নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

সুইজারল্যান্ডে সর্ব সম্মতি ভোটে মুসলিম মহিলাদের বোরকা নিষিদ্ধ করা হয়েছে

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

সুইজারল্যান্ডে সর্ব সম্মতি ভোটে মুসলিম মহিলাদের বোরকা নিষিদ্ধ করা হয়েছে । এই বিধি নিষেধ ভগ্ঙ করলে ৬৫০০ ইউরো ফাইন করা হবে । এর আগে ২০১০ সালে ফ্রান্সে বোরকা নিষিদ্ধ করা হয়েছিল । এখানে উল্লেখ যোগ্য সৌদি আরব সহ বেস কিছু মধ্যপ্রাচ্যের মুসলিম দেশে মুসলিম অমুসলিম সকল মহিলাদের বোরকা পরা বাধ্যতা মুলক এবং না পরলে বেত্রাঘাত সহ জরিমানা জেল হয়।

সৌদি সহ কিছু দেশ যদি অমুসলিম মহিলাদেরকে ও জোড় করে বোরকা পরাতে বাধ্য করে এবং মুসলমান মহিলা হোলে তো কথাই নাই -- এটাকে যারা ফেয়ার মনে করে তারা কি ভাবে সুইজারল্যান্ডের এই নতুন বোরকা নিষিদ্ধ আইনকে মুল্যায়ন করবেন ???

Borqa now ban in Swizerland

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

তাশফিয়া নওরিন বলেছেন: :( :(

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

ডেড আকাশ বলেছেন: কে কি পোশাক পরবে নাগরিকের স্বাধীন ইচ্ছার ওপর নির্ভরশীল, দেশের সরকার বা আদালত কারো ওপর চাপিয়ে দিতে পারে না।

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

এ আর ১৫ বলেছেন: ঠিক বলেছেন কিন্তু কে্উ কারো আইডেনটিটি গোপনে করতে পারবে না এটা রাষ্ঠ্রীয় নীতির পরিপন্থি । সুরা আযাবের ৫৯ তম আয়াতে কি বলা হয়েছে দেখুন --- (৩৩--৫৯) হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ----- এই আয়াতে বলেছে -- এতে তাদের চেনা সহজ হবে --- যদি কেউ মুখ ডেকে রাখ বা নিকাব পরে তাহোলে কি তাকে সহজে চিনা যাবে ??? সুতরাং কেউ তার আইডেনটিটি গোপন বা লুকাতে পারবে না .

৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১১

রাজীব বলেছেন: বোরকা কি কোন ধর্মীয় পোষাক???

৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

উদাসী স্বপ্ন বলেছেন: বোরকা ব্যান কিন্তু আমাদের মুসলিম ভাইরা এটাকে পুরা হিজাব ব্যানের সাথেই তুলনা করে, এটাই অবাক লাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.