নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেফাজতের বিক্ষোভের লক্ষ্য নরেন্দ্র মোদী আর তান্ডবের লক্ষ্যবস্তু নীচের তালিকায়ঃ
* বঙ্গবন্ধুর প্রতিকৃতি
* শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বর
* ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন
* আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ
* জেলা সরকারি গণগ্রন্থাগার
* কালীবাড়ি মন্দিরের প্রতিমা
* ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব
* জেলা পরিষদ ভবন
* পুলিশ সুপারের কার্যালয়
* জেলা পুলিশ লাইন
* সার্কিট হাউস
* ফায়ার সার্ভিসের কার্যালয়
* সদর উপজেলা ভূমি অফিস
* সিভিল সার্জনের কার্যালয়
* মৎস্য কর্মকর্তার কার্যালয়
* ডিসির বাসভবন
* এসপির বাসভবন
* জেলা জজের বাসভবন
* সরাইলে হাইওয়ে থানা
* সদরের খাঁটিহাতা থানা
* রেলওয়ে পুলিশ ফাঁড়ি
* সদর থানাধীন দুই নম্বর পুলিশ ফাঁড়ি
* জেলা আনসার-ভিডিপি কার্যালয়
* ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়
* জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলা
* জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স
* ব্যাংক এশিয়া
* ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন
* ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস
* শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কার্যালয়
* মা ও শিশুকল্যাণ কেন্দ্র
* দলিল লেখক সমিতির কার্যালয়
* প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন শরীর
* চ্যানেল টুয়েন্টি ফোরের প্রতিনিধি রিয়াজ উদ্দিনের মটরসাইকেল ও ক্যামেরা
* জেলা আওয়ামী লীগ কার্যালয়
* জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকারের কার্যালয় ও বাড়ি
* জেলা আওয়ামীগ নেতা ও আয়কর উপদেষ্টা জহিরুল ইসলাম ভূঁইয়ার কার্যালয়
* জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়ি
* জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের বাড়ি
* বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়ার অফিস
* বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা মুকাই আলীর শহরের হালদারপাড়ার বাসভবন
* জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খোকনের বাড়ি
* পুলিশ সুপারের কার্যালয় ও ফাঁড়িতে থাকা ১৮টি মাইক্রোবাস এবং মোটরসাইকেল
* সিভিল সার্জনের গাড়ি
* মৎস্য কর্মকর্তার গাড়ি
* জেলা পরিষদ কার্যালয়ে প্রধান নির্বাহী ও প্রকৌশলীর গাড়ি ।
এখন সিদ্ধান্ত নিন "হেফাজতের হেফাজত না রাজনৈতিকভাবে মোকাবেলা " কোনটি করবেন ??
Collected
২| ৩০ শে মার্চ, ২০২১ ভোর ৪:৩৮
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের সমস্যার সমাধান কি?
৩| ৩০ শে মার্চ, ২০২১ ভোর ৬:৫৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সরকারই চায় দেশে ইসলামী শাসন কায়েম হউক।সরকার না চাইলে সারা দিনব্যাপী এতবড় একটা অপকর্ম হতে পারে না।ইসলাম পন্থীদের কোন অপকর্মই সরকার কঠিন হাতে দমন করছে না।প্রকাশ্যে ওয়াজ করে বেড়ায় কি ভাবে বিদর্মীদের হত্যা করা হবে,সেটা আবার অভিনয় করে দেখায়,তার পরও প্রশাসন কিছু বলে না।
৪| ৩০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৪০
মুজিব রহমান বলেছেন: সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে সরকারি সম্পত্তিতে আঘাত করা বিশ্বজুড়েই ঘটে থাকে। তবে মৌলবাদীগোষ্ঠী সাংস্কৃতিক অঙ্গনে আঘাত করতে খুবই পছন্দ করে। তারা দেশের সাংস্কৃতিক অঙ্গনকেই প্রধান শত্রুজ্ঞান করে।
৫| ৩০ শে মার্চ, ২০২১ সকাল ১০:১৮
নেওয়াজ আলি বলেছেন: এই হেফাজতকে দুধকলা খাইয়ে মোটা করেছে কে
৬| ৩০ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৬
অধীতি বলেছেন: খাল কেটেছে যারা কুমিরও এনেছে তারা কিন্তু সমস্যা হল খালের পাড়ে আমারও একটি ঘাটলা আছে।
৭| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: হেফাজত দেশের শত্রু।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০২১ রাত ৩:১৪
রাজীব নুর বলেছেন: হেফাজতকে কঠিন টাইট দিতে হবে। ছাড় দেওয়া ঠিক হবে না।