নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

এটা কি শিরক নহে?

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২৮


হেফাজতের বিজ্ঞ সব মৌলানারা মিটিং করে সরকারকে প্রস্তাব দিয়েছেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের স্হলে আল্লাহ্’র ৯৯ নাম দিয়ে বিশাল এক স্তম্ভ নির্মাণ করা হোক। আর ঐ স্তম্ভের নাম রাখা হোক ‘বঙ্গবন্ধু ভাস্কর্য।’

না, নাহ্ ! ভুল শুনেননি! হ্যাঁ আল্লাহ্’র নিরানব্বই নামের স্তম্ভ যার নাম হবে ‘বঙ্গবন্ধু ভাস্কর্য!’

আমার বিনীত জিজ্ঞাসা— সম্মানিত মৌলানা সাহেবরা, দয়া করে বলবেন কি আল্লার নামের সাথে বঙ্গবন্ধুকে টেনে এনে আপনারা কি শিরক করেননি?

একজন জ্ঞানী মুসলমান মৌলানা যখন ৯৯ এর সাথে ১ যোগ করে সংখ্যাটিকে ১০০ বানিয়ে দেয়, যখন জেনেশুনে শিরক করে তখন শিরককারী মৌলানাদের শাস্তি এবং করনীয় কী হবে তা ঠিক করার জন্য তাঁরা আবারও জরুরী মিটিং ডাকবেন বলে নিশ্চয় আশা করতে পারি।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৩৮

রানার ব্লগ বলেছেন: ধরে নিলাম আল্লাহের নামে স্তভ করা হলো কিন্তু যখন ওই স্তম্ভে কাক হাগু করবে তখন এদের ঈমান আর ইসলাম কোই থাকবে। মোল্লাদের মাথায় ঘিলু অনেক কম এরা জানে খালি ধর মার খাও।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৫৩

এ আর ১৫ বলেছেন: ধন্যবাদ ভাই মতামত রাখার জন্য

২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যারা শেখ মুজিবের ঘোর বিরোধী তারা অনেক কিছু করবে ঐ ৯৯ নাম লেখা স্তম্ভে তখন ঐ নামের পবিত্রতা থাকবে কোথায়।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৫৫

এ আর ১৫ বলেছেন: সেটাই তো কথা

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:২৭

আমি সাজিদ বলেছেন: অবশ্যই শিরক করেছে।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৫৫

এ আর ১৫ বলেছেন: অবশ্যই

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: দুটি আলাদা বিষয় । দুটির আলাদা কাঠামো হতে পারে তবে তার সিদ্ধান্ত হুজুররা দেবে না , নগর সৌন্দর্য বিশারদরা দেবেন । দেশটি বহু ধর্মের । কাল ভগবান, পরশু গড তরশু বৌদ্ধ' ভাস্কর্য সব মিলে হাহাকার শুরু হয়ে যাবে । শুধুমাত্র সিলেক্টেড ভাস্কর্য থাকবে নগরের সৌন্দর্য বর্ধনে ।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৫৭

এ আর ১৫ বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করার জন্য

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: হুজুরদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:০৪

এ আর ১৫ বলেছেন: ঠিক বলেছেন

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৮

নীল আকাশ বলেছেন: এই উদ্ভট তথ্য কোথায় পেয়েছেন? এদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোনটার সাথে কি মিলাচ্ছে এরা?

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৫৬

এ আর ১৫ বলেছেন: কেন এটা তো প্রথম আলো সহ আরো অনেক দৈনিকে এসেছে

৭| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৬

ফটিকলাল বলেছেন: এর মানে হলো ভাস্কর্যের ওজু করানো হইছে। যেমন মানুষ তেমন তাদের বুদ্ধি

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:০৩

এ আর ১৫ বলেছেন: হা হা

৮| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২০

এমেরিকা বলেছেন: আপনার তথ্যে যথারীতি ভুল আছে। মোল্লারা 'বঙ্গবন্ধু ভাস্কর্য' নয় বরং 'বঙ্গবন্ধু মিনার' নামের স্তম্ভ বানানোর প্রস্তাব দিয়েছে। এবং এতে কোন শিরক হবেনা। মিনারে নিশ্চয়ই আল্লাহ্‌র ৯৯ টা নামের পাশে বঙ্গবন্ধুর নাম লেখা থাকবেনা। অন্য কোন জায়গায় লেখা থাকবে। এইটাকে বঙ্গবন্ধু মিনার কেন বলা হবে - সেটা অবশ্য একটা প্রশ্ন - অবশ্য বঙ্গবন্ধুর নাম যে কোন জায়গাতেই জুড়ে দেয়া যেতে পারে - কোন কারণ লাগেনা।

@রানার ব্লগ, আল্লাহ্‌র নাম হচ্ছে পবিত্র, কিন্তু নাম কোন কাগজে লেখা হলে সেটা পবিত্র বস্তু হয়ে যায়না। তাই নিষ্প্রাণ ইট পাথরে কাক হাগু করে দিলে তাতে কারো কোন অসুবিধা হবার কথা নয়। তবে আমার ব্যক্তিগত মতামত হল মিনার কেন, কোন ধরণের ভাস্কর্যই তৈরি না করে সেই টাকায় গরিব মানুষের ১০০ দিন আহারের ব্যবস্থা করলে গরীব মানুষ দোয়া করত!

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:০০

এ আর ১৫ বলেছেন: মিনার হোক আর ভাষ্কর্য হোক আল্লাহু ৯৯ নামের সাথে বঙ্গবন্ধুর নাম যুক্ত করলে শিরক করা হবে এবং এই ভাবে শিরক করার প্রস্তাব হুজুররাই দিয়েছে

৯| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৩৯

মরুর ধুলি বলেছেন: আপনি শিরক কাকে বলে জানেন? আন্তাইজ্যা বকে নিজের অনুর্বর মস্তিকের পরিচয় দিলেন।
মাথার চিকিৎসা করেন। সেটা ভাল হবে।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:০৩

এ আর ১৫ বলেছেন: আল্লাহর ৯৯ নাম খচিত মিনারের নাম বঙ্গবন্ধু মিনার, এতে বুঝি শিরক করা হচ্ছে না? আপনার আগে চিকিৎসার দরকার মাথায়

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২৬

এ আর ১৫ বলেছেন: এটা যদি শিরক করা না হয়, তাহোলে এক কাজ করেন, প্রত্যেক মাদ্রাসাতে আল্লাহর ৯৯ নাম লিখে বঙ্গবন্ধু মিনার বানান তাহোলে, নাউজুবিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.