অনেকেই জানতে চায় আমি কীরকমভাবে বেঁচে আছি???
বলি আমার মতো বেঁচে আছি,এতো মানুষ হয়ে বেঁচে থাকা নয়।
একেকটি দিন যেন আষ্টেপিষ্টে বেঁধে থাকা মৃত্যুর জোয়াল টেনে বেড়ানোর নামান্তর!!!
দিনের পর দিন আসে, সন্ধ্যা ঘুরে একেকটা নিঃশ্ব্দ রাত আসে আমার উঠোন জুড়ে,
আবছা আলো আঁধারীর মায়াতে আমার তারাদের খুঁজে পাইনা???
তারা যেন মহাকালের কোন অতলান্ত পারাপারে হারিয়ে গ্যাছে্ বুঝি!!!
রাত, চাঁদ আর একাকীত্বের যন্ত্রণায় কাতর আমার কান্না কেউ শুনেনা!!!
নিশাচর রাত্রির একেকটি ক্ষণ আমি পার করে চলেছি একাকী।।।