আমাদের রাজনীতিতে সিষ্টেম না থাকলেও আমাদের প্রতিটি সিষ্টেমে রাজনীতি রয়েছে তা অস্বীকার করার উপায় নেই । যে বিতর্ক
শেষ হওয়ার নাই তা হলো রাজনীতি । কিন্তু আমাকে শেষ করতে হবে না হলে কিভাবে দেখাবো “১০ টি রাজনৈতিক শব্দ যার ইতিহাস আপনি নতুন করে জানলেন ”
আমি চেষ্টা করেছি ইতিহাস ও রাজনীতির আলোকে কিছু ভিন্নধর্মী মজাদার, কৌতুহলদ্দীপক, শব্দ আপনাদের সামনে তুলে ধরতে ।
Zero Hour শূন্য সময়: এ ধারণার উৎপত্তি ভারতীয় সংসদে । একটি বিশেষ সময়কে নির্দেশ করা হয় যেখানে সদস্যরা জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন । ভারতীয় সংসদে , একসময় প্রশ্নউত্তর পর্ব শেষ হওয়ার পরও কিছু সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে উঠে দাড়াতেন । স্পিকারের অনুমতি কখনও পেতেন কখনও পেতেন না । এই অবস্থাটিকে প্রাতিষ্ঠানিকতার মধ্য নিয়ে আসার চিন্তা করা হয় । এথকে জিরো আওয়ার প্রবর্তিত হয় । প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর দুপুরের খাবারের বিরতির আগে,সাধারণত এক ঘন্টা সময় দেয়া হয় । এ সময় সদস্যরা তাদের নিজ নিজ এলাকার স্বার্থ –সংশ্লিষ্ট নয়,কিন্তু গুরুত্বপূর্ণ এমন দেশী ও আন্তঃজাতিক বিষয়ে কথা বলেন । শূন্য সময়ে কথা বলতে হলে এই দিন সকাল সোয়া দশটার আগে লিখিত নোঠিশ দিতে হয় । সকল নোটিশ পাওয়ার পর একটি তালিকা তৈরি করে স্পিকার বা সভাপতিকে দেখানো হয় । স্পিকার যে সব নোটিশ গ্রহনযোগ্য মনে করেন সেগুলোর আরেকটি তালিকা তৈরি করা হয় । সাধারণত ১৫ জন সদস্য একদিনে কথা বলতে পারেন । শুন্য সময় ভারতীয় সংসদে একটি কার্য়কর উপায় হিসেবে জনপ্রিতা পেয়েছে ।
বাংলাদেশে ২০০৫ সালে শূন্য সময় ধারণা প্রবর্তনের চেষ্টা করা হয় । তখন বিরোধী দলীয় সদস্যরা এ বিষয়ে আগ্রহ দেখালেও সরাকারী দলের পক্ষ থেকে জোরালো উদ্যোগ নেয়া হয়নি ।
জিরো আওয়ারের সমালোচকের সংখ্যাও কম নয় । কারো কাছে জিরো আওয়ার হলো “ম্যাড আওয়ার {mad hour}” waste of public money , A great beginning of evil day , এসব আলোচনা সত্বেও জিরো আওয়ারই সরকারী দলকে জবাবদিহিতায় রাখতে কার্যকর উপায়গুলোর একটি ।
Merciless parliament:
Loyal opposition:
Indemnity ordinance:
Kitchen cabinet:
Honeymoon period:
Freedom of arrest:
Fourth state:
Drunk parliament:
Dark horse candidate:
Cash for query scam:
Caucus:
Barnburners:
Block voting:
Addled parliament:
আর্টিকেলটি পড়তে এখানে view this link
আপনার ব্লগ লিংক পাবলিশ করতে পারেন এই গ্রুপে বঙ্গীয় লেখক ও পাঠক সমাবেশ
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:১৪