চৈত্রের দাবদাহে যখন তোর মুখোমুখি হই
আমাকে নির্বাক হতে হয় অজানা অগ্নিপরীক্ষায়
বসন্তের স্নিগ্ধ সকালেও যখন তোর সামনে যাই
ঘেমে উঠি বারবার অনিশ্চয়তার ভয়।
জানি বেশি কিছু দিতে পারবোনা
একটুখানি দু:খ ছাড়া
বলবোনা তুই কী আমার দু:খ হবি দিনমান
সুখ হবি অবেলায়?
তারপরও কথা থাকে বৃষ্টি স্ন্যাত সন্ধ্যায়
বুক কেঁপে ওঠা স্তব্ধতায়
আকাশের নীল মেঘরাশি বিবর্ণ বিকেল
ম্লান মুখে নির্বাক নীড়হারা কোকিল।
মৃত্যু দাও তবু অবহেলা নয়
সৃষ্টিশীলতা যেন অসহায় মৃতপ্রায় রমণী
বেদনার সবটুকু নীল উজাড় করে মহাকাব্যে একে দেব নতুন কলঙ্ক
আপোস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস।
কালের গহ্বরে সব হারায় একদিন, মানুষও
বিপন্নতার দৈন্যতায় জীবন যেন দীর্ঘশ্বাসের নদী
এভাবে চুপ থেকোনা, পথহারা নাবিক কষ্ট পায়
কালান্তরে নির্লিপ্ত অমাবস্যায় উঁকি দেয় কেন পূর্ণিমার চাঁদ?