"TWILIGHT" by Stephenie Meyer-

২০০৩ এর জুন, Stephenie Meyer একটি অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠেন। তিনি স্বপ্নে দেখেন, একটি তরুন ও তরুণী সবুজ তৃণভুমিতে শুয়ে আছে এবং তাদের ভালবাসা কেনো সফল হবেনা সেই ব্যাপারে আলোচনা করছে। Stephenie Meyer তার ব্যাক্তিগত ব্লগে এ ব্যাপারে লেখেন, "খুব সাদাসিধা সুন্দরী একটি মেয়ে যে ভালোবেসে ফেলেছে এমন একটি ছেলেকে যার সাথে তার মিল হবে না কারন, ছেলেটি সাধারন মানুষ ছিলো না। সে ছিলো 'ভ্যাম্পায়ার' বা মানুষের 'রক্ত-চোষক' প্রজাতির। সে মেয়েটির রক্তের ঘ্রান পেয়েও তাকে মারতে পারছিলো না কারন, মেয়েটিকে সে গভীরভাবে ভালোবেসে ফেলেছিলো"।
ব্যাস, স্বপ্নে দেখা এই ঘটনাটি নিয়েই তিনি লেখা শুরু করে দেন একটি অন্যরকম প্রেম কাহিনী। পরবর্তীতে তার লেখা এই উপন্যাসটি নিউ ইয়র্ক টাইমসের নাম্বার ওয়ান 'বেষ্ট সেলার' নির্বাচিত হয়। সারা পৃথিবীতে ১৭ মিলিওনের বেশি কপি বিক্রি হয় এবং ৯১ সপ্তাহ ধরে নাম্বার ওয়ান বেষ্ট সেলার-এর তালিকায় থাকে। পরবর্তীতে হলিউডে এই উপন্যাস নিয়ে বিগ বাজেট মুভিও তৈরি হয় এবং তা ব্যাপক সারা ফেলে।
"MISERY" by Stephen king-

'স্টিফেন কিং' এর নাম আমরা সবাই জানি। আমেরিকার প্রচণ্ড জনপ্রিয় একজন লেখক। তার নিজের জীবনের অনেক অদ্ভুত ঘটনা আছে। যাই হোক, এই গল্পটি সম্পর্কে কিং যা বলেন তা হলো, একবার তিনি প্লেনে কোথাও যাচ্ছিলেন এবং দীর্ঘ যাত্রার কারনে একসময় তিনি ঘুমিয়ে পরেন। তখন তিনি স্বপ্নে দেখেন, একজন ভক্ত তার নিজের সবচেয়ে প্রিয় লেখককে কিডন্যাপ করে এবং মুক্তিপনের জন্য আরেকজনের হাতে তুলে দেয়। যখন কিং ঘুম থেকে জেগে উঠেন তিনি এটি নিয়ে গল্প লেখার জন্য এতটাই উদ্বিগ্ন হয়ে পরেন যে, প্লেন থেকে নেমে এয়ারপোর্টে বসেই তিনি ৪০/৫০ পৃষ্ঠার একটা উপন্যাস লিখে ফেলেন। পরবর্তীতে 'MISERY' উপন্যাসটি 'বেষ্ট সেলার' নির্বাচিত হয় এবং হলিউডে এর সফল একটি মুভিও তৈরি হয়, যেখানে ভক্তের চরিত্রে অভিনয় করে Kathy Bates সেরা অভিনেত্রীর 'অস্কার' জিতে নেন।
"FRANKENSTEIN" by Marry W. Shelly-

এই গল্পটি কমবেশি আমরা সবাই ছোটবেলায় একবার হলেও পরেছি। পৃথিবী বিখ্যাত একটি বই। প্রথমবার পড়ে খুব ভয় পেয়েছিলাম। যাই হোক, ১৮১৬ সাল। ম্যারি শেলি তখন মাত্র ১৮ বছরের এক তরুণী। সে তার বন্ধু, (ভবিষ্যৎ স্বামী) 'পার্সি শেলি'র সাথে সুইজারল্যান্ডের 'লর্ড বাইরন' ষ্টেট এ এক সন্ধ্যায় বসেছিলো। আগুনের পাশে বসে তারা গল্প করছিলো এবং একসময় তাদের গল্পের মূল বিষয় হয়ে উঠলো, হিউম্যান বডির সাথে ইলেক্ট্রিক্যাল বস্তুর মিলন ঘটালে কি হবে?
সে রাতে ম্যারি যখন ঘুমাতে গেলো, সে স্বপ্নে দেখলো একটি বিকলাঙ্গ দৈত্যাকৃতির লোক। সে কিছু একটা খুজে বেরাচ্ছে এবং তাকে তৈরি করার কারণও সে জানতে চাইছে। 'ম্যারির' ঘুম ভেঙ্গে যায় এবং সে সাথে সাথে ঘটনাটি লিখে ফেলে যা সে গতরাতে তাঁর স্বপ্নে দেখেছিলো। পরবর্তীতে তাঁর স্বামী 'পার্সি' তাকে ঘটনাটি উপন্যাস আকারে লেখার জন্য উৎসাহিত করে। যখন 'ফ্রাঙ্কেনস্টাইন' প্রকাশিত হয় ম্যারির বয়স মাত্র ১৯ বছর। উপন্যাসটি তাকে পৌঁছে দেয় খ্যাতির চুড়ায়।
"Dr. Jekyll and Mr. Hyde" by R.l Stevenson-

রবার্ট লুই স্টিভেনসন। অমর কিছু সৃষ্টির জন্য তিনিও অমর হয়ে আছেন। পৃথিবী বিখ্যাত সব কাহিনী তাঁর। এটিও তাদের মধ্যে একটি। এটা এমন এক গল্প যাতে একটি মানুষের দুই রকম সত্ত্বার কথা তুলে ধরা হয়েছে। অসম্ভব রকম জনপ্রিয় একটি উপন্যাস 'ড. জেকিল অ্যান্ড মি. হাইড'।
'রবার্ট' যেদিন রাতে একজন ব্যাক্তির 'পারসোনালিটি ডিসঅর্ডার' নিয়ে এরকম একটি স্বপ্ন দেখেন সেদিনই ঘুম থেকে উঠে তিনি সাথে সাথে ঘটনাটি লিখে ফেলেন। পুরো উপন্যাসটি নাকি তিনি মাত্র ১০ দিনে লিখে ফেলেন। তাঁর এই গল্পটি নিয়ে হলিউডে অসংখ্যবার মুভি হয়েছে, টিভি সিরিয়াল হয়েছে এবং এখনো মঞ্চ নাটক হয় এই অমর কীর্তি নিয়ে।
........'স্টিফেন কিং' বেশিরভাগ সময় তার স্বপ্নগুলোকেই সমস্ত প্রশংসার মূল বলে দাবি করেন। তার অনেকগুলো বিখ্যাত উপন্যাসের প্লট স্বপ্ন থেকে পাওয়া।
....তাই, যেহেতু আমরা স্বপ্ন দেখি- স্বপ্ন দেখবো 'বড়'।
কে বলতে পারে কখন কার স্বপ্নে দেখা দিয়ে যাবে তার পরবর্তী অনুপ্রেরনা......???
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১২ রাত ৯:৩৩