খুব সহজেই বছরে অতিরিক্ত ১৪৬০রাকাত নফল নামাজ আদায় করুন!
কিন্ত কিভাবে আদায় করবেন...কারণ একসংগে এতো রাকাত নফল নামাজ আদায় করা কষ্টদায়ক ও সময় সাপেক্ষও বটে...
প্রতিদিন ফরজ পাচঁ ওয়াক্ত নামাজ আমাদের অবশ্যই আদায় করতে হয় তাই পাচঁ ওয়াক্ত নামাজের যেকোন এক ওয়াক্তে নিয়মিত দুই রাকাত করে চার রাকাত অতিরিক্ত নাফল নামাজ আদায় করে নিন দেখবেন বছর শেষে আপনার অতিরিক্ত ১৪৬০রাকাত নফল নামাজ আদায় হয়ে গেছে। এতে হয়তো আপনার ফরজ নামাজের সময়ে সহিত ৬-৮মিনিট অতিরিক্ত ব্যয় হবে কিন্তু একবার ভেবে দেখুন আপনার সাওয়াবটা কি পরিমান হবে কত....
যদি দিনের কাজের ব্যস্ততায় একসংগে চার রাকাত আদায় না করতে পারেন তাহলে দুই রাকাত ফজরের নামাজের সময় ও দুই রাকাত এশা'র নামাজের সময়ে আদায় করে নিতে পারেন।
আর যদি কেউ প্রতি ওয়াক্ত নামাজের সহিত নিয়মিত দুই রাকাত অতিরিক্ত নফল নামাজ আদায় করে নিতে পারেন তাহলে তার তকদিরে ৩৬৫০রাকাত নফল নামাজ হয়ে যাবে..
একবার ভেবে দেখুন অতিরিক্ত ৭৩০ থেকে(অন্তত দুই রাকাত করে) ৩৬৫০রাকাত নফল নামাজ আপনি আদায় করেছেন এর মর্যাদা ও পূরস্কার মহান আল্লাহ পাকের কাছে থেকে কি হতে পারে।
মহান আল্লাহ পাক শেষ বিচারের দিন আপনাকে ক্ষমা করে দেওয়ার অনেক পথ বা উসিলা খুঁজবেন কারণ আল্লাহ পাক চাইবেন না তার কোন বান্দা ও রাসূল (সঃ) এর কোন উম্মত জাহান্নামে যাক তাই এই অতিরিক্ত নফল নামাজ আদায় আপানার নাজাতের ফয়সালা বা উসিলা হয়ে যেতে পারে।
তাই আজ হতেই নিয়মিত পাচঁ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অতিরিক্ত নফল নামাজ আদায় শুরু করে দিন....
মহান আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুন...
আমিন!!!
যাযাকাল্লাহ খায়ের!