নির্ঘুম রাত জেগে রয় চাঁদের টিমটিমে আলোয় ভর করে...
দূরে কোথাও একটানা ঢেকে যায় নিশুতি রাতের ডাহুক!
একাকী আমার সাথে পাল্লা দেয় ও পাড়ার ছলিমুদ্দির কুত্তাডাও!
আমি কেমনতরো বেঁচে আছি বল তুই একেবার???
সময় ও স্রোত বহে যায় নিনির্মেষ!
আমি শুধুই ঘুরেফিরি হতাশার ঘোর অমানিশায়!
দিন যায়, রাত যায়, কেটে যায় আমার একাকীত্বের প্রহর।
কিইবা করার ছিলো বলো,
পরম সাধুতায় নীজেকে বিলিয়ে দিয়ে আমার???
চারিদিকে নৈশব্দের হাহাকার আমাকে আষ্টেপিষ্টে ঘরে ধরেছে যেন,
ভুল পথ, ভুল মানুষ আর ভুল সময়ে কাটছে আমার আজ ক্রান্তিকাল!
আমি যেন ঘাটের মড়া, অচ্যুত কোন সম্প্রদায়ের!
দেখে দেখে ওরা হাসে শুধু দাঁতগুলো কেলকেলিয়ে???
দেখো একদিন ভোর হবে, রাঙা প্রভাতের আলোয় মুখরিত হবে দিগ্বিদিক!
দূরীভূত হবে আঁধার রাত্রির যতসব নষ্ট কষ্টের কান্নামাখা শব্দগুলো,
আবারও মানুষ স্বপ্নসাধে ঘর বাঁধবে।
প্রবল ভালবাসায় ঘরছাড়া হবে প্রেমিকযুগল- অনিশ্চিতের গন্তব্যে,
আবারও আমি তুমুল হাসির রোল ছড়াবো তোমার সুখের উঠোনজুড়ে!!!
জাহেদ জাহেদুল ইসলাম।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭