নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার দেখি ভাষ্কর্য বিরুধীরা কি উত্তর দেন ।
এই ব্লগে অনেক কয়জন ভাষ্কর্য বিরুধী ব্লগার আছেন , যারা দাবি করেন , তারা দাত ভাঙ্গা জবাব দিয়ে দিবেন ।
এবার এখানে এসে একটু দাত ভাঙ্গা জবাব দিয়ে যান ।
মিস করবেন না , হুজুরকে টু দি পয়েন্টে প্রশ্ন করা হয়েছে । সন্চালোকের কথা গুলো ভালো করে শুনুন ।
এখানে উল্লেখ হাদিসে ছবি হারাম সংক্রান্ত অনন্ত ৫০ টা হাদিস আছে , কিন্তু পুজার মুর্তি সংক্রান্ত হাদিসের সংখ্যা ৪/৫ টার বশি নহে ।
একটু ধৈর্য নিয়ে সন্চালোকের কথা গুলো শুনুন
হুজুররা নিজেদের প্রয়োজনে হারামকে হালাল বলে চালাচ্ছে কিন্তু ধর্মপ্রান মুসলমানরা তাতেও কিছু বোঝে না
২| ১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৯
রানার ব্লগ বলেছেন: পূজা কাকে করে, যাকে মানূষ সৃস্টিকর্তা বা ইশ্বর বা ভগবান বা আল্লাহ বা খোদা মনে করে, ভাষ্কর্য কে মোটেও পুজা করা হয় না। এই স্বভাবিক বোধ টা আম জনতার মাথায় নাই কারন এদের অধিকাংশই ডোডো পাখি। সুরা আল সাবা ১৩ নং আয়াত পড়ে দেখুন, কোরান নিশ্চই হাদিসের চেয়ে কম গুরুত্বপুর্ন নয়?
يَعْمَلُونَ لَهُ مَا يَشَاء مِن مَّحَارِيبَ وَتَمَاثِيلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُورٍ رَّاسِيَاتٍ اعْمَلُوا آلَ دَاوُودَ شُكْرًا وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ
তারা সোলায়মানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউযসদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। হে দাউদ পরিবার! কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।
They worked for him as he desired, (making) arches, images, basons as large as reservoirs, and (cooking) cauldrons fixed (in their places): "Work ye, sons of David, with thanks! but few of My servants are grateful!"
আশা করি কুরানের আয়াত একটাই যথেষ্ট কোন কিছুর রেফারেন্স হিসেবে। এর জন্য চৌদ্দ জায়াগায় রেফারেন্সের দরকার পরে না।
সুরা সাবা
৩| ১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: দেশটা চলে গেছে নষ্টদের দখলে।
যুদ্ধ করে স্বাধীণ দেশে পেয়ে লাভতা কি হলো?
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৮
ডাব্বা বলেছেন: আদেশ বা নিষেধ একটাই তো যথেষ্ট, তাই না?