হলেও বিষয় পরিষ্কার। ভালো লেগেছে। আবার সাত নম্বর কমেন্টে @ ঈশ্বরকণার মন্তব্যে প্লাস।উনিও ভালো ব্যাখ্যা করেছেন। এমন পজেটিভ আলোচনা খুবই দরকার।

২২ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৩

এ আর ১৫ বলেছেন: ধন্যবাদ আপনাকে , ভালো থাকবেন ।

১০| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: সভ্যতাকে তারা ১৪০০ বছর পিছনে টেনে নিবে। আলোহীন অন্ধকারের গুহায়।

২২ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৪

এ আর ১৫ বলেছেন: ১১ কমেন্টে বিটপি জানতে চেয়েছে -- এতে আমার সমস্যাকি , এই সমস্যার উত্তর আপনি দিয়ে দিলেন -- সভ্যতাকে ১৪০০ বৎসর পিছনে টেনে নিবে , অনেক ধন্যবাদ ,

১১| ২২ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১১

বিটপি বলেছেন: তালেবানের বিজয় ইসলামের বিজয় - এই উক্তিটি করেছে কে, যার জন্য আপনি ব্যাপক প্রভাবিত হয়ে এই পোস্টটির প্রসব যন্ত্রণা ভোগ করলেন?

কেউ যদি বলেই থাকে, তাতে আপনার সমস্যা কি? তালেবানেরা জুব্বা জাব্বা পাগড়ী পড়ে, যা দেখে একটু ইসলামী ইসলামী ভাব আসে। তাই তালেবানের বিজয়কে ইসলামের বিজয় বলতেই পারে, সমস্যা কি? আজকাল তো ইসলামকে এইভাবেই জেনারেলাইজ করা হয়, তাই নয় কি? এরদোগান বা মাহাথিরের দাঁড়ি নাই - তাই তারা নাকি মুসলিম না। মুরসীর দাঁড়ি ছিল, মাথায় টুপি ছিলনা। জাকির নায়েকের দাঁড়ি টুপি সবই ছিল, কিন্তু জুব্বা পড়তনা। এই নিয়ে অনেক মুমিনের সমস্যা ছিল। আশা করি তালেবানের পোশাক আশাক নিয়া কারো কোন সমস্যা থাকবেনা।

২২ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪১

এ আর ১৫ বলেছেন: : তালেবানের বিজয় ইসলামের বিজয় - এই উক্তিটি করেছে কে, যার জন্য আপনি ব্যাপক প্রভাবিত হয়ে এই পোস্টটির প্রসব যন্ত্রণা ভোগ করলেন?

আপনার মত যারা মৌলবাদি তারা করেছে এবং করে চলেছে , ফেসবুকের সব ইসলামিক পেজ গুলোতে শুকরিয়া আদায় হচ্ছে ইসলামের বিজয় হিসাবে ।

কেউ যদি বলেই থাকে, তাতে আপনার সমস্যা কি?

আপনার কনক্লুশন যদি এইটা হয় তাহোলে প্রথমে কেন প্রশ্ন করলেন -- তালেবানের বিজয় ইসলামের বিজয় - এই উক্তিটি করেছে কে আপনি তাদের দাবি করাকে এপ্রিসিয়েট করলেন এবং বোললেন আমার সমস্যাটা কি ?
মানে তালেবানরা ইসলামিক সোল এজেন্ট আপনার কাছে তাই না কিন্তু সবার কাছে এরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু , এদের জন্য সাধারণ মুসলমানদের বিব্রত হতে হচ্ছে , সমস্যায় পড়তে হচ্ছে সর্বপোরি ইসলাম ধর্মের ভাবমুর্তি ধংস হচ্ছে ---- এবং এই জিনিস গুলো আমার এবং আমাদের বা সমস্ত শান্তিকামি মুসলমানদের সমস্যা ।

১২| ২২ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৩০

রানার ব্লগ বলেছেন: বিটপি বলেছেন তালেবানেরা জুব্বা জাব্বা পাগড়ী পড়ে, যা দেখে একটু ইসলামী ইসলামী ভাব আসে। তাই তালেবানের বিজয়কে ইসলামের বিজয় বলতেই পারে, সমস্যা কি?


তাহলে ভারতে শিখরা ও ইসলামের ধারক বাহক এরাও দাড়ি পাগড়ি জোব্বা পরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.