নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মানুষের জন্য সমবেদনা যারা জানাচ্ছে তারা কি উনার মুল্যবান বাণী শুনেছিলেন?
শফির অমর বাণীঃ
- "শোনো নারীরা, চার দেয়ালের ভেতরই তোমাদের থাকতে হবে। স্বামীর বাড়িতে বসে তোমরা আসবাবপত্র দেখভাল করবা, শিশু লালন-পালন, পুরুষ শিশুদের যত্ন করবা। এই হলো তোমাদের কাজ। তোমাদের কেন বাইরে যেতে হবে?"
- "মহিলাদের ক্লাসের সামনে বসানো হয় কলেজে ভার্সিটিতে, পুরুষরা কি লেখাপড়া কইরতেছে? মহিলা তেঁতুলের মতো-তেঁতুলের মতো-তেঁতুলের মতো। ছোট্ট একটা ছেলে তেঁতুল খাইতেসে, আপনে দেখতেছেন, আপনার মুখ দিয়া লালা বাইর হবে। সত্য না মিথ্যা বলেন তো? তেঁতুল বৃক্ষের নিচ দিকে আপনে হাইটা যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। মার্কেটে যেখানে তেঁতুল বিক্রি করে ওদিকে যদি আপনে যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। মহিলা তার থেকেও বেশি খারাপ! মহিলাদেরকে দেখলে দিলের মইধ্যে লালা বাইর হয়, বিবাহ করতে ইচ্ছা হয়। লাভ ম্যারেজ/কোর্ট ম্যারেজ করতে ইচ্ছা হয়। হয় কিনা বলেন? এই মহিলারা তেঁতুলের মতো।"
- "দিনেরাত্রে মহিলাদের সাথে পড়ালেখা করতেছেন, আপনার দিল ঠিক রাখতে পারবেন না। রাস্তাঘাটে হাঁটাহুটা করতেছেন, হ্যান্ডশেক কইরা কইরা, আপনার দিল ঠিক রাখতে পারবেন না। যতোই বুজুর্গ হোক না কেন, এই মহিলাকে দেখলে, মহিলার সাথে হ্যান্ডশেক করলে আপনার দিলের মধ্যে কুখেয়াল আইসা যাবে, খারাপ খেয়াল। এইটা মনের জেনা, দিলের জেনা হইতে হইতে আসল জেনায় পরিণত হবে। এটা সত্য না মিথ্যা?"
- "গার্মেন্টসে কেন দিছেন আপনার মেয়েকে? ফজরে ৭/৮ টা বাজে চলে যায়, রাত ৮টা, ১০টা, ১২টায়ও আসে না। কোন পুরুষের সাথে ঘোরাফেরা করতেসে তুমি তো জানো না। কতোজনের মধ্যে মত্তলা হচ্ছে আপনার মেয়ে, আপনে তো জানেন না। জেনা কইরা কইরা টাকা রোজগার করতেছে, কী বরকত হবে?"
- "আপনারই মেয়ে স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেখাপড়া করছে। আরে, ক্লাস ফোর ফাইভ পর্যন্ত লেখাপড়া করান। বিবাহ-শাদি দিলে স্বামীর টাকা-পয়সার হিসাব কইরতে পারে মতো, অতটুকু দরকার। বেশি বেশি আপনার মেয়েকে আইজকে স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করাইতেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন। কিছুদিন পরে আপনার মেয়ে স্বামী একটা নিজে নিজে ধরি নিবে, লাভ ম্যারেজ-কোর্ট ম্যারেজ করি চলি যাবে।"
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৪
রাশিয়া বলেছেন: উনি এমন কোন বেদনায় ছিলেন না, যে কেউ সমবেদনা জানাবে। বাংলাদেশের মিডিয়াতে মূত্রমনাদের লাফালাফি বন্ধ করতে উনার যে অবদান, তাই সবাই ভক্তি ভরে স্মরণ করে। এছাড়া ওনার কথা বা কাজ কোনটাতেই প্রশংসা করার মত তেমন কিছু পাওয়া যায়না।
তেঁতুল হুজুর যা বলেছে, সেগুলো তিতা হলেও সত্যি কথা - অস্বীকার করার উপায় নেই। কিন্তু তার কথা শুনে মেয়েদেরকে কেউ স্কুল কলেজে যাওয়া বা গার্মেন্টসে কাজ করা বন্ধ করেছে - এমনটা শোনা যায়নি। বর্তমান বাস্তবতায় তা সম্ভবও না।
তাই মরা মানুষকে নিয়ে অযথা ফালাফালি বন্ধ করেন। আপনার দ্বীন দুনিয়া দুইদিকেই লাভ হবে।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৯
এ আর ১৫ বলেছেন: তিনি অপব্যাখা করেছেন, নারীদের তেতুলের সাথে তুলনা করে অপমান করেছেন।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৭
শাহ আজিজ বলেছেন: ভুলে গিয়েছিলাম , মনে করিয়ে দিলেন ।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪১
জাহিদ হাসান বলেছেন: রাশিয়া নিকের আড়ালে কোন আইএস সদস্য?
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: মাদ্রাসার শিক্ষা পরকালের জন্য। ইহকালের জন্য আধুনিক শিক্ষার দরকার।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৩
কসমিক রোহান বলেছেন: স্কুল কলেজ ভার্সিটি নারীদের জন্য এই মুহুর্তে কতটুকু নিরাপদ মনে করেন?
প্রায় প্রতিদিন ধর্ষণ হচ্ছে, অবাধ অশ্লীলতা ছড়াচ্ছে, খুন হচ্ছে।
যতদিন অনিরাপদ থাকবে ততদিন গৃহশিক্ষা অথবা নিরাপদ শিক্ষাব্যবস্থার মাধ্যমে পাঠ নেয়া উচিত।
শুধু বাক্য নয় বাক্যের সারমর্ম বোঝার জন্য সম্পূর্ণ আলোচনা শোনা জরুরী।
ক্ষুদ্রাংশ কোট করলে আলোচনার মূল আবেদন পাওয়া যায় না।
তিনি বর্তমান সমাজের সংকট তুলে ধরে এর প্রাথমিক সমাধানের কথা বলেছেন।
এর বাইরেও তার কথার আরো উহ্য অংশ থেকে যায়।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫০
এ আর ১৫ বলেছেন: এখানে তার বক্তব্যটির ক্ষুদ্রাংশ দেওয়া হয় নি।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪২
মোহামমদ কামরুজজামান বলেছেন: হুজুর উনার অবস্থান থেকে বাণী দিয়েছেন। সেটা গ্রহন-বর্জন সম্পূর্ণ আপনার-আমার নিজস্ব ব্যাপার ।উনি আপনাকে-আমাকে বাধ্য করেনি উনার অনুসারী হতে।সারা দেশের-দুনিয়ার লাখো মুসলিম উনার জন্য দোয়া করে উনার অনুসারী।সেখানে কেউ কেউ উনাকে অপছন্দ করতেও পারে বা উনার সাথে একমত নাও হতে পারে। তার মানে এই না যে,হুজুর ভূল ছিলেন আর তার বিরোধিতা কারীরা সঠিক।দুনিয়াতে মতের-মনের অমিল থাকবেই।আপনার মনে যা ভাল লাগে তাই আপনি গ্রহণ করবেন আর যা ভাল লাগেনা তা আপনি বর্জন করবেন। আর আপনার কাজের জন্য আপনিই জবাব দিবেন শফি হুজুর বা অন্য কেউ নয়।
জীবিত অবস্থায় উনি আমার-আপনার থেকে অনেক উত্তম ছিলেন একথা নি:সন্দেহে।আর মরনের পরেও মহান আল্লাহ পাক উনার প্রতি রহমত করবেন বলেই বিশ্বাস ।উনি এখন মৃত।কাজেই উনার দোষ না খুজে, পারলে উনার জন্য দোয়া করেন আর তা না পারলেও নিজের দিকে তাকান এবং নিজের জন্য ভাবেন ।এটাই আমার-আপনার জন্য কল্যাণকর।আর মহান আল্লাহ পাক আমার - আপনার কিংবা হুজুর সম্পর্কে সম্যক অবগত এবং ন্যায় বিচার কারী।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৩
এ আর ১৫ বলেছেন: একজন আলেম দিবেন বর্তমান যুগ উপোযগি সম্মত ঊপদেশ ইসলামের দৃষ্ঠিভঙ্গিতে, তার এমন কথা কি বর্তমান যুগে চলে
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৭
জাহিদ হাসান বলেছেন: আলিয়া মাদ্রাসাকে উন্নত ও প্রসারিত করে দেশ থেকে কওমী মাদরাসা তুলে দেওয়ার দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত বলে রাখি- ২ বছর কওমী মাদরাসা ও ৫ বছর আলিয়া মাদরাসায় লেখাপড়া করেছি।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৭
নেওয়াজ আলি বলেছেন: মরে গিয়েছে মাফ করে দিন
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৫
জাহিদ হাসান বলেছেন: নেওয়াজ আলি বলেছেন: মরে গিয়েছে মাফ করে দিন
যাবে মাফ করতে বলছেন, তাকে ব্লগে মহানায়ক বানানো হচ্ছে। আপনারও কি মনে হয় তিনি মহানায়ক ছিলেন?
তাহলে তো কিম জং উন, অ্যাডলফ হিটলার, হালাকু খান, তৈমুর লং, চেঙ্গিস খান, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এরা আরও বড় মহানায়ক।
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কোন কথাটা ইসলামের বাইরে হয়েছে সেটাই তো বুঝি না।
তিতে হলেও সত্য। আমরা পাপ করতেছি তাই বলে ইসলামের রীতি নীতি মিথ্যে হয়ে যাবে না।
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাই এনার পুরো প্রোফাইল দেখুন তাহলেই বুঝবেন এনার ইসলাম তথা মুসলিমদের নিয়ে কত চুলকানী!!
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪২
নতুন বলেছেন: কসমিক রোহান বলেছেন: স্কুল কলেজ ভার্সিটি নারীদের জন্য এই মুহুর্তে কতটুকু নিরাপদ মনে করেন?
প্রায় প্রতিদিন ধর্ষণ হচ্ছে, অবাধ অশ্লীলতা ছড়াচ্ছে, খুন হচ্ছে।
যতদিন অনিরাপদ থাকবে ততদিন গৃহশিক্ষা অথবা নিরাপদ শিক্ষাব্যবস্থার মাধ্যমে পাঠ নেয়া উচিত।
কোথা থেকে এমন ইসলামী চিন্তাবিদ চলে আসে ব্লগে?
স্কুল কলেজ ভাসিটিতে কতজন নারী ধর্ষন হচ্ছে? ৎ
স্কুল কলেজ ভাসিটিতে গিয়েছিলেন কোন দিন? নাকি মাদ্রাসা থেকেই সকল জ্ঞান নিয়েছেন?
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৯
নতুন নকিব বলেছেন:
এ আর ১৫,
এই পোস্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ না জানিয়ে উপায় নেই।
অনিচ্ছা সত্বেও আপনার পরিচয় প্রকাশ্যে আসছে। ইসলাম বিদ্বেষ গোপন রাখার বিষয় নয়, এটা প্রমান হচ্ছে।
ধন্যবাদ।
২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১১
এ আর ১৫ বলেছেন: আমার কাট মোল্লা বিদ্দেষ প্রকাশ্য গোপন বিষয় নহে।
এতো বিব্রত কেন হচ্ছেন? আমি তো নিজের কোন কথআ লিখিনি শুধু ওনার কথা গুলো কে লিখেছি। নিশ্চয় তার কথা বিব্রতকর?
তার কথা যে ইসলাম ধর্মকে অপমান করে সেটা কি পরিষ্কার নহে।
আলেম মানে কি? যার ইসলাম ধর্মের বিশেষ জ্ঞান আছে এবং ইসলামের আলোকে যুগ উপযোগি ব্যাখা তিনি দিবেন। এটা কি যুগ উপযোগি কোন কথা যে মেয়েরা ক্লাশ ফাইভ পর্যন্ত পড়বে, গার্মেন্টসের মহিলা কর্মিরা দুঃচরিত্রের, মেয়েদেরকে তেতুলের সাথে তুলনা করা।
ঊনি কি আলেম না জালেম?
আমি কি তার বিষয়ে কোন মন্তব্য করেছি? শুধু তার বক্তব্য তুলে ধরেছি এবং সেটা যে কতখানি বিব্রতকর সেটা আপনাদের বডি লেংগুয়েজেই প্রকাশ পাচ্ছে ।
দেশের সিংগভাগ আয় আসে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে এবং ওই ক্ষেত্রের ৯৭% কর্মি মহিলা, সেখানে মহিলাদেরকে ঘরে বসে থাকার উপদেশ তিনি কি করে দেন এবং তাদের দুঃচরিত্রের কথা বলেন, তিনিতো বলতে পারতেন পর্দা মেনে কাজ কর বা লেখা পড়া কর, তিনি তো সেই কথা বলেন নি।
গার্মেন্টস কর্মিরা কি কোন অশালিন পোষাক পরিধান করে?
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
জাহিদ হাসান বলেছেন: আপনি কারো মন্তব্যের উত্তর দেন না কেন?
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০২
সাইন বোর্ড বলেছেন: আগে জানতে হবে সমবেদনাকারীদের কাছে তেতুল কখন মিষ্টি হলো ।
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোরআন সুন্নার আলোকে কোন কথা বলা যদি অন্যায় হয়
তা হলে তিনি অবশ্যই অন্যায় বলেছেন। তবে শেষ বিচারের
মানদণ্ডে তিনি উৎরে যাবেন বলে আমার বিশ্বাস।
২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৩
এ আর ১৫ বলেছেন: তিনি কোরান সুন্নার অপব্যাখা করেছেন এবং সেটা অবশ্যই অন্যায়।
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি ভাবতাম উনি বেশি বেশি তেতুল খায় এই জন্য তেতুল হুজুর বলে।
১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:০৪
এ আর ১৫ বলেছেন: '৭১ এর যুদ্ধাপরাধী শফীর মৃত্যুতে উল্লাস প্রকাশ করি না৷ কিন্তু দুঃখ প্রকাশ করতেও চাই না৷ তার মরার কথা ছিল ফাঁসিতে ঝুলে, সেটা হয়নি, এটাই দুঃখ৷
২০| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪০
নতুন নকিব বলেছেন:
ঊনি কি আলেম না জালেম?
-এই কথার জবাব আর কেউ দিতে না পারলেও আল্লাহ পাকের নিকট থেকে অবশ্যই পাবেন, আশা করি। এবং সেটা প্রাপ্তির জন্য দুআও করি।
আপনি যেহেতু এত কিছু নিয়ে গবেষনা করেন, অতএব সত্যিকারের আল্লাহওয়ালা আলেমকে নিয়ে উপহাস করার পরিণতি কি হতে পারে, সেটা আপনার অজানা থাকার কথা নয়। কারণ, হাদিসে কুদসিতে এসেছে- ক্কলাল্লাহু তাআ'লা, মান আ-দা লি অলিয়ান, ফাক্কদ আজানতুহু বিল হারবি।
অর্থাৎ, আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুদের সাথে যারা দুশমনি করে, তাদেরকে আমি আমার সাথে যুদ্ধের অনুমতি দিচ্ছি।
যুদ্ধটা কিন্তু অন্য কারও সাথে নয়। স্বয়ং আল্লাহ তাআলার সাথেই হবে। সুতরাং, ভেবে চিন্তে কাজ করুন।
আমি গভীরভাবে বিশ্বাস করি, আপনি উপরে উপরে যত কথাই বলেন না কেন, আপনার অন্তর নিশ্চয়ই সাক্ষ্য দেয় যে, আল্লামা শফি রহ. সত্যিকারের দুনিয়া বিমুখ আল্লাহওয়ালা আলেমে দ্বীন।
প্রিয় এ আর ১৫, গোজামিল না দিয়ে অন্তরের এই সত্যটা স্বীকার না করে গত্যন্তর আছে, বলুন!
ভালো থাকবেন।
২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩০
এ আর ১৫ বলেছেন: প্রিয় এ আর ১৫, গোজামিল না দিয়ে অন্তরের এই সত্যটা স্বীকার না করে গত্যন্তর আছে, বলুন!
আপনি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন ? আমি তো টপিক্সের বাহিরে যাবো না । শফি সাহেবের বক্তব্য মূল্যায়ন করুন । উনি কি অর্থনীতি বোঝেন , সমাজতত্ত বোঝেন , সোসাল সাইন্স বোঝেন ? উনি যে বল্লেন মেয়েদের ক্লাশ ফাইভের বেশি পড়া উচিৎ নহে এবং মেয়েদের গার্মেন্টসে চাকুরি করা উচিৎ নহে ।
মনে করুন এই নীতি প্রয়োগ করা হোল তাহোলে দেশের অর্থনীতির কি অবস্থা হবে , সামাজিক অবস্থার কি অবস্থা হবে ? উনি কি কোন বিপদ ডেকে আনার চিন্তা ভাবনা করছেন না ।
মাথা ব্যাথা হয়েছে তাই মাথা কেটে ফেলা কি সমাধান ? সমাজ অর্থনীতি বিবর্তনশীল সেই জ্ঞান কি তার আছে ? এই বিষয়ে জ্ঞান থাকলে তিনি এই ধরনের কথা বলতে পারতেন না ।
এটা কি ধরনের দিক নির্দেশনা ।
পর্দা শুধু মেয়েরা করবে কিন্তু ছেলেরা পর্দার বিধান মানবে না সেটা কি গ্রহন যোগ্য ।
সুরা আল নূরে ৩০ নং আয়াতে প্রথমে ছেলেদের সনযোমের নির্দেশ দেওয়া হয়েছে , চোখের গেজ নামাতে বলা হয়েছে সেটার কি কোন গুরুত্ব নেই , সেটা মানলে ছেলেদের লালা ঝরার কথা নহে , পুরুষ মাত্র লুইচ্চা, ধর্ষক নহে ।
শালিন পোষাকের সংঘা কি ? শাড়ী সেলোয়ার কামিজ কি অশালিন পোষাক ?
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২৪
এ আর ১৫ বলেছেন:
২১| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৭
রাশিয়া বলেছেন: উনি নারীকে মোটেও তেঁতুলের সাথে তুলনা করেননি, উনি উপমা ব্যবহার করেছেন। তেঁতুল মুখের সামনে রাখলে জিভে পানি আসে, তেমনি একটা বেগানা মেয়ে চোখের সামনে বেপর্দা ঘুরে বেড়ালেও শয়তানের ওয়াসওয়াসার শিকার হতে হয়, মানুষের ঈমান ধরে রাখা কঠিন হয়ে যায়।
কর্মক্ষেত্রে আমি প্রচুর মহিলার সাথে মিটিং করি। আমার অফিসের কর্মকর্তাদের ২০%ই মহিলা। আমি চেষ্টা করি তাদের সাথে সমান আচরণ করতে, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনা। পুরুষ কর্মীদের যে কথা অবলীলায় বলা যায়, মহিলাদেরকে সেই কথা বলতে ৫ বার চিন্তা ভাবনা করতে হয়।
আমার অনুধাবন এই যে, আমি আল্লাহকে ভয় করি বলে নারী কর্মীদেরকে সম্মানের দৃষ্টিতে দেখি। সবাই কি তাই করে?
২২| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: মৃত ব্যাক্তিদের সমালোচনা করা গুনাহ। তবুও বলতে বাধ্য হচ্ছি- উনি যে আগুন লাগিয়ে দিয়ে গেছেন, সেটা এখনো নেভেনি, আরো সময় লাগবে।
২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ,তার প্রেরিত রসুল, রসুলের সাহাবী এর
ধারাবাহিকতায আলেম মাওলানাদের সমালোচনা কারীরা
কখনোই আল্লাহর কাছে প্রিয় হতে পারেন না। বিশেষ করে
যারা মৃত্যুবরণ করেছেন।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২২
এ আর ১৫ বলেছেন:
২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২৩
এ আর ১৫ বলেছেন:
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩০
জাহিদ হাসান বলেছেন: