নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ এত সাম্প্রদায়িক তো আগে ছিল না

১১ ই মে, ২০২১ ভোর ৫:০৭



চঞ্চল চৌধুরী এক জন সেলিব্রিটি অভিনেতা সকলের প্রিয়। অনেকেই তাকে মুসলমান মনে করতো। মা দিবসে তিনি তার মায়ের সাথে একটি ছবি ফেসবুকে শেয়ার করেন, সেই ছবিতে তার মায়ের মাথায় সিদুর ছিল।
সাথে সাথে তার উপরে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে কিছু মমিন , কেহ তাকে ইসলাম গ্রহন করতে আহবান করে, কেহ লিখে আগে জানলে সে তার ভক্তই হোত না ইত্যাদি।
আশ্চর্য লাগে এই দেশের মুসলমানরা আগে এত উগ্র এবং সাম্প্রদায়িক কখনো ছিল না কিন্তু এখন হয়ে গেছে।

এর জন্য সম্পুর্ন দায়ি করবো দেশে বেড়ে উঠা ওয়াজ কালচার এবং এর মাধ্যমে ইসলামের অপব্যাখা প্রচার, হিংসা বিদ্দেষ ঘৃণা প্রচার। আমরা জানি না সরকার কবে এই সব ওয়াজকারিদের নিয়ন্ত্রণ করবে এবং শাস্তির আওতায় নিয়ে আসবে।
আগে দেশে গ্রামে গজ্ঞে যাত্রা পালা গান হোত, মেলা হোত, বৈশাখি হাল খাতা ঊৎসব হোত, এখন প্রায় সবই বন্ধ হয়ে গেছে এবং সেই সব জায়গা দখল করেছে ওয়াজের নামে ধর্মের বিকৃত ব্যাখা এবং হিংসা ঘৃণা চর্চা।

এই সব ধর্মের নামে অপকর্ম বন্ধ না করলে আমাদেরকে অনেক মূল্য দিতে হবে। সঠিক ইসলামের প্রচার মানুষকে সাম্প্রদায়িক করে না, মানুষকে ঘৃণা করতে শিখায় না।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২১ ভোর ৬:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

Reality!
Bangladesh is going to be Afghanistan sooner.
Just want and see.

২| ১১ ই মে, ২০২১ সকাল ৭:৪৮

কামাল১৮ বলেছেন: আমরা যত ধার্মীক হবে ততবেশী সাম্প্রদায়িক হবে।যত সহী মুসলীম হবো ততবেশী জিহাদী হবো।

৩| ১১ ই মে, ২০২১ সকাল ৯:৩৮

ইনদোজ বলেছেন: চঞ্চল চৌধুরীকে মুসলিম মনে করার কারণ কি? তার নাম কি মুসলিম নাম? কিছু আবাল এই নিয়ে হৈ চৈ করে, আর আপনি সেইটা নিয়া আবার পোস্ট ফাদেন। এদের সাথে আপনার কোয়ালিটি গত কোন পার্থক্য নাই।

৪| ১১ ই মে, ২০২১ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ নেই, বঙ্গবন্ধুও নেই কাকে যে বলি? আচ্ছা, আপনি কি বলতে পারেন, আমরা আর কবে মানুষ হবো?

৫| ১১ ই মে, ২০২১ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: চঞ্চল চৌধুরী, আমি কোন ধর্ম বা বর্ণের তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি প্রার্থনা করি, আপনার মা দীর্ঘজীবি হোন। আপনার অভিনয়জীবন আরও সমৃদ্ধ হোক।

৬| ১১ ই মে, ২০২১ দুপুর ২:২৭

নেওয়াজ আলি বলেছেন: দিন দিন মানবিকতা হারিয়ে যাচ্ছে। আগে কী সুন্দর দিন কাটাইতাম

৭| ১১ ই মে, ২০২১ দুপুর ২:৩৩

শায়মা বলেছেন: সৃষ্টিকর্তা যাকে হিন্দু বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে কিছু বান্দা তাকে জোর করে ধরে মুসলিম বানাতে চায়!! তারা কি নিজেদেরকে সৃষ্টিকর্তার চাইতেও বড় ভাবে নাকি!!!!!!


এই সব অতি পন্ডিৎদেরকে কি করা উচিৎ আমার জানা নেই।:(

৮| ১১ ই মে, ২০২১ বিকাল ৩:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একসময় আমরা ঈদের আনন্দ আর পূজার নাড়ৃু মুড়ি
ভাগাভাগি করতােম হিন্দু বন্ধুদের সাথে। তখন আমরা
সাম্প্রদায়িকা শব্দটির ব্যবহারই জানতাম না। মা'কে
নিয়েও সাম্প্রদায়িকতা হয়। হায় সেলুকাস ! কি
বিচিত্র এই দেশ !!

৯| ১১ ই মে, ২০২১ বিকাল ৫:৩৬

মৌরি হক দোলা বলেছেন: আমার মনের কথা লিখেছেন। ধন্যবাদ ভাই।

১০| ১২ ই মে, ২০২১ রাত ৯:১৮

জগতারন বলেছেন:




এর জন্য সম্পুর্ন দায়ি করবো দেশে বেড়ে উঠা ওয়াজ কালচার এবং এর মাধ্যমে ইসলামের অপব্যাখা প্রচার, হিংসা বিদ্দেষ ঘৃণা প্রচার। আমরা জানি না সরকার কবে এই সব ওয়াজকারিদের নিয়ন্ত্রণ করবে এবং শাস্তির আওতায় নিয়ে আসবে।
আগে দেশে গ্রামে গজ্ঞে যাত্রা পালা গান হোত, মেলা হোত, বৈশাখি হাল খাতা ঊৎসব হোত, এখন প্রায় সবই বন্ধ হয়ে গেছে এবং সেই সব জায়গা দখল করেছে ওয়াজের নামে ধর্মের বিকৃত ব্যাখা এবং হিংসা ঘৃণা চর্চা।

এই সব ধর্মের নামে অপকর্ম বন্ধ না করলে আমাদেরকে অনেক মূল্য দিতে হবে। সঠিক ইসলামের প্রচার মানুষকে সাম্প্রদায়িক করে না, মানুষকে ঘৃণা করতে শিখায় না।


আমার কিছু দ্বিমত আছে;
এর জন্য পাপিষ্ঠ মোদী'ও অনেকাংশে দায়ী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.