আমরা এই বয়সে ধূমপান করাটাকে অনেকটা স্মার্ট লুক এর কান্ডারী বলে মনে করি। তাই ধুমাইয়া বিড়ি টানি , সিগারেট টানি। বড়রা এইটাকে খারাপ বলে মনে করেন। কিন্তু আজ আপনাদের (যারা সিগারাটে সুখ খুঁজে পান) জন্য ধূমপানের উপকারিতা সম্পক্কে কয়েকটা বয়ান এবং কিছু জিনিস দেখাতে আসছি।
উপকারিতা ১
বয়ানঃ ১ম ছবিটাতে দেখছেন একটা লোক তার ছেলেকে নিয়ে পোজ দিছে। ঠিক ৩ মাস পর লোকটার এই অবস্থা।। সুন্দর না? দেখছেন ধূমপানের কত উপকারিতা ? আসুন আরো ধুমাইয়া বিড়ি টানি , সিগারেট টানি।।
উপকারিতা ২
বয়ানঃ অপূর্ব !! আসুন আরো ধুমাইয়া বিড়ি টানি , সিগারেট টানি।। আমাদের মুখকে ডান্স করতে সহায়তা করি।
উপকারিতা ৩
বয়ানঃ এই সু্ন্দর মুখের আকার কিন্তু আমরা সিগারেট খেয়ে ই পেতে পারি। তাই আসুন আরো ধুমাইয়া বিড়ি টানি , সিগারেট টানি।।
উপকারিতা ৪
বয়ানঃ বাম দিকেরটা আমাদের আসল ফুসফুস এর ছবি। কত্ত বিচ্ছিরি লাগে দেখতে - না?কোনো কালার নাই। সমস্যা নাই, সিগারেট খেয়ে আমরা এইটাকে ডানেরটার মতো লাল বানাতে পারবেন। তাই, আসুন, ফুসফুস ঠিক রাখতে ধুমাইয়া বিড়ি টানি , সিগারেট টানি।।
অনেক উপকারিতা তো দেখলাম। তা দেখে কি বুঝলেন? আচ্ছা যা বুঝার বুঝেন। খালি এইটা মনে রাইখেন যে সিগারেট খাওয়া ভালো না।
উপকারিতার অধ্যায় শেষ। এখন দেখি আমাদের অবস্থান.।।
এই ছবিটি দেয়া হয়েছিল বিদেশী দেশ গুলাতে সিগারেট এর প্যাকেট এর উপর দিতে যাতে সবাই সতর্ক হয়। কিন্তু ব্যাবসায় মারের কারনে কোনো কোম্পানি এইগুলা দিতে সাহস করে নাই।
আসলে এইগুলা দিয়েও লাভ নাই। পরিবর্তন তো নিজের উপরেই। এখনো নিজের বাবাকেই ঠিক করতে পারলাম না।
আসুন, আমরা তামাক জাতীয় জিনিস পরিহার করি। এই সল্প সময়ের দুনিয়াতে সুন্দর ভাবে দিনগুলো কাটাই।
ভালো থাকবেন।
রিপোষ্ট.।.।.।.।.।