আব্দুল গাফ্ফার চৌধুরী । কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবি অমর একুশের প্রভাত ফেরির সেই বিখ্যাত গানের রচয়িতা । গতকাল তার ৭৫তম জন্মদিন ছিল । সশ্রদ্ধ সালাম "স্যার আপনাকে" । আপনার জন্য আমাদের একুশ আরও মহীমান্বিত । ভাষা শহীদ রফিকের রক্ত দেখে ভাবাবেগে উদ্বেলিত হয়ে আপনি এই কবিতাটি রচনা করেছিলেন । এই কবিতার অধিকার আপনি আমাদের দিয়েদিয়েছেন ।
আর আমরা তাকে কি দিয়েছি ?
দিয়েছি।
কে বলল দেইনি ?
তাকে আমরা নাগরিকত্বহীন করেছি ।
এতো মহা প্রতিদান !!!!!!!!!!!!!
১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে আন্দোলন করায় আমাদের মহামান্য জেনারেল জিয়ার সরকারের আমলে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল ।
আজ রাজাকারদের গাড়ি বহরে আমাদের পবিত্র পতাকা । রাষ্ট্রভাষা আন্দোলনে যাদের গুলিতে প্রাণ দিয়েছিলেন আমাদের ভাইয়েরা তাদেরই দোসররা আজ আমাদের দোসর । চিন্তা করবেন না স্যার । আপনারা ভুল করে আন্দোলন করেছিলেন এবং জয়ী হয়েছিলেন, কিন্তু আমরা তো আর ভুল করতে পারি না । তাই আমরা স্বর্গে, আল্লাহর পথে যাবার জন্য আপনাদের সব চিহ্ন মুছে দিয়ে রাজাকারদের দোসর হচ্ছি ।
কি অদ্ভুত আমরা বাঙালী জাতি !!!!!!!!!!! ধিক ধিক ধিক ।
না এ হতে দেওয়া যায় না । না না না না না না । আমরা আবার গড়ে উঠব । রাজাকার মুক্ত দেশ গড়ব । এ আমাদের অঙ্গীকার ।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৮