নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কঠোর পরিশ্রম করতে ভালবাসি, নম্র থাকি নম্রতা পছন্দ করি, সুখ ছড়িয়ে দিতে ভাল লাগে, যা হবার তা হবেই হবে চেষ্টার ত্রুটি কেন রবে, BG: A+(ve)
মানুষ কেন এমন ভদ্র আচরণ, ইতিবাচক চিন্তাভাবনা, মানুষের প্রতি আন্তরিকতা দেখালে তাকে দুর্বল ভাবা শুরু করেন। যা দুঃখজনক।
আমি ২০১৫ সালে যখন বুঝতে পারলাম অহমিকা নেগেটিভ চিন্তা এগুলো দূর করা দরকার। সাথে সাথে গুগল করলাম। সার্চ দিলাম পেলাম কোয়ান্টাম মেথড। বিশাল ওয়েবসাইট আর্টিকেল পড়ার পরে যেইটা লিখে সার্চ দেই তার উত্তর পাই। কিছু মেডিটেশন ডাউনলোড করি। একা মেডিটেশন করা শুরু করলাম ভালই লাগলো।
এরপরে কোর্স করলাম ঢাকা আইডিবি ভবনে। কোর্স শেষে তাদের ফাউন্ডেশন এর নির্দেশনা মত চলার চেষ্টা করলাম। আস্তে আস্তে বেশ ভালোই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলো।
আমি যেখানে কর্মরত ছিলাম বাস মালিক সমিতে সেখানে ইনচার্জ হলাম। কিন্তু বাসস্ট্যান্ড আসলে একটি জনবহুল জায়গা। প্রতিষ্ঠানের সিস্টেমের এবং সংসৃষ্টদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার চেষ্টা করলাম। যত দুর্নীতি অনিয়ম প্রতিবাদ করলাম।ফলে ২০১৮ সালের ৪ মার্চ আমার উপর হঠাৎ অতর্কিত হামলা হল। দুঃখজনক হলেও সত্য যাদের জন্য হামলা শিকার হয়েছি তারাই তখন পাশে ছিল না।
সবচেয়ে বেশি কষ্ট লাগলো আমার হামলার পিছনে আমি যাকে বাবার পরের স্থান দিয়েছিলাম আমার এলাকার এক বড় ভাইকে। সে নাকি যারা আমার উপর হামলা করেছে তাদের কাছ থেকে ত্রিশ হাজার টাকা নিয়েছে। কষ্টে বুকটা ফেটে গিয়েছিল। যখন জানতে পেরেছি এরপরে ওই যে সেই প্রতিষ্ঠান থেকে চলে আসছি আর যায়নি।
এরপরে আমার অর্থ সংকট শুরু হয়। আস্তে আস্তে আমি সামাজিকভাবে আমাকে সবাই অমূল্যায়ন করা শুরু করে। কারণ আমাদের সমাজে মার খাওয়া কোন মানুষকে সম্মানের চোখে দেখে না।
অবশ্য তার বেশ কিছুদিন পর কাউন্সিলিং করালে সেই ট্রমা থেকে মুক্তি পেতে শুরু করি
লিখবো যা বলতে চাই- ১
০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৪৬
সোহেল ওয়াদুদ বলেছেন: কৃতজ্ঞ
২| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:২৯
ছোট কাগজ কথিকা বলেছেন: মানুষ যখন ভদ্রতা, আন্তরিকতা, এবং ইতিবাচক আচরণ প্রদর্শন করে, তখন অনেক সময় সমাজের কিছু মানুষ তা দুর্বলতা হিসেবে ভুল ব্যাখ্যা করে। কিন্তু প্রকৃতপক্ষে, এই গুণগুলো মানবতার শক্তি এবং গভীরতার প্রতীক। আপনার কোয়ান্টাম মেথডের মাধ্যমে মানসিক উন্নতি ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের যাত্রা প্রশংসনীয়। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখানোর জন্য আপনাকে আঘাত সহ্য করতে হয়েছে, যা অত্যন্ত কষ্টদায়ক। কিন্তু আপনার অভিজ্ঞতা এবং ট্রমা মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা সত্যিকারের শক্তির পরিচায়ক। সমাজে পরিবর্তন আনতে হলে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হয়, যা আপনি সফলভাবে করেছেন।
০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৫১
সোহেল ওয়াদুদ বলেছেন: আপনার কথার সাথে আমি একমত। সত্যি আপনার চমৎকার এই মন্তব্য আমাকে দারুন ভাবে অনুপ্রাণিত করেছে। আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন কামনা করছি।
৩| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১১
আজব লিংকন বলেছেন: আশা করি এখন ভালো আছেন।
এইসব নিয়ে ভাববেন না.. দুনিয়াতে এখনো অনেক মানুষ রয়েছে যারা মানুষকে অর্থ দিয়ে নয়। মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে।
আপনার জন্য শুভ কামনা রইলো।
৪| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫০
ষহততহ বলেছেন: This post was a great read. Very informative and interesting. URL
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:২৩
আমি সাজিদ বলেছেন: অন্যায়ের প্রতিবাদ করে শারীরিক ও মানসিক আঘাত পেতে হয়েছে জেনে খুব খারাপ লাগলো।