শাহবাগের দংশনে যারা ল্যাজে গোবরে
শাহবাগের উল্টো স্রোতে লম্ফঝম্ফ করে!
শাহবাগের বিশ্রামে ওরা নেংটি তুলে নাচে
শাহবাগ জাগলে আবার সেই পালিয়ে বাঁচে!
শাহবাগের জমিন তাই আঁকড়ে ধরে থাক
শাহবাগের মাটি ছুঁয়ে জীবন বাজি রাখ!
শাহবাগের গণমঞ্চে সব মুখোশ খুলে দাও
শাহবাগের শাণিত শপথে বিচারের দাবি জানাও!
শাহবাগের অগ্নিবীণা থামবার তো নয়
শাহবাগের অগ্নিবীণা রাজাকারের ভয়!
শাহবাগের সন্ধানে কেটেছে একচল্লিশ বছর
শাহবাগের বহ্নিশিখা এক দাবিতে অনড়!
শাহবাগের সাহসী ছেলেরা সালাম আর প্রণাম
শাহবাগের ভাইয়েরা আমার রাখিস বাংলার নাম!
শাহবাগের দিকে চেয়ে গোটা বাঙালি জাতি
শাহবাগ জেগে থাক দিন-দুপুর-রাতি!
২২শে ফেব্রুয়ারি, ২০১৩
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:০২