১) PSC প্রথমে মারাত্নক শাস্তিযোগ্য ভুল করেছে দেশের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভুলে ভরা প্রশ্নপত্র তৈরী করে সেই প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা নেওয়া।
২) গুরুত্বপূর্ণ এই পরীক্ষার দিনে PSC এর গুরুত্বপূর্ন কর্মকর্তাদের ছুটিতে থাকার অজুহাত দেখিয়ে পরীক্ষার প্রশ্নপত্র ভুলের দায় এড়িয়ে যাওয়ার চেষ্ঠা।
৩) বিভিন্ন দায়িত্বহীন মন্তব্য করে ১ ও ৩ সেটের পরীক্ষার্থীদের সাথে ২ সেটের পরীক্ষার্থীদের মাঝে দ্বন্দ সৃষ্টি করা।
৪) ২ সেটের পরীক্ষার্থীদের ১১ নাম্বার যোগ করার আদালতের রায় অযৌক্তিক (তবে খবরটা শুনে আমার শুধু মিষ্টি খাওয়ানো বাকি ছিলো!!!!! হেহেহেহেহে)।
৫) ২ সেটের রেজাল্ট শতকরা হিসেবে প্রকাশ করাটা গ্রহনযোগ্য নয়। কারন এখানে সেই ১১ টি প্রশ্ন কেবল ১১ নাম্বার নয়, এখানে জড়িত রয়েছে পুরো ১০০ টি প্রশ্ন। এই ধরনের গুরুত্বপূর্ন পরীক্ষায় প্রতিটি সেকেন্ডই গুরুত্ব পূর্ন। যেখানে একটা প্রশ্নে একবারের বেশি চোখ বুলানোর সময় থাকেনা, সেখানে প্রশ্ন ভূল থাকার কারনে ২-৩ বারের বেশি চোখ যেতেই বাধ্য। কারন প্রশ্নটা মোটামুটি সোজা ছিলো, কিন্তু এক একটার ৩ টা সঠিক উত্তর ২ সেটের পরীক্ষার্থীদের বিভ্রান্তের মাঝে ফেলে দিয়েছিলো, যার বিরূপ প্রভাব অন্য প্রশ্নগুলোতে পড়তে বাধ্য সে যতই ঠান্ডা মাথায় পরীক্ষা দিক।
এখন PSC এর উচিত হবে ৩০ তম বিসিএস এর বাছাই পরীক্ষা বাতিল করে নতুন ভাবে পরীক্ষাটা নেওয়া।