নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো হিন্দু মন্দিরে হামলা,বগুড়ার গাবতলীতে কালি মন্দিরের প্রতিমা ভাংচুর
বগুড়ার গাবতলীর দক্ষিণপাড়া কৃষ্ণচন্দ্রপুর গ্রামে রোববার রাতে দুর্বৃত্তরা মাধুরামপাড়া কালি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে। এ ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার গাবতলী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ওসি রিয়াজ উদ্দিন জানান, জমি নিয়ে নিজেদের মধ্যে বিরোধে এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটতে পারে। জানা গেছে, গাবতলী উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে মাধুরামপাড়া কালি মন্দিরে স্থানীয় ও আশপাশের হিন্দু সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে পূজা অর্চনা করে আসছেন। রোববার রাতে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে কালি ও মহাদেবের প্রতিমা বের করে এনে ভেঙে ফেলে। সোমবার সকালে প্রতিমা ভাঙা দেখে হিন্দুদের মাঝে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়।
মন্দির কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, দুর্বৃত্তরা প্রতিমা ভাংচুর করেছে। গাবতলী মডেল থানার ওসি রিয়াজ উদ্দিন জানান, প্রতিমা ভাংচুরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি জানান, ওই মন্দিরের জায়গা নিয়ে হিন্দুদের মধ্যে বিরোধ চলে আসছে। তার ধারনা, অপরপক্ষ প্রতিমা ভাংচর করেছে।
http://jagohinduparishad.org/?p=407
এর বিচার চাই।সবার আগে ওই সাম্প্রদায়িক ওসিকে অপসারন করা হোক বিশ্বের ইতিহাসে এমন কোন ঘটনা দেখাতে পারবে না যে হিন্দুরা নিজেদের মন্দিরে হামলা করছে।অপরদিকে এই ওসি দোষীদের লুকানোর চেষ্টা করছে!!! প্রসাশনেই যদি এমন থাকে তবে কি হবে?????
প্রচুর পরিমানে শেয়ার করুন, প্রতিবাদ করুন।আজ বাংলাদেশে এমন দিন এসেছে যে হিন্দুদের পিটিয়ে হিন্দুদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে!!ভবিষ্যতে তাহলে কি হবে??
©somewhere in net ltd.