"রনি ভাইয়া" আপনার টক শো প্রায়ই দেখি। সেখানে আপনার বিনয়ী ভাব অনেকের মত আমাকেও মুগ্ধ করে। যুক্তিতর্ক, ইতিহাসভিত্তিক আলোচনা শুনে আমি যে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। প্রেমে যেহেতু আমি পড়েছি আপনার খোজ তো আমাকে রাখতেই হবে। তাইতো আপনার ফেবু লিঙ্কটা আমি লাইক দিয়েছি যাতে সবসময় আপনার পোস্ট গুলো পড়তে পারি।
গত পরশু দিনের মাহেরবা প্লাজায় ঘটে যাওয়া আমি যে বড়ই মর্মাহত হয়েছিলাম। আপনি একজন সেলেব্রিটি রাজনীতিবিদ। আপনার উপর হামলা। এইটা তো মানা যায় না। সালমান এফ রহমান শেয়ার বাজার কেলেঙ্কারীর একজন চিহ্নিত নায়ক। ভিডিও দেখে আমি ভেবেছিলাম আপনি ধোয়া তুলসিপাতা তাই উনি একটু কাদায় আপনাকে ডুবাতে চান। তবে এখনও আমি ধরে নিচ্ছি হামলার ঘটনায় আপনার কোন দোষ ছিল না। তবে রনি ভাইয়া আপনার নামে আজ সারাদিন বিভিন্ন মিডিয়ার যা দেখলাম তা আমরা কি করে এড়িয়ে যাই।
আমার তো এখন খুব খারাপ লাগছে আপনার মত একটা ছদ্দবেশি শয়তানের টক শো দেখতে , আর পত্রিকার কলাম পড়তে যে সময় গুলো ব্যায় করেছি সেই সময়টা যদি আমি একটা কলাগাছের গোড়ায় পানি দিতাম তবে আমার এই রমজানে অন্তত কলাটা বাজার থেকে কিনতে হত না।
প্রায় বছরখানিক আগে আপনার এলাকার আমার এক পরিচিত ছেলে বলেছিল আপনার অতীত জীবনের কিছু কথা আমি বিশ্বাস করিনি। উলটো তাকেই বকে দিয়েছিলাম। তার কাছে শুনেছিলাম আপনাদের আদি নিবাস ফরিদপুর । আপনার বাবা পটুয়াখালী এসেছিলেন ব্যাবসা করতে এবং আপনার বাবা একজন গামছা ফেরীওয়ালা ছিলেন। বিশ্বাস করিনি সেইসময়। তবে বিভিন্ন মিডিয়ায় আজ আমি সেই সব তথ্যের সত্যতা পেয়েছি।
যাই হোক "রনি ভাইয়া" একটু কস্ট করে বলবেন কি কোন চেরাগ আপনি পেয়েছেন যে গামছা ফেরিওয়ালার ছেলে হয়ে এত কোটি কোটি টাকা আপনি বানিয়ে ফেললেন। একটু টিপস টুপস দেন আমাদের কিভাবে রাতারাতি কলাগাছ হওয়া যায়............। শত হলেও আপনি তো আবার টকশো সেলিব্রেটি। তাই টক শোর মাধ্যমে বলবেন যাতে গোটা দেশবাসী ও যুব সমাজ শুনতে পারে। আর সেই টকশো যেন হয় আপনার শেষ টক শো।
রনির দুর্নীতির রাজহাস থুক্কু ইতিহাসঃ
এখানে ক্লিকান
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৬