আমাদের দেশের নাম কি? সহজ উত্তর। বাংলাদেশ। অথচ; নিজের দেশের মর্যাদা, নিজের দেশের নামের মর্যাদা রাখতে হিমশিম খাচ্ছি আমরা! আমাদের ভাষা,সংস্কৃতি,বিনোদন,ব্যবসা-বানিজ্য সর্বক্ষেত্রে আধিপত্য বিস্তার করে আছে যেন অন্যান্য দেশগুলো। বিশেষ করে ভারত এবং পশ্চিমা দেশগুলো। আমাদের ভাষার মধ্যে কিছু বিদেশি শব্দ আছে অনেক আগে থেকেই। থাকতেই পারে, ওগুলো পরিবর্তনের উপায় নেই। কিন্তূু যখন দেখি, মানুষ অযথা বাংলা ভাষার মধ্যে হিন্দি,ইংরেজি টেনে নিয়ে আসছে তখন ভীষণ বিরক্তি লাগে। এখন সবাই কুশল বিনিময়ের জায়গায় সালাম অথবা 'কেমন আছো' এর বদলে বলে hello,hi,What's up ইত্যাদি। তরুণদের মধ্যে এসব গুরুত্ত পায় খুব। বাংলা ভাষা তো তাদের কাছে 'খ্যাত্'। ভাল ইংরেজি না পারলেও ইংরেজিতে গালি দেওয়া কেও ওরা 'স্মার্টনেস' মনে করে! অথচ কথার মধ্যেই 'Grammar' এর ভুল প্রয়োগ। এসব তো অনেক দেখলাম। কিন্তূু কথার মধ্যে হিন্দি ভাষার প্রয়োগ যখন দেখি, রাগে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে! ভারতীয় সংস্কৃতি,ভাষা,বিনোদন বাংলাদেশে রীতিমতো রাজত্ব করছে! টিভি খুলে দেখবেন খালি হিন্দি চ্যানেলের আধিপত্য। বাংলা চ্যানেল দিলেও শান্তি নেই, সব জায়গায় ভারতীয় সিরিয়ালের অনুকরণ করে মেগা সিরিয়াল এবং সাথে একগাদা ভারতীয় বিজ্ঞাপন ফ্রি! বাংলা চলচ্চিত্র বেশিরভাগ হিন্দি চলচ্চিত্রের অনুকরণে তৈরি হয়। এর মধ্যে হিন্দি অশ্লীল আইটেম সং এর নকল করে বাংলা অশ্লীল নৃত্য দেয়া হয়,পোশাক এর কথা নাই বা বললাম! আরে বাবা, ওদের মতো অশ্লীলতারও অনুকরণ করতে হবে? রাস্তায় বের হলে গাড়ি থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান পর্যন্ত এত মাত্রায় হিন্দি গান শোনা যায়, তাতে মাঝে মাঝে মনে হয় যেন ভারতেই বসবাস করছি! একজন ভারতীয় নাগরিকের কথা বলি। সে বাংলাদেশে কিছু কাজে এসেছিল। সেই কাজ এর সুবাদে সে এক অফিসে গিয়ে সেখানকার মানুষগুলো কে সরাসরি যা বললো তার অনুবাদ অনেকটা এরকম, 'রাস্তায় খালি হিন্দি গান শুনতে শুনতে আসলাম তো, তোমাদের নিজেদের কোন কিছু নেই?' এ কথা শুনেও মাথা নীচু হয় না? এবার কোন শপিং মল অথবা বাজার যাই বলুন, সেসব জায়গায় বিদেশি পণ্যের কদর বেশি। দাম বেশি হলেও ওগুলোই কেনা হয়। অথচ ওদের দেশে সেই পন্য গুলো যত দামে বিক্রি হয় এই দেশে এসে সেগুলোর দাম অস্বাভাবিক ভাবে চার-পাঁচ গুণ বেড়ে যায়। তবে, দোষ দিয়ে লাভ নেই। আমাদের দেশে নিত্য ব্যাবহার্য জিনিসপত্রগুলোর মান বেশিরভাগই ভাল হ্য় না। তাই বিদেশি পণ্যের চাহিদা বেশি। তবে, বাংলাদেশে এসে ওগুলোও নকল হয়ে যায়! কোথায় যাব? সেসব নকল পণ্য কেনার চে বাংলাদেশি পণ্য কিনতে পারলে ভাল হত। তাই বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক মানের পণ্য ব্যাপক হারে তৈরি করা উচিত। কিন্তূু অন্যান্য ব্যাপার; যেমন কথার মাঝে অযথা অন্যান্য ভাষার প্রয়োগ,বিনোদন মাধ্যমে অনুকরণপ্রিয়তা,নিজেদের নতুন কিছু তৈরি করতে অনাগ্রহ এসব ব্যাপার এ আর কি বলব? ... আমরা কি নিজেদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছি? নিজেদের স্বকীয়তা কেন বর্জন করছি আমরা?
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪