কোন চোখ, প্রথমবারের মতো মেলার মানেই সেটা বন্ধের জন্য প্রস্তুত। আর চোখ খোলা থেকে বন্ধ হয়ে যাবার মধ্যবর্তী সময়টার নামই 'জীবন'।
আপাতঃ দৃষ্টিতে জীবনটাকে বড় মনে হলেও আসলে তা নয়। আমাদের পুরো জীবনটাকে একটা দিনের সাথে তুলনা করলেও ভুল হবে না। শুরু হয় সকালের সাথে, এরপর দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, ব্যাস। এভাবেই একটি দিনের অবসান। মানুষের জীবনের সাথে ব্যাপারটার অদ্ভুত মিল আছে। কেউ যদি নির্জনে বসে ব্যাপারটা নিয়ে চিন্তা করে, তার কাছে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আস্তিকতা- নাস্তিকতা আমার পোষ্টের মূল উদ্দেশ্য নয়।
এখানে তা -ই দেখানো হয়েছে যেটা পৃথিবীর প্রত্যেকটি মানুষের মাঝে বিদ্যমান। মানুষের স্বহজাত প্রবৃত্তি যেটা, কোনভাবেই ঢেকে রাখা যায় না।
নিচের ছবিগুলো মূলত সাজানো হয়েছে মানুষের জীবনের সাথে মিল রেখেই। এখানে মানবজাতির জীবনের শুরু থেকে শেষ এবং একটি বিশেষ পর্যায়ে মানুষরা যখন বাধ্য হয়ে তার সৃষ্টিকর্তার নিকট আত্মসমর্পণ করে, সে ব্যাপারটাই তুলে ধরা হয়েছে, একটি দিনের অবসানের মধ্য দিয়ে। চলুন দেখা যাক, নিচের ছবিগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে (সাজানোই আছে), আমরা একটি অর্থবহ ঘটনা দাড়া করাতে পারি কিনা-
এভাবেই শেষ হয় একটি দিনের। নেমে আসে রাত; কিন্তু, রাত তখনও শেষ হয়নি-
চারিদিকে হাহাকার, অসহায় মানুষের আর্ত- চিৎকার- কে রক্ষা করবে এই তাণ্ডব থেকে---
একসময় ঠিকই কেটে যায় হতাশার কালো-মেঘ,-
এবং, সুন্দরভাবে অবসান হয় একটি দিনের, নেমে আসে শান্তিময় রাত-
-সূচনা হয় নতুন আরেকটি দিনের, জন্ম নেয় নতুন একটি প্রান, পাপমুক্ত বিশুদ্ধ সে জন্ম। শুভ দিনের কামনা করে যে- মনের অজান্তেই, অপেক্ষায় বুজে রেখে নিষ্পাপ চোখজোড়া....
................................................. ................................................
"Every new day is another chance to change your life"
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১১