নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৩:০৮
রাজীব নুর বলেছেন: !
৩| ০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১০:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা হলে সত্যিটা কি?
৪| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১২:১০
অপু তানভীর বলেছেন: স্পেনের রানি ইসাবেলা একজন ভয়ংকর এবং অত্যাচারি রানী ছিলেন। গ্রানাডা তারা দখল করেছিলেন । সেই সময়ে মুসলিম বাহিনীর সাথে ইসাবেলা-ফার্ডিনান্ড বানিনীর যুদ্ধে অনেক মুসলিমকে হত্যাও করা হয়েছিলো । এসব সত্য কথা । কিন্তু এপ্রিল ফুল নিয়ে যে গল্প মোল্লারা ছড়িয়েছে তার কোন ভিত্তি আজও পাওয়া যায় নি ।
যদি এই মোল্লাদের বলা হয় ইতিহাসের কোন সোর্স দিতে তারা দিতে পারবে না । কেবল বলবে হুজুরের মুখে শুনেছে তার মানেই সত্য ! যদি তাদের ইতিহাসের রেফারেন্স দেওয়া হয় তখন তারা বলবে নন মুসলিমদের ইতিহাস তারা বিশ্বাস করে না । যদি বলে তাহলে তোমাদের রেফারেন্স দাও, তখনও সেটা দিতে পারে না ।
১৪৯২ সালের ২ জানুয়ারি ইসাবেলা এবং ফার্ডিনান্দ বাহিনীর কাছে গ্রানাডায় মুসলিম বাহিনীর পতন হয় । ঐদিন দ্বাদশ মুহাম্মদের কাছ থেকে তারা নগরের চাবি নেন। ইতিহাসের কোন বইতে ঐদিন মুসলিমদের গনহত্যা করা হয়েছে কিংবা পুড়িয়ে মারা হয়েছে এমন কোন তথ্য পাওয়া যায় নি ।
এই গল্প মোল্লারা কই থেকে খুজে পেয়েছে কে জানে !
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ১:০৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লিংকটা দেন তো!