নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বিষয়ে গত কয়দিন ধরে , এই ব্লগে বেশ কয়েক জন লেখালেখি করছেন । সেই কারনে এই পোষ্টিংটা না দিয়ে পারলাম না । লেখা পড়লেই বুঝতে পারবেন মমিনদের সমস্যাটা কোথায় এবং কেন অন্য কমোনিটির ধর্মের মানুষের চেয়ে পিছিয়ে আছে ---
সুরা লোকমান আয়াত ৩১ ( ৩১-৩১)
Sahih International: Do you not see that ships sail through the sea by the favor of Allah that He may show you of His signs? Indeed in that are signs for everyone patient and grateful.
Pickthall: Hast thou not seen how the ships glide on the sea by Allah's grace, that He may show you of His wonders? Lo! therein indeed are portents for every steadfast, grateful (heart).
Yusuf Ali: Seest thou not that the ships sail through the ocean by the Grace of Allah?- that He may show you of His Signs? Verily in this are Signs for all who constantly persevere and give thanks.
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯
এ আর ১৫ বলেছেন:
২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: আপনার পোষ্টের সাথে আমি একমত।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮
এ আর ১৫ বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫১
কাওছার আজাদ বলেছেন: মূলত কিছু কাঠ মোল্লাদের কারণেই এ অবস্থা। এরা ধর্মের নামে মাজার ব্যবসা থেকে শুরু করে অনেক ব্যবসা করতেছে। এদেরকে উৎখাত করতে পারলেই ইসলামের অবস্থা আরো উন্নীত হবে ইনশাআল্লাহ।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮
এ আর ১৫ বলেছেন: ভাই আর্কিমিডিস এই 'ল' আবিষ্কার করেছিল খৃষ্ঠপূর্ব সময়ে । যদি পরে হোত মমিন বান্দারা দাবি করতো এই সুত্রের ব্যপারে কোরানের এই আয়াতে ঈংগিত আছে, সুতরাং তিনি কোরান পড়ে এই সূত্র আবিষ্কার করেছিলেন ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এ আর ১৫,
এটা সত্য, মুসলিম হিসেবে আমাদের সমস্যা, আমরা বুদ্ধি খাটাতে চাই না। কোরআন শরীফের আক্ষরিক অর্থের মধ্যে সীমাবদ্ধ না থেকে, আমাদের ভাবনাগুলোকে আরো বিস্তৃত করা দরকার।
পোস্টের ছবিতে কম বুদ্ধির পরিচয় রয়েছেঃ
প্রথম ছবিটা কটাক্ষমূলক।(আমি যদি বলি, "আমরা আল্লাহর অনুগ্রহে বেঁচে আছি", কথাটা কি ভুল?)
২য় ছবিতে ম্যাডাম বাচ্চাদের ম্যাথ করাচ্ছে।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২
এ আর ১৫ বলেছেন: প্রথম ছবিটা কটাক্ষমূলক
----- আপনার কাছে কটাক্ষমূলক লাগলে করার কিছু নাই , কিন্তু মোল্লাদের অবস্থা ঐ রকমই ।
২য় ছবিতে ম্যাডাম বাচ্চাদের ম্যাথ করাচ্ছে ---
আপনার বোধ হয় জানা নেই ,বিদেশে স্কুল লেবেলে অনেক জায়গার সাইন্স , ম্যাথ একই ক্লাশে শিখানো হয় বিশেষ ইয়ার টেন পর্যন্ত ।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৪
খাঁজা বাবা বলেছেন: ছবির সাথে একমত হলাম না
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪
এ আর ১৫ বলেছেন: আপনার কি মনে হয় আর্কিমিডিস কোরানের আয়াত পড়ে , তার সূত্র আবিষ্কার করেছিল ? মমিনরা যে দাবি কর, দুনিয়ার যত কিছু আবিষ্কার হয়েছে , সব কিছু তারা কোরান অধ্যায়ন করে করেছে ।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭
খাঁজা বাবা বলেছেন: কোরয়ানে যা আছে তা কি বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক?
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০২
এ আর ১৫ বলেছেন: আমার এই লেখায় এই বিষয়ে কিছু ঈংগিত করা কি হয়েছে ? মূল বিষয়টা হোল মুসলমানরা কেন পিছিয়ে এবং অমুসলিমরা কেন এগিয়ে -- এটার মূল কারন টাকে নিয়ে ।
মমিনদের দৌড় কোরানের আয়াতে কি লিখা আছে তা নিয়ে এবং কাফেরা সাইনটিফিক কারনটা নিয়ে চর্চা করছে, যার কারনে তারা এগিয়ে আছে কিন্তু মমিনরা সেটা না করে পিছিয়ে আছে এবং সব কিছুর ভিতর ইহুদি নাসার ষড়যন্ত্র আবিস্কার নিয়ে ব্যাস্ত , তাই । ধন্যবাদ
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯
বক বলেছেন: বলতো বাবুরা "জাহাজ পানিতে চলে কিভাবে?"
"জাহাজ কতৃক অপসারিত পানির ওজন জাহাজের ওজন থেকে বেশি হয় বলে জাহাজ পানিতে ভাসে" -- ধর্ম সম্পর্কে অল্পবিদ্যা থাকলে এভাবেই বোঝে থাকে।
আরেক বাবু প্রশ্ন করলো "মাডাম , জাহাজের চেয়ে পানির ওজন বেশি হলে জাহাজ ভাসবে কেনো? কেনো উল্টা হলো না? "
ম্যডাম ভাবলো - আপেল যেমন গাছ থেকে খসলে মাটিতে পড়ে- উপরে যায় না। কেনো যায় না? এটা ভেবে নিউটন হউয়া যায়- ঠিক তেমনি এই প্রশ্ন ।
আসলেই তো। কে এই ইকুয়েশন ঠিক করলো?
" আমাদের রব তিনি যিনি প্রত্যেক জিনিসকে তার আকৃতি দান করেছেন তারপর তাকে পথ নির্দেশ দিয়েছেন" -সূরা তোহা
পথনির্দেশ -এর মানে বুঝেন? বলে দেয়া e=mc2, বলে দেয়া যে পানির ওজন বেশি হলে জাহাজ ভাসবে, বলে দেয়া যে আপেল খসলে মাটিতে পড়বে, আকাশে যাবেনা
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪
এ আর ১৫ বলেছেন: এই লেখার মূল বিষয়টা হোল মুসলমানরা কেন পিছিয়ে এবং অমুসলিমরা কেন এগিয়ে এবং এটার মূল কারন টাকে নিয়ে ।
মমিনদের দৌড় কোরানের আয়াতে কি লিখা আছে তা নিয়ে এবং কাফেরা সাইনটিফিক কারনটা নিয়ে চর্চা করছে, যার কারনে তারা এগিয়ে আছে কিন্তু মমিনরা সেটা না করে পিছিয়ে আছে এবং সব কিছুর ভিতর ইহুদি নাসার ষড়যন্ত্র আবিস্কার নিয়ে ব্যাস্ত , তাই । ধন্যবাদ
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪
বাংলার মেলা বলেছেন: "জাহাজ কতৃক অপসারিত পানির ওজন জাহাজের ওজন থেকে বেশি হয় বলে জাহাজ পানিতে ভাসে" আচ্ছা বলেন তো, এই জাহাজ কতৃক অপসারিত পানির ওজন জাহাজের ওজন থেকে কম হইলে কি হইত? তাইলে কি জাহাজ ভাসত? অপসারিত পানির ওজন যে বেশি - এইটা কি আল্লাহর অনুগ্রহ না? কম হইলে কি আমরা জাহাজ বানাইতে পারতাম?
২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪
এ আর ১৫ বলেছেন: জী ভাই এটা আল্লাহর অনুগ্রহ --- এই পর্যন্ত গিয়ে মমিনরা থেমে যায় ।
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২
কানিজ রিনা বলেছেন: আসলে মুসলিম বিশ্ব সৌদীর পরিবেশ
অনুকরন করতে করতে পিছিয়ে পড়েছে।
যেহেতু মক্কা মদীনা সৌদীতে, মুসলিমদের
পবিত্র স্থান সেখানকার মানুষও পবিত্র
তারা যেভাবে জীবন যাপনে অভস্ত সে
ভাবেই গোটা মুসলিম দেশ গুল চলতে
চেষ্টা করেছে।
সৌদী বাদশারা ছিল তেল সোনার খনিতে
ভরপুর প্রাকৃতিক বা আল্লাহর দেওয়া
দান খনি গুল থেকেই তারা বড়লোক
আর কোনও দিকে তাকাতে হয় নাই।
জ্ঞান বিজ্ঞানের প্রতি তারা উদাশীন ছিল।
তারা জানত এই আল্লাহর দেওয়া দান
দিয়েই তারা সারা জীবন সুখে শান্তিতে
কাটাতে পারবে। তাই তারা আল্লাহর উপর
বিশ্বাসেই আল্লাহ্ জপতে জপতে সুখে
দিনাতিপাত করেছে। আর গোটা মুসলিম
বিশ্ব তাদের অনুকরন করেছে। অথচ সৌদীতে
বেশীরভাগ মানুষই কোরানেও অদক্ষ।
কোরআনে জ্ঞান বিজ্ঞানের যে সুত্র গুল
আছে সেটাও তারা পড়ে দেখে নাই।
তাদের সুখ বিলাসীতা ধনরত্নই তাদের
উদাশীনতার কারন।
আর মুসলিম দেশ গুল তাদের অনুকরনেই
আজ পিছিয়ে গেছে। ইকরো পড় জ্ঞান
অর্জন কর কোরআনের প্রথম কথা।
কিন্তু ধনরত্ন বিলাসীতায় তারা জ্ঞান থেকে
দুরে রয়ে গেছে। যেমন অনেক বড়লোকের
ছেলে বিলাস বহুল জীবন যাপন করতে
করতে শিক্ষায় তারা আগায় না ঠিক তেমনি
সৌদী আলারা উচ্চ বিলাসীতায় তাদের
জ্ঞান বিজ্ঞানের দরকার বা প্রয়োজন মনে
করে নাই।
আর একটা সত্য সব সময় সত্য তা হোল
মুসলিম বিশ্ব মাথা উঁচু করে দ্বাড়াতে হলে
তাদেরও কিমজংউনের মত এটোমিক শক্তিধর
হতে হবে বিজ্ঞানকে জয় করতে হবে।
অল্পে তুষ্টি যেখান থেকে এসেছি সেখানেই
চলে যেতে হবে ভেবে মার খাওয়া আর
চলতে দেওয়া ঠিকনা।
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০
এ আর ১৫ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । আপনি যে জিনিসটা উপলদ্ধি করছেন মুসলমানরা কেন পিছিয়ে আছে, সেটার মুল কারনটা যে ইহুদি নাসার ষড়যন্ত্র নহে , সেটা পরিস্কার সবার কাছে । আর্কিমিডিস যেহেতু খৃষ্টপূর্ব সময়ের মানুষ তাই , মমিন বান্দারা দাবি করতে পারছে না তিনি কোরান অধ্যায়ন করে এই সূত্র আবিষ্কার করেছিলেন , তবে তারা দাবি করতে পারে আগের আমলে কোন আসমানি কিতাব পড়ে হয়তো আর্কিমিডিস এই সূত্র আবিস্কার করেছিল। ধন্যবাদ
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭
আমি মুক্তা বলেছেন: আমাদের সমস্যাই হল এইটা আমরা কোনকিছুই পুরোপুরি উপলব্ধি না করে হুট করেই একটি সর্বপরীক্ষায় পরিক্ষিত অবিনশ্বর বিজ্ঞানময় কোরআনের ভুল ব্যাখ্যা করে ফেলি। আরে ভাই প্রতিটি সৃষ্টিকে তার কর্ম ও কর্মপ্রক্রিয়া নির্ধারণ করে দিয়েছেন বলেই না এই মহাবিশ্ব এভাবে চালিত হতে পারছে। আর এই মহাবিশ্বের একটি ছোট্ট ছায়াপথের একটি ছোট্ট সৌরমণ্ডলীর একটি ছোট্ট গ্রহে বসে আমরা কতইনা বাহাদুরী করছি! এত্ত এত্ত জ্ঞান অর্জন করে ফেলেছি আমরা যে মহান অদ্বিতীয় সৃষ্টিকর্তার বক্তব্য সঠিকভাবে উপলব্ধি না করেই তার কথাটিকে ভুল বলে প্রমাণ করে দিচ্ছি। অথবা যারা এ বক্তব্যের মূল গভীরতা অনুধাবন করতে না পেরে সাধারণভাবে অর্থাৎ শাব্দিকভাবে তা ব্যাখ্যা করেই সন্তুষ্ট থাকে তারা অনেকটাই নির্বোধ বলে আমার মনে হয়।
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১১
এ আর ১৫ বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩
মৃত্যু হবে একদিন বলেছেন: ইসলাম কি মোল্লাদের না আল্লাহ বলেছেন মোল্লাদের মর্যাদা আমার কাছে বেশী ?
আমাদের সমস্যা আমরা মোল্লাদের অতিরিক্ত গুরুত্ব দেয় কিন্তু ইসলাম ত সবার সমান অধিকার দিয়েছে আর আমার দেশের কিছু কওমী মাদ্রাসার জন্য আমাদের গ্রামের ছেলেরা দিন দিন কোরান থেকে দূরে সরে যাচ্ছে আর পীরেরা ত সাধারন মানুষের মাথা কনভার্ট করতে সর্বদ্যা বিভিন্ন ফন্দী করে বেড়ায় ।
আমার বাসা বগুড়া হওয়ায় মহাস্থানগড় নিয়মিত এই ভন্ডদের কির্তি দেখতে হয় আবার বর্তমান প্রশাসন ও এদের অনূকুলে।
২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৪
এ আর ১৫ বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।
২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৪
এ আর ১৫ বলেছেন: ধন্যবাদ
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪
শেখ মফিজ বলেছেন: ধমের্র অনেক বিষয বিশ্বাসসের ব্যাপার ।
যে ব্যাখ্যা এখন অতটা ক্লিয়ার না ,
আগামী দিনে তার সুন্দর ব্যাখ্যা পাবো ।
তার জন্য সে শিক্ষা অর্জন করতে হবে ।
২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭
এ আর ১৫ বলেছেন: ঠিক বলেছেন ভাই শিক্ষা অর্জন করতে হবে কিন্তু মুসলমানদের শিক্ষিত করতে হলে তার বাধা সমূহকে দূর করতে হবে আগে , তা না হলে কিছুই হবে না , ধন্যবাদ
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
ইব্রাহীম আই কে বলেছেন: কিছু মানুষের ধর্মের গোঁড়ামির জন্য মুসলমানরা এমন পিছিয়ে আছে।
২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯
এ আর ১৫ বলেছেন: ঠিক বলেছেন ভাই , ঐ সমস্ত মানুষের মতে পিছিয়ে পরার কারন নাকি ইহুদী নাসা ষড়যন্ত্র , ধর্মের গোঁড়ামি মোটেও কারন নহে । ধন্যবাদ
১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
ম্যাঁওপ্যাঁও ধরণের প্রচেষ্টা
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৫৪
ওসেল মাহমুদ বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকরী ! অধ্যয়ন,গভীর অনুধাবন আর সাধনার দ্বারা মানুষ সব সফলতাই অর্জন করতে পারে ,সে নাস্তিক বা যে ধর্মের অনুসারীই হোক না কেন ! বিশেষ কোন ধর্ম কে নিয়ে কটাক্ষ না করাই উত্তম !
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪
এ আর ১৫ বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকরী !
ঠিক কথা বলেছেন । সেই কারনে মৌল্লা সম্প্রদায়দের অল্প বিদ্যার জন্য মুসলমানরা ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্থ।
অধ্যয়ন,গভীর অনুধাবন আর সাধনার দ্বারা মানুষ সব সফলতাই অর্জন করতে পারে ,সে নাস্তিক বা যে ধর্মের অনুসারীই হোক না কেন !
খুব সত্য কথা কিন্তু মোল্লারা সেই পথে যেতে রাজি নহে এবং সফি মোল্লার মতে মেয়েদের ক্লাশ ফাইভ পর্যন্ত পড়া উচিৎ ।
বিশেষ কোন ধর্ম কে নিয়ে কটাক্ষ না করাই উত্তম !
মাথাটাথা কি ঠিক আছে আপনার ? নাকি আজাইড়া পেচাল পাড়তে এসেছেন ব্লগে ? অশিক্ষিত অল্প বিদ্যা সম্পন্ন মৌল্লাদের কটাক্ষ করা মানে ধর্মকে করা, যিনি মনে করেন তার বিদ্যার দৌড় খুব কম তার মানি তিনি অল্প বিদ্যাধারি , তানা হোলে তিনি কেন মনে করবেন, মৌল্লাদের কটাক্ষ করা মানে ধর্ম কে কটাক্ষ করা । ওনার অল্প বিদ্যার ভয়ংকর রুপটা হোল চাপাতিবাজি জংগিবাজি ।
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩
এ আর ১৫ বলেছেন: : অল্প বিদ্যা ভয়ংকরী !
ঠিক কথা বলেছেন । সেই কারনে মৌল্লা সম্প্রদায়দের অল্প বিদ্যার জন্য মুসলমানরা ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্থ।
অধ্যয়ন,গভীর অনুধাবন আর সাধনার দ্বারা মানুষ সব সফলতাই অর্জন করতে পারে ,সে নাস্তিক বা যে ধর্মের অনুসারীই হোক না কেন !
খুব সত্য কথা কিন্তু মোল্লারা সেই পথে যেতে রাজি নহে এবং সফি মোল্লার মতে মেয়েদের ক্লাশ ফাইভ পর্যন্ত পড়া উচিৎ ।
বিশেষ কোন ধর্ম কে নিয়ে কটাক্ষ না করাই উত্তম !
মাথাটাথা কি ঠিক আছে আপনার ? নাকি আজাইড়া পেচাল পাড়তে এসেছেন ব্লগে ? অশিক্ষিত অল্প বিদ্যা সম্পন্ন মৌল্লাদের কটাক্ষ করা মানে ধর্মকে করা, যিনি মনে করেন তার বিদ্যার দৌড় খুব কম তার মানি তিনি অল্প বিদ্যাধারি , তানা হোলে তিনি কেন মনে করবেন, মৌল্লাদের কটাক্ষ করা মানে ধর্ম কে কটাক্ষ করা । ওনার অল্প বিদ্যার ভয়ংকর রুপটা হোল চাপাতিবাজি জংগিবাজি ।
১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০
ওসেল মাহমুদ বলেছেন: মৌল্লাদের কটাক্ষ করা মানে ধর্ম কে কটাক্ষ করা
ধর্ম কি আর মোল্লা কি ?! একজন মোল্লা কে দিয়ে কিংবা পাদ্রীকে দিয়ে ধর্মকে মূল্যায়ন করাটা বোধকরি সঠিক বিচার নয়!
আমি কখনো মনে করিনা "মৌল্লাদের কটাক্ষ করা মানে ধর্ম কে কটাক্ষ করা" ! আশা করি বুঝতে পেরেছেন !
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৪
এ আর ১৫ বলেছেন: আমি কখনো মনে করিনা "মৌল্লাদের কটাক্ষ করা মানে ধর্ম কে কটাক্ষ করা" ! আশা করি বুঝতে পেরেছেন
না বুঝতে পারি নাই । আপনি বলেছেন -- বিশেষ কোন ধর্ম কে নিয়ে কটাক্ষ না করাই উত্তম ! আপনি যদি বলতেন -- বিশেষ কোন পুরোহিত শ্রেণী কে নিয়ে কটাক্ষ না করাই উত্তম ! তাহোলে বোঝা যেত কিন্তু আপনি বলেছে বিশেষ কোন ধর্মকে '
সুতরাং প্রমাণীত হোল আপনি মনে করেন মোল্লদের কটাক্ষ করা মানে ধর্মকে কটাক্ষ করা , কারন অল্প বিদ্যা ভয়ংকর তাই । ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮
নজসু বলেছেন: