আমরাই পারি রাজাকারমুক্ত দেশ গড়তে ।
আমরা অনেক কিছু করতে চাই । কিন্তু পারি না এবং হতাশ হই । এখন সময় এসেছে আমাদের কিছু করার । আমাদের সামান্য একটু চিন্তা পারে মহৎ একটা কাজ করতে । আমরা অনেকেই দেশের জন্য কিছু করতে চাই । আমার একজন প্রিয় শিক্ষক বলতেন "দেশের ভাল কিছু করতে না পারলে কোন কিছুই কর না, আর না করাটাই দেশের জন্য সামান্য মঙ্গল বয়ে আনবে । অন্তত তুমি খারাপ কিছু তো করছ না । "
একটি কাজ আমরা এখন করতে পারি । আর তা হল রাজাকার কে ভোট না দেওয়া । প্রথম আলোর তথ্যমতে - চার দলীয় জোট থেকে ১৭ জন, স্বতন্ত্র থেকে ২ জন, মহাজোট থেকে ২ জন (যা জাতীয় পার্টির পার্থী বলে পরিচিত ) স্বাধীনতা বিরোধী মনোনয়ন পেয়েছে । আমাদের প্রথম কাজ হচ্ছে এদেরকে বর্জন করা ।
আমার এলাকায় পার্থীদের মধ্যে থেকে আমি প্রথমে স্বাধীনতা বিরোধীকে বর্জন করব । তারপর বর্জন করব দূনীতিবাজকে, তারপর বর্জন করব স্বৈরাচারকে । আমি দল হিসেবে না দেখে ব্যক্তি হিসেবে বিবেচনা করব "কে যোগ্য ?" যদি কাউকেই না পাই তবে "না" ভোট দিব । আমার মনে হয় আমার এই বিবেচনা করে ভোট দেওয়াটা দেশের জন্য মঙ্গল কিছু করা হলো । হয়তো এভাবেই পারব স্বপ্নের বাংলাদেশ গড়তে ।
আমার এই বিবেচনা যদি আপনার কাছে সঠিক মনে হয় তাহলে আসুন আমরা এদেরকে বর্জন করি । এর চেয়ে ভাল কোন পদ্ধতি থাকলে পরামর্শ দিন ।
স্বাধীনতা বিরোধীকে "না" বলুন । না না না না না না না না
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৯