নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শয়তানকে পাথর মারার জন্য প্রবেশ ও বাহিরের মোট চারটা পথ। দুইটা পথের বাহির বন্ধ করে দেওয়া হয় সৌদি প্রিন্স সালমান তার বিশাল বহর নিয়ে শয়তানকে পাথর মারতে এসেছিল বলে।
ফলে চারটা প্রবেশ মুখ দিয়েই হাজিরা ঢুকেছে কিন্তু তারা জানেই না সামনের দুইটা পথের বাহির বন্ধ। যারা সামনে গিয়েছে তারা ইতিমধ্যে আটকা পড়ছে এবং তাদের পক্ষে পিছনের হাজিদের চাপ রক্ষা করা সম্ভব ছিল না। পালিয়েও যাওয়া ছিল দুঃসাধ্য ব্যাপার।
পিছন থেকে ব্যাপক চাপ আসতে থাকায় সামনে লাশের স্তূপ শুরু হয়েছে। কেউ কেউ লাশের উপর দিয়ে উঠে প্রানে বাঁচতে চেয়েছিল, কিন্তু পারে নাই। মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেছে। কিন্তু সৌদি প্রশাসন তা প্রকাশ করা থেকে বিরত আছেন। নিজেদের কুকর্ম ঢাকার জন্য।
এখনও কিছু চামচা এই মৃত্যুকে জায়েজ করার চেষ্টা করবে। রহমতের তকমা দিবে, বলবে সবাই বেহেশতে চলে গেছে। কিন্তু মৃত্যুকে তারা হত্যাকাণ্ড হিসাবে দেখার চেষ্টা করবে না।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
রোষানল বলেছেন: মিনায় পাথর নিক্ষেপ
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
ক্যাকটাস বলেছেন: নিজের দেশে হজারো গরিব দুস্থ মানুষ রেখে লক্ষ টাকা খরচা করে হাজি তকমা কিনতে সৌদি আরব যায় এ দেশের পাপীরা আর সেই টাকায় আরাম আয়েশে ভরপুর সৌদি সুলতানরা বিশাল গাড়ি বহর নিয়ে চলে এমনকি হজের মাঠেও । অনুরোধ পাপ করার আগে হিসাব করুন আর হজে যাওয়ার আগে একবার দেখে নিন আপনার আশপাশে এমনকি দেশে কোন গরিব আছে কিনা। যদি থাকে আপনার হজ্জ কবুল হবে কিনা প্রশ্ন থেকে যায়। পবিত্র ইসলামও কি সে কথায় বলে না?????
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
চাঁদগাজী বলেছেন:
হজ্জ্ব হবে প্রার্থনা করা, যেখানে শয়তান নেই, সেখানে ছেলেখেলা করতে যাওয়া কেন?
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৬
Ali Ahmed বলেছেন: এ রকম কথা বলা কারো উচিত নয়।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৯
সিপন মিয়া বলেছেন: সৌদি বাদশাহকে চাপড়াইতে মন চাচ্ছে।