নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

৫ই মে ২০১৩ শাপলা চত্বরে হাজার খানিক কোরান পোড়ানোর জন্য কে দায়ি এবং তাদের শাস্তির দাবি কেন মমিনরা করে না ?

০৫ ই মে, ২০১৯ দুপুর ২:০৫


হেফাজত দাবি করে তারা ৫ ই মে ২০১৩ তারিখের কয়েক হাজার কোরান শরিফ পোড়ানোর সাথে জড়িত নহে, তাহোলে জড়িত কারা, হয় সরকার অথবা শাহবাগি নাস্তিকরা।

এবার দেখা যাক যে সব বিষয়ে হেফাজত জড়িত নহে যেমন ----

১) ব্লগে নবি রসুল ( সা: ) নিয়ে বা ইসলামকে অবমাননা করে লেখা লেখিতে তারা জড়িত নহে,

২) ভারত বা অন্য খানে ইসলামী পুস্তক বা কোরান শরিফ পোড়ানোর সাথে তারা জড়িত নহে,

৩) হাই কোর্টের সামনে ভাস্কর্য বা অন্য কোন ভাস্কর্য স্থাপনের সাথে তারা জড়িত নহে,

৪) হজ্জ সম্পর্কে কোন কটু মন্তব্যের সাথে তারা জড়িত নহে ( যেমন লতিফ সিদ্দিকী করেছিল)

----- এই ভাবে অনেক ইসলাম বিরুধী কর্মের সাথে তারা জড়িত নহে।

যখন এই ধরনের কিছু ঘটে তখন হেফাজতি ইসলামের প্রতিবাদ হুংকার রিতিমত অবহেলার যোগ্য নহে। লতিফ সিদ্দিকীকে সরকার বহিষ্কার করার পর জেলে রাখার পর তারা ফাসিঁর জন্য হুংকার দেয় তারা, হাইকোর্টের সামনে থেকে মুর্তি সরিয়ে নেবার জন্য তারা সরকারকে সময় সীমা বেধে দেয়, পাঠ্য পুস্তক হতে হিন্দুদের লিখা বাদ দিতে সরকারকে বাধ্য করে। ভারত সহ দুনিয়ার অন্যখানে কোরান অবমাননা হোলে তাদের হুংকারে গোটা দেশ কেপে উঠে, মনে হবে সরকার এর জন্য দায়ি এবং তাদের সাংগপাংগরা ব্লগ ফেসবুক টুইটার ভরিয়ে ফেলে ধিক্কার জানাতে জানাতে।


এতক্ষন যা বর্নণা করা হোল, তা হোল যে সব ইসলাম বিরুধী বিষয়ে হেফাজত জড়িত নহে সে সব বিষয়ে তাদের ভুমিকা কেমন সেটা।

এখন হেফাজতের দাবি ৫ই মে ২০১৩ সালের কয়েক হাজার কোরান পোড়ানর সাথে তারা জড়িত নহে, তার মানি হয় সরকার বা শাহবাগি নাস্তিক বা ইসলাম বিরুধী কোন পক্ষ এর সাথে জড়িত। পাঁচ ই মে জমায়েত হয়েছিল সরকারকে উচ্ছেদ করার জন্য। তাহোলে হেফাজত যখন জড়িত নহে কোরান পোড়ানর ঘটনায় তখন নীচের কাজ গুলো অনায়াসে না করে চেপে গেল কেন ?

১) হেফাজত জামাত মসজিদের মাইক থেকে মিথ্যা রটিয়ে মানুষ জড় করে ধবংসলিলা করার ব্যপারে অত্যন্ত দক্ষ এবং সেটা সুপ্রমাণীত অনেকবার এবং সারা দেশের মসজিদের মাইক তারা নিয়ন্ত্রণ করে। পাঁচ ই মে তারা এসেছে সরকারের পতন ঘটাতে এবং যখন তারা দেখলো সরকারের লোকজন বা শাহবাগি নাস্তিকরা কয়েক হাজার কোরান শরিফ পুড়িয়ে দিয়েছে তখন তাদের কাছে ফাকা মাঠে গোল করার মহা সুযোগ এসে গেল, তারা তাদের মসজিদের মাইক নেট ওয়ার্কের সাহায্য ঘোষনা দিয়ে সারা দেশে নিমিষে কোটি কোটি মানুষ জড় করে সরকারের পতন ঘটিয়ে ফেলতে পারতো কিন্তু তারা সেটা কেন করেনি ?

২) এই ঘটনার পরের দিন তারা কোন প্রতিবাদ বা নিন্দা করেনি,

৩) কোন হরতাল অবরোধ বা কোন বিক্ষোব করে নি,

৪) এমন কি বিএনপি জামাত থেকে ও কোন প্রতিবাদ নিন্দা বা হরতাল বা বিক্ষোব আসে নি,

৫) হেফাজত জামাত সব সময়ে সরকারকে নাস্তিক বলে শাহবাগিদের মুরতাদ বলে ফাঁসীর দাবি করে কিন্তু কোন দিন তাদের কে কোরান পোড়ান কারি বলেনি বা তাদের সমর্থকরা অন্যখানের কোরান অবমাননার বিরুদ্ধে জেহাদ ঘোষনা শেয়ারিং করলেও আওয়ামী নাস্তিক শাহবাগিদের বিরিদ্ধে কখন এই অপবাদ দেয় নি,

৬) হেফাজত জামাত কোরান পোড়ান ঘটনায় জড়িতদের তদন্ত করে খুজে বের করে শাস্তি বা ফাঁসীর দাবি করে নি,

৭) সরকার তথা শাহবাগিদের কোরান পোড়ানকে ইসু করে, যেখানে তারা সারা দুনিয়া তোলপার করে মুসলিম দুনিয়ার সাথে সরকারকে বিচ্ছিন্ন করে ফেলতে পারতো কিন্তু সেখানে তারা সেটা না করে, ঘটনাটাকে লুকানোর জন্য বা ধামাচাপা দেওয়ার জন্য শাপলা চত্তরে তাদের পাঁচ ছয় হাজার মানুষকে হত্যা করার মিথ্যা অভিযোগ নিয়ে গোটা দুনিয়াকে মাতিয়ে তুলতে দেখা গেছে এবং সেই সাথে কন্ঠ মিলিয়ে ছিল বিএনপি জামাত।

হেফাজত জামাত কোরান পুড়িয়েছিল সেটা তাদের হাবভাবে বডি লেংগুয়েজ এবং রাজনৈতিক আচরন দিয়ে প্রমাণ করে দিল এবং এটা সরকার নহে অন্য পক্ষ করলেও তারা তাদের মসজিদ মাইক নেট ওয়ার্ক ব্যবহার করে অতি সহজে সরকারের পতন ঘটাতে পারতো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৩:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গত পোস্টে মন্তব্যের প্রতিউত্তর করিসনি ক্যান???X(

মন্তব্যঃ
আপ্নার আর উন্নতি হলো না। এর আগে একটা ফেসবুক কপি-পেষ্ট পোস্ট(কোন হুজুর কি নিয়ে কয়মিনিট বয়ান ঝাড়ে) দেখেছিলাম। এটাও কি কপি মারা?


আপনার চেয়ে বুদ্ধিজীবি বড় মমিন কি ব্লগে আছে নাকি? যান মামলা করেন গিয়ে..

২| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৩:৩০

শাহিন-৯৯ বলেছেন:



আওয়ামলীগ আর হেফাজত এখন ভাই ভাই, পুরোনো কাসুন্দি ঘেঁটে তাদের সম্পর্ক নিয়ে টানা হিঁচড়া করার কি দরকার?

৩| ০৬ ই মে, ২০১৯ রাত ১২:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

৪| ০৬ ই মে, ২০১৯ বিকাল ৫:২২

গরল বলেছেন: হেফাযত হচ্ছে বাংলালিংক দামে কেনা সরকার বিরোধী তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.