অতি প্রতিভাবানদের একটা সমস্যা হলো তারা সবাইকে নিজেদের পাল্লায় মাপে। নিজেদের কাছে যা সহজ মনে হয় তারা ধারণা করে অন্যদের কাছে তা সহজই হবে। অতি প্রতিভাবানদের এই সীমাবদ্ধতার বাইরে ছিলেন আলবার্ট আইনস্টাইন। তিনি তাঁর আপেক্ষিক তত্ত্বটি সেই শ্রোতাকে সেভাবেই বোঝাতেন যেভাবে বললে শ্রোতাটি সহজে বুঝবে।
কিন্তু ড. জাফর ইকবাল তো আর আলবার্ট আইনস্টাইন না। তাঁর কাছে যেটা সহজ মনে হয়, তাঁর ধারণা অন্যদের কাছেও সেটা সমান সহজ।
নগরীর একাধিক বিখ্যাত স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কথা বলে জেনেছি তারা এই মুহূর্তে জাফর ইকবালের ওপর বেজায় বিরক্ত।
কারণটা কি?
- 'তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেবকে দিয়ে এ বছর গণিতে সৃজনশীল পদ্ধতি চালু করেছেন।' - শিক্ষার্থীদের জবাব।
আমি বললাম, ভালোই তো। তোমরা একেকজন গণিতের গ্র্যান্ডমাস্টার হবে। গণিত অলিম্পিয়াডে পদক জিতবে। জাফর আঙ্কল এটাই তো চান।
ছাত্র-ছাত্রীদের জবাবগুলো আমার ভাষায় গুছিয়ে বলি।
'আমাদেরকে যারা গণিতের মাস্টার বানাবে সেই গণিতের মাস্টারাই তো সৃজনশীল অংক পারে না। কিভাবে পারবে? সেই ট্রেনিং তো তাদেরকে দেয়া হয় নাই। সবচেয়ে বড় কথা, গণিতের যে টেক্সট বুকটা আছে সেটা এখনও 'সৃজনশীল' করা হয় নাই- আগের ধাঁচেই আছে।'
বটে! ঢাল-তলোয়ার-ওস্তাদ রেডি না করেই দেখি জাফর-নাহিদ আঙ্কলদ্বয় যোদ্ধা তৈরি করতে চান! ইমার্জেন্সিটা কোথায় বাপুস?
এ বছর নবম শ্রেণীর অর্ধ-বার্ষিকী পরীক্ষায় স্কুলগুলোতে ডজন ডজন ছাত্র-ছাত্রী গণিতে ফেল করেছে। বাকিরা পাস করেছে টেনেটুনে। কারণটা হলো গণিতের সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। টিচাররা ক্লাসে সৃজনশীল পদ্ধতিতে অংক করাচ্ছেন না। কিন্তু কর্তৃপক্ষের বাধ্যতায় প্রশ্ন করছেন সৃজনশীল পদ্ধতিতে। এটা কিভাবে করছেন তারা? গাইড বইয়ের সহায়তায়। সৃজনশীল পদ্ধতির গণিত টেক্সট বুক বের না হলেও গাইড বই বেরিয়ে গেছে! সেলুকাস! গাইড বইগুলো কারা লিখছে-বের করছে জানতে মন চায়। জানতে ইচ্ছা করে, যেখানে নোট বই-গাইড বই এই সব বন্ধ করতে সরকার নাকি তৎপর সেখানে নাহিদ আঙ্কলের নাকের নিচ দিয়ে গাইড বইগুলো পয়দা হচ্ছে কিভাবে?
গণিতে ফেল থেকে বাঁচার উপায় খুঁজতে ছাত্র-ছাত্রীরা বাধ্য হচ্ছে এই সব গাইড কিনতে। কোচিং সেন্টারগুলোতেও ফলো করা হচ্ছে গাইডগুলো। তার মানে এই দাঁড়ায়, সৃজনশীল গণিত নিয়ে চলছে কোটি টাকার বাণিজ্য। আমাদের জাফর আঙ্কল কি এটাই চেয়েছিলেন? প্রশ্নটা অবান্তর নয় মোটেও।
সিরিয়াসলি, এ কেমন আহাম্মকি? গণিতের বইটি সম্পূর্ণ সৃজনশীল করা হয় নাই, টিচারদেরকে ট্রেনিং দেয়া হয় নাই, ক্লাসে পাঠদান চলছে আগের পদ্ধতিতে, শিক্ষার্থীরা সৃজনশীল গণিতে অসহায় বোধ করছে, অথচ পরীক্ষার প্রশ্ন হচ্ছে সৃজনশীল প্রক্রিয়ায়! ফাজলামো নাকি?
ইতোমধ্যে ছাত্র-শিক্ষকরা মিলিত হয়ে গণিতে সৃজনশীল পদ্ধতি বাদ দেয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে, মিছিল করেছে, সভা করেছে। কিন্তু শিক্ষামন্ত্রীর কানের অবস্থান বহুদূর। আর 'সরকারের উপদেষ্টা' জাফর আঙ্কল উপদেশ দিয়েই খালাস। তার প্রেসক্রিপশন প্র্যাকটিকালি কেমন হচ্ছে সেই খবর কি তিনি রাখেন? নকলের ভূত তাড়িয়েছেন নাহিদ আঙ্কল, কিন্তু অপ্রস্তুতভাবে আমদানি করা সৃজনশীল গণিতের ভূত যে শিক্ষার্থীদের ঘাড় মটকে দিচ্ছে, তারা যে অকৃতকার্য হচ্ছে এই খবরটুকু কি এখনও মন্ত্রীর দরবারে পৌঁছায়নি? তথাকথিত 'মূল মিডিয়া' কেন এই ইস্যুতে সরব না?
গণিতে নিয়মিত ভালো করে যে শিক্ষার্থীরা, তারাও যদি এখন গণিতে ফেল করে জাফর আঙ্কলকে, নাহিদ আঙ্কলকে গালমন্দ করে সেটা যে এই নীতিনির্ধারকদের জন্য লজ্জার বিষয় তা বোঝার জন্য কি অংক কষা লাগবে?
এ বছরের নবম শ্রেণীর শিক্ষার্থীরা ২০১৫ সালে এস. এস. সি পরীক্ষা দিবে। ধারণা করা হচ্ছে সেই পরীক্ষায় অসংখ্য ছাত্র-ছাত্রী সৃজনশীল গণিতে অকৃতকার্য হবে, তার মানে এস. এস. সি-তেই ফেল করবে। তাছাড়া অনেকে অন্য বিষয়গুলোতে ভালো করলেও গণিতে কম নাম্বার পাওয়ার কারণে তাদের সামগ্রিক গ্রেডিং কমে যাবে। এমন অবস্থায় সৃজনশীল গণিত নিয়ে ছাত্র-ছাত্রীরা আর ছাত্র-ছাত্রীদের নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবকরা। কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার।
শিক্ষার্থীদের ফলাফল খারাপ হলে তার দায়ভার কি সৃজনশীল গণিতের 'রূপকার' ড. জাফর ইকবাল ও 'বাস্তবায়ক' জবাব নুরুল ইসলাম নাহিদ অস্বীকার করতে পারবেন? তখন হয়তো নাহিদ সাহেবের সরকার থাকবে না, সেই সূত্রে জাফর সাহেবের অ্যাডভোকেসিও থাকবে না। যদিও প্রধানমন্ত্রীর পুত্র জয় ভাইয়া বলেছেন তার কাছে গায়েবী 'তথ্য আছে' যে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। সে যা-ই হোক, এই সব রাজনৈতিক আলাপে আমরা যাব না- কিন্তু এটুকু বলতে পারি- জনাব নাহিদ ও জনাব জাফর সেসময় ক্ষমতার বলয়ে থাকুক বা না থাকুক তাদের নামগুলো কিন্তু শিক্ষার্থীরা ঠিকই মনে রাখবে। ফলাফল বিপর্যয় হলে ধুয়ো ধ্বনি তাদের নামেই আসবে।
অতএব, নাহিদ আঙ্কল ও জাফর আঙ্কলের কাছে আমার অনুরোধ, আপনারা কি দূরদর্শী হয়ে বর্তমান পরিস্থিতির আলোকে উপযুক্ত ব্যবস্থা নিবেন নাকি দুই বছর পর নিজেদের নামে রাস্তাঘাটে নিন্দাবাদ ধ্বনি শোনার জন্য অপেক্ষা করবেন? এই বিষয়ে দ্রুত একটি সিদ্ধান্ত নিতে আইনস্টাইন হতে হয় না।
http://www.saifsamir.com
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৬