নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

১৩০ জনের অধিক মুসুল্লিকে ইয়েমেনের মসজিদে হত্যা করা হয়েছে।

২২ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৫৯

১৩০ জনের অধিক মুসুল্লিকে ইয়েমেনের মসজিদে হত্যা করা হয়েছিল।
হত্যাকারী যেহেতু খ্রীস্টান নয়, মুসলিম, তাই বাংলার আকাশে বাতাসে অপূর্ব্ব এক নীরবতা বিরাজ করছিল এবং ব্লগের দেওয়ালে অপূর্ব্ব নীরবতা বিরাজ করছিল। নিউজিল্যান্ডের ঘটনায় আবু ছোলহ সাহেব যে ভাবে প্রতিক্রীয়া দেখিয়েছেন আশা করি ইয়েমেনের ঘটনার ব্যপারে কিছু বলবেন ।
নিউজিল্যান্ডের হত্যাকাণ্ডের পর যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল ডান-বাম নির্বিশেষে, ইয়েমেনের বেলায় তা হোল হাতে গোনা কয়েকজনে।
নিইজিল্যান্ডের হত্যাকাণ্ডের পর বলেছিলাম, আমাদের প্রতিক্রিয়াগুলো বড় বেশী একপেশে হয়ে যায়, যখন হত্যাকারিরা মুসলমান হয় ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: জঙ্গি জঙ্গি সে যে ধর্মেরই হোক।

২| ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: কেয়ামত নাজদিক এসে গেছে।

৩| ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২২

বেঙ্গল রিপন বলেছেন: এইভাবে প্লিজ চমকে দিবেন না। ২০১৫ সালের নিউজ এইটা।

https://www.bbc.com/bengali/news/2015/03/150320_pg_yemen_attack_update?fbclid=IwAR0MGElY0di1u2y65r2LM7aueC4BhzEyLlB8NWFxXOTXH5jVp3SNhAkF-5Q

৪| ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৩

বেঙ্গল রিপন বলেছেন: ২০১৫ সালের নিউজ এইটা।

ইয়েমেনের দুই মসজিদে আত্মঘাতী বোমায় নিহত ১৩০

৫| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৮

আরোগ্য বলেছেন: মুসলিম পরিবারে জন্ম নিলেই কেউ মুসলমান হয় না।

৬| ২২ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১১

নতুন নকিব বলেছেন:



কি বল্লেন! উজিল্যান্ডের ঘটনায় হত্যাকারী মুসলিম???

আপনি কি এই হত্যাযজ্ঞের প্রতিবাদে সামু ব্লগে প্রকাশিত ব্লগারদের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ?

তা না হলে, ১৫ সালের পুরনো কাসুন্দি ঘাঁটছেন কেন?

২২ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

এ আর ১৫ বলেছেন: কি বল্লেন! উজিল্যান্ডের ঘটনায় হত্যাকারী মুসলিম???
একটু পড়ে দেখুন কোন দেশের হত্যাকারি মুসলিম

আপনি কি এই হত্যাযজ্ঞের প্রতিবাদে সামু ব্লগে প্রকাশিত ব্লগারদের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ?
আমি ইয়েমেন পাকিস্তান ইত্যাদি যেখানে মুসলমানদের হাতে মানুষ মারা গেছে তাদের ব্যপারে অপূর্বব নিরাবতা দেখে আমি স্তবদ্ধ ।
তা না হলে, ১৫ সালের পুরনো কাসুন্দি ঘাঁটছেন কেন?
কারন আপনাদের মত মানুষদের অপূর্বব নিরাবতা দেখে ।

৭| ২৩ শে মার্চ, ২০১৯ ভোর ৬:০৩

রক্তিম কুজ্ঝটিকা বলেছেন: মুসলিম, খৃষ্টান কিংবা ইহুদির হিসাব কেন আসবে?
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের সাথে জড়িত ব্যক্তি কোনো ধর্মের না।
তার ধর্মই সন্ত্রাসবাদ।
এন্টি ইসলামিক একটা প্রবনতা সৃষ্টি হয়ে গেছে নাস্তিক আর অন্য ধর্মাবলম্বীদের মধ্যে।
তারা সুযোগ পেলেই ইসলামের উপর দোষারোপ করতে চায়।
মুসলমান পরিবারে জন্মগ্রহন করলেই কি সে মুসলমান হয়?
মানুষের গর্ভে জন্মানোর পরেও তো আমাদের সমাজে অহরহ অমানুষরা ঘুরে বেড়াচ্ছে।
কই! আমরা তো পুরো মানব জাতিকে অমানুষ বলে গালি দেই না!!!
তাইলে কেন মুসলমান পরিবারে জন্ম গ্রহন করা কেউ এলোমেলো কাজ করলে সেটা পুরো মুসলমান জাতির উপর বর্তাবে?
ইসলাম তো জঙ্গিবাদ সমর্থন করেনা।
নিউজিল্যান্ডের ব্যাপার নিয়ে আলোচনার যথেষ্ট কারন আছে।
কারন কোনো মুসলমান কাজ টা করলে পুরো বিশ্ব মুসলমানদের জঙ্গি বলে গালি দিতো। সমালোচনার মাধ্যমে চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে জঙ্গি কোনো নির্দিষ্ট ধর্মের না।
কোনো ধর্মই সন্ত্রাসবাদে সমর্থন করেনা।

২৩ শে মার্চ, ২০১৯ ভোর ৬:৫৭

এ আর ১৫ বলেছেন: তাইলে কেন মুসলমান পরিবারে জন্ম গ্রহন করা কেউ এলোমেলো কাজ করলে সেটা পুরো মুসলমান জাতির উপর বর্তাবে?
শুনুন কোন মুসলমান যদি কোন ভালো কাজ করে তখন সেটার বাহাদুরি যখন সমগ্র মুসলমান জাতির বা ইসলামরে বাহাদুরি হয়ে যায় তখন কোন মুসলমান অপকর্ম করলে তখন স্বাভাবিক ভাবে সমগ্র মুসলমান জাতির উপরে চলে আসে । বিশ্বকাপ ফুটবল জয়ি ফান্স দলে ৭ জন মুসলমান খেলোয়ার ছিল -- এটা যেন ইসলাম ধর্মের বাহাদুরি হয়ে গেছে । জানেদিন জিদান তারে ফুটবলারের চেয়ে মুসলমান ফুটবলার বলে বাহাদুরি করা হয় । এই খাছিয়ত মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষের মধ্য নাই ।এই খাসিয়ত যত দিন থাকবে, ঠিক তত দিন কোন মুসলমানের অপকর্মের দায় সমগ্র মুসলমানদের উপর পরবে ।

নিউজিল্যান্ডের ব্যাপার নিয়ে আলোচনার যথেষ্ট কারন আছে।

কারন হত্যাকারি অমুসলিম তাই দরকার আছে , যদি হত্যাকারি মুসলমান হোত তাহোলে নীরবতা পালন করা হোত ।
কারন কোনো মুসলমান কাজ টা করলে পুরো বিশ্ব মুসলমানদের জঙ্গি বলে গালি দিতো

সেই লোকটাকে ও উগ্র শ্বেত বর্ণবাদি জংগি বলা হচ্ছে ।

৮| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৯

মাহমুদুর রহমান বলেছেন: ভাষা নেই কোণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.