নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাকির নায়েক সাহেব প্রমাণ কোরতে চেয়েছেন হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ গীতাতে নাকি, যে কল্কি অবতারের কথা বলা হয়েছে , তিনি নাকি ইসলাম ধর্মের শেষ নবি হযরত মুহাম্মাদ (সা: )। খুবই তারিফ পাওয়ার যোগ্য তার এই মহান অনুসন্ধান । তিনি প্রমাণ করলেন হিন্দু ধর্মটা ও এখন থেকে ইসলামরে দৃষ্ঠিতে সত্য ধর্ম কারন, কল্কি অবতার এবং হযরত মুহাম্মদ (সা: ) যদি এক ব্যক্তি হয় তাহোলে পবিত্র গীতার বাকি সব শ্লোক গুলোও সত্য এবং সব দেব দেবির কাহিণীও সত্য । শুধু কল্কি অবতারের বর্ণনার অংশ টুকু সত্য আর বাকিটা মিথ্যা সেটা তো হতে পারে না ।
এবার দেখা যাক কি কি বিষয় গুলো মিলে যাওয়ার জন্য তিনি দাবি করলেন যে কল্কি অবতারই হোল ইসলামের সর্ব শেষ নবি হযরত মুহাম্মদ (সা: ) ।
১) কল্কি অবতার গুহার ভিতরে ভগবানের দীক্ষা লাভ করেন একই ভাবে নবি মুহাম্মদ (সা: ) হেরা পর্বতের গুহায় হযরত জিব্রাইল (আ: ) এর মাধ্যমে অহি প্রাপ্ত হন এব নবুয়াত লাভ করেন ।
২) কল্কি অবতার যেখানে জন্ম গ্রহন করেন , সেটা নাকি হিন্দু পুরান অনুসারে আরবের মরুভূমি ।
৩) কল্কি অবতার ঘোড়া চালনা এবং তলোয়ার বিদ্যায় পারদর্শী ছিলেন -- সেটা নবি মুহাম্মদের (সা: ) সাথে মিলে যায় ।
৪) কল্কি অবতার উড়ন্ত ঘোড়াতে চড়েছেন , সেটা নাকি বুরকা নামক ঘোড়া সদৃশ্য প্রাণী যাতে করে হযরত মুহাম্মদ (সা: ) মিরাজে গিয়েছিলেন ।
৫) কল্কি অবতারের বাবার নাম বিষ্ণুভগত, যার অর্থ বিষ্ণুর দাস , হযরত মুহাম্মদ ( সা: ) এর পিতার নাম আব্দুল্লাহ যার মানে আল্লাহর গোলাম বা দাস ।
সুতরাং কল্কি আবতারই হোল ইসলামের সর্বশেষ নবি হযরত মুহাম্মদ (সা: )
এবার সবাই মিলে বলুন আমিন ( আমিন না বলে যাবেন না ) ।
১) নম্বর পয়েন্টা মিলে যাচ্ছে ,
২) হিন্দু পরান মতে কল্কি দেবতার জন্ম স্থান হিমালয়ের প্রতান্ত অন্চলে, যার নাম শাম্বালা যেখানে যোগী ,এবং সাধু পুরুষদের ছাড়া কারো প্রবেশাধিকার নেই ।
এবার ৫ নম্বর পয়েন্টে আসি --- কল্কি দেবতার বাবার নাম বিষ্ণুভগত নহে বিষ্ণুইয়াশ বাংলায় বিষ্ণুযশ --- এর অর্থ হোল বিষ্ণুর গৌরব বা খ্যাতি বা সুনাম বা যশ।
কল্কি অবতারের জন্মের সময় তার বাবা সেখানে উপস্থিত ছিলেন এবং ছেলের জন্মের পর খুশিতে উল্লাশ করেন এবং মিস্টি বিতরন করেন কিন্তু রসুল (সা: ) এর জন্মের সময়ে তার বাবা আব্দুল্লাহ উপস্থিত ছিলেন না এবং তিনি মারা গিয়েছিলেন ছেলের জন্মের আগে ।
রসুল (সা: ) এর মাতার নাম আমিনা যার অর্থ পবিত্র আত্মা , কল্কি অবতারের মায়ের নাম সুমতি যার অর্থ পবিত্র আত্মা নহে ।
কল্কি অবতারের স্ত্রীর সংখ্যা ছিল ৩ জন এবং রসুল ( সাঃ) স্ত্রীর সংখ্যা ছিল ১৩ জন।
জাকির নায়েকের মত মানুষ গুলো কি ভাবে সাধারন মুসলমানদের বিভ্রান্ত করছে তার একটা চিত্র এখানে দেওয়া হোল ।
২| ২০ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৫৪
এ আর ১৫ বলেছেন: জাকির নায়েক সাহেব প্রমাণ কোরতে চেয়েছেন হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ গীতাতে নাকি, যে কল্কি অবতারের কথা বলা হয়েছে , তিনি নাকি ইসলাম ধর্মের শেষ নবি হযরত মুহাম্মাদ (সা: )। খুবই তারিফ পাওয়ার যোগ্য তার এই মহান অনুসন্ধান । তিনি প্রমাণ করলেন হিন্দু ধর্মটা ও এখন থেকে ইসলামরে দৃষ্ঠিতে সত্য ধর্ম কারন, কল্কি অবতার এবং হযরত মুহাম্মদ (সা: ) যদি এক ব্যক্তি হয় তাহোলে পবিত্র গীতার বাকি সব শ্লোক গুলোও সত্য এবং সব দেব দেবির কাহিণীও সত্য । শুধু কল্কি অবতারের বর্ণনার অংশ টুকু সত্য আর বাকিটা মিথ্যা সেটা তো হতে পারে না ।
এবার দেখা যাক কি কি বিষয় গুলো মিলে যাওয়ার জন্য তিনি দাবি করলেন যে কল্কি অবতারই হোল ইসলামের সর্ব শেষ নবি হযরত মুহাম্মদ (সা: ) ।
১) কল্কি অবতার গুহার ভিতরে ভগবানের দীক্ষা লাভ করেন একই ভাবে নবি মুহাম্মদ (সা: ) হেরা পর্বতের গুহায় হযরত জিব্রাইল (আ: ) এর মাধ্যমে অহি প্রাপ্ত হন এব নবুয়াত লাভ করেন ।
২) কল্কি অবতার যেখানে জন্ম গ্রহন করেন , সেটা নাকি হিন্দু পুরান অনুসারে আরবের মরুভূমি ।
৩) কল্কি অবতার ঘোড়া চালনা এবং তলোয়ার বিদ্যায় পারদর্শী ছিলেন -- সেটা নবি মুহাম্মদের (সা: ) সাথে মিলে যায় ।
৪) কল্কি অবতার উড়ন্ত ঘোড়াতে চড়েছেন , সেটা নাকি বুরকা নামক ঘোড়া সদৃশ্য প্রাণী যাতে করে হযরত মুহাম্মদ (সা: ) মিরাজে গিয়েছিলেন ।
৫) কল্কি অবতারের বাবার নাম বিষ্ণুভগত, যার অর্থ বিষ্ণুর দাস , হযরত মুহাম্মদ ( সা: ) এর পিতার নাম আব্দুল্লাহ যার মানে আল্লাহর গোলাম বা দাস ।
সুতরাং কল্কি আবতারই হোল ইসলামের সর্বশেষ নবি হযরত মুহাম্মদ (সা: )
এবার সবাই মিলে বলুন আমিন ( আমিন না বলে যাবেন না ) ।
১) নম্বর পয়েন্টা মিলে যাচ্ছে ,
২) হিন্দু পরান মতে কল্কি দেবতার জন্ম স্থান হিমালয়ের প্রতান্ত অন্চলে, যার নাম শাম্বালা যেখানে যোগী ,এবং সাধু পুরুষদের ছাড়া কারো প্রবেশাধিকার নেই ।
এবার ৫ নম্বর পয়েন্টে আসি --- কল্কি দেবতার বাবার নাম বিষ্ণুভগত নহে বিষ্ণুইয়াশ বাংলায় বিষ্ণুযশ --- এর অর্থ হোল বিষ্ণুর গৌরব বা খ্যাতি বা সুনাম বা যশ।
কল্কি অবতারের জন্মের সময় তার বাবা সেখানে উপস্থিত ছিলেন এবং ছেলের জন্মের পর খুশিতে উল্লাশ করেন এবং মিস্টি বিতরন করেন কিন্তু রসুল (সা: ) এর জন্মের সময়ে তার বাবা আব্দুল্লাহ উপস্থিত ছিলেন না এবং তিনি মারা গিয়েছিলেন ছেলের জন্মের আগে ।
রসুল (সা: ) এর মাতার নাম আমিনা যার অর্থ পবিত্র আত্মা , কল্কি অবতারের মায়ের নাম সুমতি যার অর্থ পবিত্র আত্মা নহে ।
কল্কি অবতারের স্ত্রীর সংখ্যা ছিল ৩ জন এবং রসুল ( সাঃ) স্ত্রীর সংখ্যা ছিল ১৩ জন।
জাকির নায়েকের মত মানুষ গুলো কি ভাবে সাধারন মুসলমানদের বিভ্রান্ত করছে তার একটা চিত্র এখানে দেওয়া হোল ।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৮
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: আপনি ভূল বলছেন। জাকির নায়েক কখনই বলে নাই কল্বি অবতার সম্পর্কে গীতায় বলা আছে। কল্কি অবতার সম্পর্কে জাকির নায়েক বলেছেন “কল্কি পুরান” এর কথা। কল্কি পুরানে কল্কি অবতার সম্পর্কে বলা আছে। এবং এই কথাটিই জাকির নায়েক বলেছেন।
আবার কল্কি অবতারের স্ত্রীর সংখ্যা ছিল ৩ জন এই কথাকি জাকির নায়েক বলেছেন? আমার জানা মতে কল্কি অবতারের স্ত্রি সংখ্যা ১ জন। তার নাম পদ্মা।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৫
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: আমার মনে হয় না আপনি গীতা পড়েছেন? কারন গীতাতে কোথাও দেব দেবী পূজা অর্চনা করার কথা বলা হয় নাই। বরং পূজা অর্চনা করার বিরোধীতা করা হয়েছে। বলা হয়েছে যারা পূজা অর্চনা করে তারা শ্রীকৃষ্নের অনুসারি নয়।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ৮:১২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিষ্ণু
ব্লগের যা অবস্থা, আপনার এসব ত্যানা পাকানো পোস্ট সামনের পাতায় না আসাই ভালো। জাতীয় ইস্যু নিয়ে তো কিছু বলতে দেখি না।
উদাসীর সাথে আপ্নার কোন সম্পর্ক আছে? ব্যাক্তিগত বা অন্যভাবে।
(সা: ) এভাবে লেখায় ভালোলেগেছে। : এর পর স্পেস না দিলে হাসির ইমো হয়ে যায়। দৃষ্টিকটু লাগে।