(আমার এই পোস্ট সেইসব পুরুষ দের জন্য, যারা নারীদের ভর্তসনা করে পুরুষদের ব্যক্তিত্বে জলাঞ্জলি দেন । এটা সুপুরুষদের কাজ না ।)
আমাদের পুরুষ বন্ধুরা যখন নারীদের নিয়ে কিছু ছবি, প্রোফাইল, ধাঁধা, কৌতুক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় প্রকাশ করে যার কিছু থাকে বন্দনা, কিছু থাকে ভর্তসনা । তখন আমরা নারীরা হাসি । বন্দনার সময় লাজুক হাসি দেই আর ভর্তসনা সময় বাকাঁ হাসি দেই ।
যখন বন্দনা করে তখন ভাবী “ আহাহা তোমরা নারীদের অন্তর দেখেছো, দেখেছো ভালো মন্দ মিশ্রিত মানসিকতা । মন্দটুকু বর্জন করে ভালটা রেখেছো মনে । ধন্য হবে তোমার সহধর্মিনী, যাকে তুমি করবে গ্রহণ ।”
যখন গঞ্জনা করে তখন ভাবী “ আহাহা তোমরা নারীদের অন্তর দেখেছো, দেখেছো ভালো মন্দ মিশ্রিত মানসিকতা । ভালোটুকু বর্জন করে মন্দটা রেখেছো মনে । কতটুকু ধন্য হবে তোমার সহধর্মিনী, যাকে তুমি করবে গ্রহণ ? ”
তবে এটা ঠিক যে আল্লাহ নারীদের একটা এমন গুণ দিয়েছেন যা দিয়ে সে তার পৃথিবী জয় করতে পারে যদি সে তা চায় ।
দু’খিত হচ্ছি সেই সব পুরুষদের কথা ভেবে যারা নারীদের কাছে নিজেদের ব্যক্তিত্ব সপে দেন । যেসব নারীদের কাছে নিজের ব্যক্তিত্ব সপে দেন তাদের অবর্তমানে নারীদের নিয়ে হাস্যরসাত্বক কৌতুক, ধাধাঁ আরও কত কি সৃষ্টিতে ব্যস্ত । তাদেরকে আমি ভেড়া মনে করি । তারা নিজেদের ভেড়া হিসেবে জনগনের কাছে উপস্থাপন করেন । আমার মনে হয় তাদের জিনেটিক প্রবলেম আছে । যার কারনে আশেপাশের পরিবেশ তাদেরকে ভেড়াতে কর্নভার্ট করে দেয় । (ভেড়া জাতি লজ্জ্বা বোধ করবে )
এমন কোন কি টেস্ট আছে যা বিয়ের আগে টেস্ট করে নিলে বুঝা যাবে যে সে ভেড়া হবে কি হবে না । থাকলে আমাদের সমাজ ও পরিবারের জন্য খুবই উপকার হত । যেসব মেয়েদের মাথায় কম বুদ্ধি তাদের সাথে এই সব পুরুষদের(যারা ভেড়া হবে) বিবাহ হওয়ার প্রস্তাব করতাম ।
আর বুদ্ধিমতি মেয়েদের বলতাম ওদের বিয়ে করো না । আর যদি করতেই চাও তবে নিজেদের যোগ্যতায় পরিবেশ ঠিক রাখ যেন ওই মানুষগুলি ভেড়াতে কর্নভার্ট না হয় । এতে ওইসব পুরুষদের পরিবার শান্তি পাবে ।
আহাহা পুরুষ মানুষ !!!!!!!!!!!!!!!!!!!
(প্রতিটি মেয়েই চায় সুপুরুষ বিয়ে করতে কাপুরুষ নয় )
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:১৬