আজকে ওয়েব ডেভেলপমেন্ট এর সবচেয়ে কঠিন বিষয় "ইমেজ আপলোড" নিয়ে একটি পোষ্ট আপনাদের সাথে শেয়ার করব।
ভয় পাবেন না!
আমি "কঠিন বিষয়" এই কারনেই বলছি কারন "প্রথম যখন আমি পিএইচপি দিয়ে ইমেজ আপলোড এর কোডটি লিখেছিলাম সেই কোডটি মিলাতে আমার ২দিন সময় লেগেছিল!! " তখন নেট কানেকশন ছিল না, আর সাহায্য করার মত কেউ ছিল না। যাই হোক, পরে কোডটা মিলার পরে খুব মজা লেগেছিল।
গত তিন দিন আগে ইমেজ আপলোড এর জন্য একটি কোড লিখলাম।
এই আপলোডার এর ফিচারগুলো হলঃ
১। আপনি ১০ টি ইমেজ এক সাথে আপলোড করতে পারবেন এবং আপলোড ফিল্ড গুলো ডাইনামিক ভাবে (গেইজ লোড না হয়ে) তৈরি হবে।
২। ইমেজ ফাইল আপলোড করার আগে ফাইলের "এক্সটেনশন" চেক করতে পারবেন।
৩। আপলোড এর পরে সাথে সাথে আপলোড করা ইমেজটি দেখতে পারবেন।
৪। খুব সহজেই কোড পরিবর্তন করতে পারবেন, অর্থ্যাৎ আপনি আপনার ইচ্ছে মত আপলোড ফোল্ডার এর নাম দিতে পারবেন। কোড এর সব কিছু পরিবর্তন করতে পারবেন এর "upload_config.php" ফাইল থেকে।
৫। যারা একটু "এডভান্স লেভেল" এর পিএচপি করেন অর্থ্যাৎ Framework ব্যবহার করেন তাদের জন্য ও এই কোডটি খুব ভাল কাজ করবে। এখন শুধু "CodeIgniter Framework" এর জন্য একটি ডাউনলোড লিংক দিলাম।
তাহলে দেরি কেন? ডেমো দেখে আসুন আর ভাল লাগলে ডাউনলোড করে নিন আপনার ইমেজ আপলোডার।
লিঙ্কঃ
http://demos.coolajax.net/php/upload/multi_upload.php
http://mymodules.coolajax.net/imageupload (CodeIgniter Framework এর জন্য আপলোডার)
সবাই ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১০ রাত ২:১৭