
কিছুদিন পূর্বে উবুন্টুর একটা চমৎকার ইংরেজি বই পড়লাম - Ubuntu Pocket Guide & Reference. বইটা পড়ে এতটাই ভাল লাগল যে ভাবলাম বাংলায় কেন এরকম একটা বই নেই। অন্তত এই বইটার একটা অনুবাদ থাকলেও মন্দ হত না। অনুবাদ প্রসঙ্গ নিয়ে যোগাযোগ করলাম বইটির লেখকের সাথে। ভদ্রলোক আমাকে বিশাল একটা ইমেইল দিলেন, যার সারমর্ম হল একটা বই অনুবাদ করা খুবই সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার যা অনেক সময় একটা নতুন বই লেখার সমপর্যায়ে পড়ে। আগ্রহী থাকলে উনার প্রকাশকের সাথে যোগাযোগ করতে বললেন। সাথে সাথে উনি আমাকে কমিউনিটি নির্ভর বই লেখার পরামর্শ দিলেন। বললেন এই ধরনের বই ইন্টারনেটে সবাই মিলে লিখবে এবং সবচেয়ে বড় সুবিধা হল যে কেউ ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করে পড়তে পারবে।
আমি চিন্তা করে দেখলাম, আমি আসলে ঠিক এই জিনিসটাই চাই - উবুন্টুর একটা চমৎকার বাংলা গাইড বই যা সবাই বিনামূল্যে ডাউনলোড করতে পারবে। কিন্তু একা একটা বই লেখার চাইতে অনেকে মিলে লিখলে তাড়াতাড়ি লেখা যাবে এবং এতে অনেক বেশি তথ্য প্রদান করা যাবে।
কিন্তু লেখার জন্য উবুন্টু বাংলা ব্যবহারকারীদের কমিউনিটিকে পাব কোথায়? খোঁজ নিয়ে উবুন্টুর জন্য সে রকম কোন বাংলা সাইট পেলাম না। তখন মাথায় আরেকটা পরিকল্পনা এল - উবুন্টুর জন্য বাংলা ব্লগ সাইট। যেখানে উবুন্টুকে বাংলা ব্যবহারকারীদের কাজে আরো সহজবোধ্য করতে সবাই মিলে লেখা লিখবে। সেই লেখাগুলোকে নিয়ে কয়েক মাস পর পর PDF তৈরি করা যায়। এমন কি সবাই মিলে Google Doc এ উবুন্টুর জন্য একটা বাংলা গাইড তৈরি করা যায়।
ব্লগ তৈরি করার জন্য আমার কাছে সবসময়ের প্রিয় হচ্ছে Blogger.com । সাথে সাথে তৈরি করে ফেললাম একটা সাইট -
ubuntubangla.blogspot.com
আগ্রহী যে কেউ এই সাইটে যোগ দিয়ে উবুন্টু সংক্রান্ত লেখা পোস্ট করতে পারবে। লিখতে চাইলে নিচের ইমেইল ঠিকানায় আমাকে একটা ইমেইল করলে আমি তাকে লেখক হিসেবে যোগ করে নিব।
ইমেইল - ubuntubangla@gmail.com
ব্লগের প্রথম পোস্ট হিসেবে আমি উবুন্টু পকেট গাইডের ভূমিকা অবলম্বনে একটি লেখা পোস্ট করেছি। আশা করি এই লেখা থেকে উবুন্টুর ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।
উবুন্টু পরিচিতি
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪১