নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

প্লীজ এদের নামের আগে মুসলমান শব্দ ব্যবহার করবেন না !!!

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৪

সন্ত্রাসী জংগী এদের পরিচয় সন্ত্রাসী এবং জংগী , প্লীজ এদের নামের আগে মুসলমান শব্দ ব্যবহার কোরবেন না !!! মানুষ কেন এদের নামের আগে ধর্মীয় পরিচয় দেয় ?? সন্ত্রাসী জংগী এদের কোন ধর্ম নাই তবু কেন মুসলিম শব্দটি ব্যবহার করে অনেক মানুষ ??

এই সমস্যার জন্য কি মুসলমানরা দায়ি নয় । বিজ্ঙানী, খেলোয়ার, মুস্ঠিযোদ্ধা বা আরো অন্য ক্ষেত্রের কি ধর্মীয় পরিচয় আছে । খৃষ্টানরা কখনো নিউটনকে খৃস্টান বিজ্ঙানী বলে না , পেলে মারাডোনাকে খৃস্টান খেলোয়ার বলে না কিন্তু মুসলমানরা মুসলিম বিজ্ঙানী বা খেলোয়ার ইত্যাদি বোলে গর্ভ বোধ করে । মোহাম্মদ আলীকে মুসলিম মুস্ঠি যোদ্ধা বলে, জেনেদিন জীদানকে মুসলিম ফুটবলার বলে এই ভাবে যত জনকে নিয়ে গর্ভ করা যায় তাদের যোগত্যার ক্ষেত্রের পরিচয় থেকে মুসলমি শব্দটা বেশি হাইলাইট করে । সুতরাং এই অভ্যাসটা শুধু মাত্র মুসলমানদের ।

"--বিশ্বের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী।
--বিশ্বের প্রথম মুসলিম রাষ্ট্রপতি।
--বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী।
--বিশ্বের প্রথম মুসলিম নভোচারী।
--উপমহাদেশের প্রথম মুসলিম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাহিত্যিক,সাংবাদিক, উপন্যাসিক ব্লা ব্লা ব্লা।
'
এইভাবে নিজ ধর্মের গুনী মানুষের পরিসংখ্যান রাখার ইতিহাস শুধু মুসলিমদেরই আছে।
'সাদিক অামান খান' যখন লন্ডনের মেয়র নির্বাচিত হলেন, তখন আমাদের পত্রিকাগুলোর হেডলাইন কি ছিল? "লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন সাদিক অামান খান"। আচ্ছা এখানে 'মুসলিম' শব্দটা যোগ করার দরকারটা কি ছিল! নাম দেখে তো বুঝাই যাচ্ছে উনি মুসলিম। ভাবখানা এমন যেন 'মুসলিম' শব্দটা যোগ না করলে লোকজন তাকে খ্রিষ্টান বা হিন্দু ভেবে বড় ধরনের ভুল করে ফেলতে পারে!
.
যাই হোক, আমার প্রশ্ন হল- একজন মুসলিম ভালো কাজ করলে তার সমস্ত ক্রেডিট যদি ' ইসলামের' নিজের বলে দাবি করতে পারে অনেক মুসলমান , তবে একজন মুসলিমের খারাপ কাজের জন্য খারাপ লোকটার নামের বা কর্মের সাথে ইসলাম বা মুসলমান শব্দটি অটমেটিক ভাবে মানুষ যুক্ত কোরলে দোষটা কার ??

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৪

শরীফ বিন ঈসমাইল বলেছেন: যে জংঙ্গী সে মুসলিম নয় আর যে মুসলিম সে জংঙ্গী নয়।
আসলে মানুষের ভালো বা মন্দ কাজের প্রভাব তার একার উপর নয় পুরো সমাজ এর উপরে একটা প্রভাব ফেলে।

২| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৯

সাখাওয়াত মহিম বলেছেন: কোনটা ভালো আর কোনটা খারাফ? এটা বিচার করাই আমরা ভুলে গেছি।

৩| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৬

মাঘের নীল আকাশ বলেছেন: মুসলমানরা নিজেদের মুসলিম দাবী করার মধ্যে একধরনের 'সুখ' অনুভব করে...

৪| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩২

প্রািন্ত বলেছেন: আপনার লেখাটি খুব ভাল হয়েছে। সুন্দর গঠনমূলক আলোচনা করেছেন। তবে এমন ভাবনা মানুষের মন থেকে হারিয়ে যেতে বসেছে। মানুষের ভাবখানা এমন যে, আমার ধর্মে এই আছে, সেই আছে। কিন্তু সেই ব্যক্তিকে যদি প্রশ্নকরা হয়- “আপনি আপনার ধর্ম কতটুকু পালণ করেন”? সে সঠিক ভাবে উত্তর দিতে পারবে না।

৫| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪০

৪০৪ পাওয়া যায় নি বলেছেন: সহমত

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সবাই ভালোর কৃতিত্ব নিতে চায়; মন্দের দায়ভার কেউ নিতে চায় না। খোদ পিতামাতাও না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.