তুমি যেমন আছো তোমাকে তেমনই চাই, বদলে যেও না এতোটুকু। আমি যদি দুমড়ে-মুচড়ে বদলেও যাই, তুমি যেমন আছো তেমন থেকো... ভালো থেকো।
আমি হয়তো আর চাঁদনী রাতে তোমাকে পাশে নিয়ে হাঁটবো না, তুমি হয়তো আর একাকী সময়ে আমার ভাবনায় আসবে না।
তবুও তুমি যেমন আছো তেমন থেকো... খোঁপাটা আমার মনের মতো সাজিও।
তুমি যেমন আছো বদলে যেও না, এখনই লাগছে সবচেয়ে ভালো। আমি যদি অন্ধকারেও থাকি তোমার ঘরে আলো জ্বেলো।
আমি হয়তো আর মিছে বকে তোমাকে রাগাবো না, তোমার রাগ ভাঙাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসবো না।
তবুও তুমি ভালো থেকো, আমি যেখানেই থাকি জানবে ভালো থাকবো। তোমাকে আমার যেমন ভালো লাগে দোহাই তোমার তেমনই থেকো প্রিয়।
প্রতি বৈশাখে রঙিন শাড়িতে সেজে লাল টিপটা কপালে দিও।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৪ রাত ১১:০১