নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে বসে নীচের একটা স্টাটাস চোখে পোড়লো -- শেয়ার না করে পারলাম না ।
এক নায়িকা নাকি বলেছে পরকালে বিশ্বাস করেনা। মুমিনেরা ইস্যু পেয়ে গেল।
ছাগলেরা নিজেরাই পরকালে বিশ্বাস করেনা, যদি করিত তাহলে যে পরকালে বিশ্বাস করেনা ,তার বিচারের জন্য পরকালের উপর ভরসা রাখিত।
তাহারা পরকাল বিশ্বাস করে না বলেই নিজেরা বিচারক সেজে সাজা দিতে চায়।
নিজেরই তো বিশ্বাস নাই আল্লাহর ক্ষমতার উপর এসব ছাগলের।
এরাই আসল নাস্তিক।
২| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গর্বেজ পোস্ট
আপনি আসলে কে?
৩| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫১
অজ্ঞ বালক বলেছেন: আচ্ছা, মাইনষে এত আজাইড়া সময় পায় কই? নায়িকার স্ট্যাটাস নিয়া এত্ত হাউকাউয়ের টাইম বাইর করে কই থেইকা?
৪| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বেকুবদের দেশ।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন:
‘আমি একদমই পরকালে বিশ্বাস করি না। সত্যিকার অর্থে আমি যেটা দেখিনা সেটা কখনো বিশ্বাস করিনা।’
৬| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মেয়েটা সম্ভবত ক্যারিয়ার রক্ষা এবং আবাল, হুজুগে ফেসবুকী ইমানদারগণের ভয়ে আজ ক্ষমা চেয়ে নিয়েছে। কারে বিশ্বাসের কথা জেনে গালাগালি করে, ভয় দেখিয়ে, ব্যাঙ্গ করে/ট্রুল করে ইসলামের পথে এনে কি লাভ! একমাত্র তারাই ভালো বুঝে। গার্বেজদের (আবাল ফেসবুকারদের) শিক্ষিত হওয়ার আগে হাতে প্রযুক্তি এসেছে।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
মাহমুদুর রহমান বলেছেন: রাজীব নূর কি কখনও আমেরিকা গিয়েছে দেখেছে?কেবল নাম শুনেছে আর তাই বিশ্বাস করছে যে আমেরিকা আছে।
হাস্যকর।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
ধর্ষনের বিচার চেয়ে কান্নাকাটি করা জাতি আজ এক নয়িকাকে ইহকালেই ধর্ষনের জন্য প্রকাশ্যে ঘোষনা দিয়ে যাচ্ছে।
সবাই ইমানদার। ইমান হারানো নাইক্কার আর রক্ষা নেই।
এত ৯৫% ইমানদারদের দেশে এত বেইমানি কেন?
দুর্নিতিতে ৫ বার চ্যাম্পিয়ান, ব্যাঙ্কের লোনের টাকা ফেরত না দেয়া, ট্যাক্স ফাকি, বাস ভাড়া না দিয়ে নেমে যাওয়া, জাল দলিল করে জমি দখল,
মাদ্রাসায় পায়ুকাম থেকে ধরে ধর্ষণ ডজন ডজন
সার্টিফিকেট জালিয়াতি, সিন্ডিকেট ঘুষে! দুর্নীতি করে বহুতল বিল্ডিং বিল্ডিং .. সবই চলছে