নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

বোরকা পরা মহিলারা ও হামলার শিকার

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৯

বাংলাদেশে বর্ষবরণের ঘটনায় নারীদের যৌন সহিংসতার শিকার হবার পর যখন পোশাককে অজুহাত হিসেবে হাজির করার চেষ্টা করছেন বিকৃত পুরুষতান্ত্রিক মনোভঙ্গীর মানুষেরা; ঠিক তখন সৌদি আরবের মক্কায় নারীদের মসজিদে ঢুকে যৌন সন্ত্রাস চালিয়েছে এক ব্যক্তি। যেখানে সব নারী ছিলো বোরকা পরিহিত অবস্থায়। মক্কায় বোরকার ছদ্মবেশে নারীদের মসজিদে ঢুকে যৌন হয়রানি চালানোর দায়ে ওই পুরুষকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের গালফ নিউজের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন খবরটি নিশ্চিত করেছে। এক্সপ্রেস ট্রিবিউন জানায়, অন্য নারীদের পাশাপাশি বোরকা পরে জারানা মসজিদে ঢুকে পড়ে ওই পুরুষ। মসজিদের বাথরুমে ওজু করার সময় বিভিন্নভাবে নারীদের শারীরিক-হয়রানি করে সে। তার অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হয় বেশ ক’জন নারীর। পরে তারা সৌদি আরবের ধর্মীয় পুলিশ নামে পরিচিত ‘কমিশন ফর দ্য প্রমোশন অব ভারচ্যু এন্ড দ্য প্রিভেনশন অব ভাইস’-এর কাছে এ ব্যাপারে অভিযোগ জানালে নারীরূপী ওই লোকটিকে গ্রেফতার করা হয়। সৌদি কর্তৃপক্ষের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ওইদিন অভিযোগ পাওয়ার পর পরই মসজিদের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। হঠাৎ তারা লক্ষ্য করেন সন্দেহজনকভাবে এক বোরকাধারী মসজিদের ভবন ত্যাগ করছেন। সেখান থেকে বের হয়ে একটি গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বোরকা খুলে ফেলে। আর তখনই কর্তৃপক্ষ বুঝতে পারেন, বোরকাধারী আদতে একজন পুরুষ। সঙ্গে সঙ্গে ছদ্মবেশসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বয়স ৩০ বছর। তবে এখনও তার পরিচয় জানাতে পারেনি কর্তৃপক্ষ। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৬

আবু মুছা আল আজাদ বলেছেন: মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। টিএসসির আপারা বিষয়টিকে পতিক্রিয়াশীল দৃষ্টিতে না দেখে মানবিক ও মানব সেবা মানে করে নিলেই তো হত। তাহলে বোরকা খোরকা এটা ওটা সেটা উদাহরনের দরকার কি?

২| ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫২

শ্রেষ্ঠা বলেছেন: @ মুছা ভাই কোন বিষয়টাকে মানব সেবা বুঝাচ্ছেন আপনি?

৩| ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৯

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: যে ওরকম করবে তার আবার পর্দা কি বা ন্যাংটা কি।

সৌদিও মুসলিম, আমরাও মুসলিম। ব্যাপার না?

বোরখা, হিজাব বা অন্য পর্দা না থাকলে আমরা সহ্য করতে পারি না।
কি করবো বলুন এটা যে প্রাকৃতিক!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.