নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ মুসলিম দেশে ভাষ্কর্য

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:



পোষ্ট সুন্দর হয়েছে, ১ম পেজের কিছু অংশ এখনো খালি, আরো কয়েকটা ফটো যোগ করে দেন।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন সংগ্রহ করেছেন।

স্বাভাবিকতা আজ হারায় অজ্ঞনতার ভীরে
বোধ বুদ্ধি চেতনা সব চাপা গ্রন্থের তলে
বলতেই কবি নজরুলের সেই সত্য কাহন
"মানুষ এনেছে গ্রন্থ কিতাব গ্রন্থ আনেনি মানুষ কোন"
সকলেই -তারা হেসে হেসে হয় খুন!

আমরা সবাই রাজা মন্ত্র শেখালেন নবীজি কলেমাতে,
আত্মদর্শনে জেগেছিল, বিশ্ব করেছে শাসন দোর্দন্ড প্রতাপে।
সমর্পিত তোমাতেই প্রকাশ- বিকাশ সতত ধারা
মোহাম্মদী হাকীকত আজ বোঝে কই আশিক মজনু ছাড়া।।

হৃদয় ভরা মুর্তি তাদের ভোগ, পূজি, লালসার
দুনিয়ার মোহকাঁদায় গড়া এক এক বিশাল অবতার!
মিথ্যা, অন্যায়, দূর্ণীতি সবেতেই করে আপোষ
ব্যাংকে বাড়ে ব্যালেন্স অবাধ খেয়ে সুদ- ঘুষ।

মসজিদে থাকে আগের কাতারে কমিটির কেউকেটা
লেবাসে যেন সাচ্চা মুসলিম বিশ্বাসে কচুকাটা;
শরীর ভরা মেদ ভুরি করে গরমে হাসফাস
পাপের টাকায় লাগায় এসি স্বস্তির নি:শ্বাস!

ছুতোয় নাতায় তারাই সাজে ধর্মের বরকন্দাজ
আরি কি বিশাল ভাবসাব তার; নেয় অতি ধার্মিক সাজ;
কোরআনের আদেশ অবহেলে নিত্য খাটায় কাজের মানুষ
ইয়াতিম মিসকিন ঠেকাতে গেটে দারোয়ান- হাকে খামোশ!

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১

ফটিকলাল বলেছেন: ছবিগুলো থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: আপনাকে একটা কবিতা শেয়ার করি।
অন্ধের ঈশ্বর'-
কবি প্রবাল কুমার বসু

ফুটপাথে চকখড়ি দিয়ে একজন অন্ধ ঈশ্বরকে আঁকছিল
পাশে দাঁড়িয়ে ছিল এক ভিখারি ছেলে।
আঁকা শেষ হতেই বলল... ঈশ্বর কোথায়, এতো ভগবানের মুখ।
মুখটা মুছে অন্ধ আবার আঁকতে শুরু করলো।

দ্বিতীয়বার আঁকা শেষ হতেই ছেলেটি হাসতে লাগলো খুব
এবারও হয়নি... এইতো যীশুর মুখ।
দ্রুত মুছে ফেলে অন্ধটি আবার আঁকতে শুরু করলো ঈশ্বরকে।

এইভাবে অন্ধটি যতবারই ঈশ্বরকে আঁকার চেষ্টা করল,
কারো না কারো মুখের আদল হয়ে যাচ্ছে
এই অজুহাতে ছেলেটি বাতিল করে দিতে লাগলো ঈশ্বরকে...

সারাদিন ভুল ছবি আঁকতে আঁকতে ক্লান্ত অন্ধটি
শেষে ফেললেন নিজেরই মুখ।
আর চোখ দুটো অন্ধ করে দিল।
বাহবা দিয়ে উঠলো ছেলেটি,
অবিকল ঈশ্বরের মুখে হয়েছে।

আপনার কালেকশনটি ভালো লেগেছে।
শুভেচ্ছা জানবেন।



৫| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৬

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ ।অভিনন্দন

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: সৌদি বা অন্য দেশে ভাস্কর্য বা মূর্তি আছে কি নেই। সেটা জানতে চাই না।
আমাদের দেশে ভাস্কর্য, মূর্তি থাকবে। হুকুম এবং দাবী এটাই।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:১০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ছবি থেকেই বোঝা যাচ্ছে অনেক মুসলিম দেশই ভাস্কর্য থাকা অনৈসলামিক সে বিষয়ে একমত হতে পারে নি অথবা কোনো সুস্পষ্ট অবস্থান গ্রহন করে নি। ফলে সেখানে এখনো ভাস্কর্যগুলি বহাল তবিয়তে বহাল আছে।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির এতো উন্নতির যুগেও পঞ্চাশ বছর আগের ঘটনাপ্রবাহ নিয়েই জাতি দ্বিধাবিভক্ত। আর মহানবী ( সা : ) এর ওফাতের কয়েকশত বৎসর পরে তার বাণী বা হাদিস নিয়ে মুসলমানদের মধ্যে দ্বিধাবিভক্তি ও অসংখ্য দল-উপদল সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। এখানে কিছু কিছু উগ্রধর্মান্ধ গোষ্ঠীর রুটিরুজির বিষয় জড়িত থাকার কারণে ভাস্কর্যের মতো দুর্বল বিষয়গুলো নিয়ে ইসু সৃষ্টি করছে। এই সুযোগ সন্ধানীরা কিন্তু কুরআনের আদেশকৃত সৎকর্ম বাস্তবায়নের জন্য বা স্পষ্টভাবে নিষিদ্ধ ঘুষ, দুর্নীতি, আমানতের খেয়ানত সহ পাপাচারগুলোর বিরুদ্ধে জেহাদে অংশ নেয়ার কোনো জোশ দেখাচ্ছে না।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৭

এমেরিকা বলেছেন: লেবাননে সমকামি বিয়ে চালু আছে। তাই আমাদের দেশে সেটা করা অনৈসলামিক হবেনা।
জর্দানের রাস্তায় মদ বিক্রি হয়। তাই মদ খাওয়া হালাল।
মুসলিম দেশ আমিরাতে লিভ টূগেদার আইনসম্মত, তাই ব্যভিচারে কোন পাপ নেই।

সব মুসলিম দেশেই প্রাণীর ভাস্কর্য আছে - তাই আমাদের দেশে নতুন করে কোন প্রাণীর ভাস্কর্য নির্মিত হলে তাতে আপত্তি করার কিছু নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.