সমস্যা ১।।
আপনার পিসির ইন্টারনেট সংযোগটির গতি স্লো? কিংবা আপনার কম্পিউটারটিই স্লো হয়ে গেছে?
প্রশ্নগুলোর জবাব যদি 'হ্যাঁ' হয় তবে-
* আপনার ব্রাউজারে ফেসবুক ধীরগতিতে লোড হয়
* ফেসবুক ব্যবহারের সময় পিসি হ্যাং হয়ে যায়
সমস্যা ২।।
আপনার ব্যবহৃত ইন্টারনেট কানেকশনটির গতি ভালোই, কম্পিউটারও স্লো না; কিন্তু-
* ফেসবুক ব্যবহারে অনেক ব্যান্ডউইথ (মেগাবাইট) নষ্ট হচ্ছে
* ফেসবুকে প্রদর্শিত বিজ্ঞাপনে যারপরনাই বিরক্ত
সমাধান:
ফেসবুক ব্যবহারে ওপরে বর্ণিত যে কোন একটি সমস্যা যদি আপনি 'ফেস' করে থাকেন, তবে আপনার জন্যই ধীর গতির পিসি বা ইন্টারনেটে বিজ্ঞাপনমুক্ত দ্রুতগতির ফেসবুক ব্যবহারের সহজ কৌশল:
১। ফেসবুক লাইট (অ্যান্ড্রয়েড এক্সপেরিয়ান্স):
m.facebook.com অথবা touch.facebook.com
ফেসবুকের এই অ্যান্ড্রয়েড স্মার্টফোন/ট্যাবলেট ভার্সন আপনার পিসির ইন্টারনেট ব্রাউজার থেকেই ব্যবহার করতে পারেন। জাস্ট ব্রাউজারে m.facebook.com বা touch.facebook.com লিখে এন্টার দিন। উপভোগ করুন বিজ্ঞাপনমুক্ত দ্রুতগতির ফেসবুক। ফেসবুকের সব সুবিধা অটুট রেখেই পাবেন অন্যরকম আমেজ।
২। ফেসবুক বেসিক (সিমবিয়ান এক্সপেরিয়ান্স):
mbasic.facebook.com
ফেসবুকের একেবারে বেসিক ভার্সন, যা পিসিতেই জাভা ফিচারযুক্ত ফোন বা সিমবিয়ান স্মার্টফোনে ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা দিবে। ঠিক অপেরা মিনিতে যেভাবে দেখা যায়, ডেস্কটপে সেভাবেই ব্যবহার করতে পারবেন ফেসবুক। সবচেয়ে সাশ্রয়ী ও সবচেয়ে দ্রুতগতিতেই পাবেন আপনার প্রিয় ফেসবুক।
মজিলা ফায়ারফক্সে (ডাউনলোড) টেস্ট করে দেখেছি, জিপি ইন্টারনেটে ফেসবুকের রেগুলার ভার্সন ব্যবহার করে এক ঘণ্টা হোমপেজে থাকলে খরচ হয় ১০ মে.বা.। অন্যদিকে ফেসবুক লাইট বা ফেসবুক বেসিক ভার্সন ব্যবহারে এই খরচ অর্ধেকের নিচে নেমে আসে। যা লিমিটেড ব্যান্ডউইথের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য খুবই সুবিধাজনক। এক্ষেত্রে ফেসবুক লাইট/বেসিক অপেরা ব্রাউজারে (ডাউনলোড) ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাবেন।
ফেসবুক এই অল্টারনেট ভার্সন দুটিতে আপনার কাছে হাজির হবে স্লিম হয়ে। থাকবে না বিজ্ঞাপনের বোঝা। বেঁচে যাবে অনেক মেগাবাইট। স্লো ইন্টারনেটেও পাবেন ফাস্ট ফেসবুক। ও হ্যাঁ, সবচেয়ে বড় কথা বিরক্তিকরভাবে হোমপেজে ঘনঘন অটোলোড হবে না ডজন ডজন আপডেট। আপনি যখন চাইবেন তখনই শুধু লোড হবে। ফলে মনোযোগ দিতে পারবেন কারেন্ট আপডেটে।
সবার ফেসবুকিং দ্রুতগতির হোক!
প্রথম প্রকাশ: SAIFSAMIR.COM
_______
আরও পড়ুন: ★ফেসবুক অ্যাডিকশনের লক্ষণ ও উত্তরণের উপায়, ফেসবুকে কি করা উচিত ও কি করা উচিত না★
পরবর্তী পোস্ট: কিভাবে খুব সহজে যে কোন তর্কে জিতবেন? আমার রহস্য বলে দেয়া হলো!
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮