প্রসংগঃ জিসিসি নির্বাচন
একজন মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহার দেখলাম আজ।
উনি গাজীপুরের পরিবেশের অভাবনীয় উন্নয়ন করবেন। ময়লা আবর্জনা কোন কিছুই রাখবেন না, সব পরিস্কার করে গাজীপুরকে ফকফকা করে ফেলবেন।
সব কিছুই ঠিক আছে শুধু একটাই কথা উনারা যে গাজীপুরের আকাশ পোস্টার দিয়ে ঢেকে দিলেন এতে কি পরিবেশের দুষন হচ্ছে না।
হাজার হাজার পোস্টার পড়ে থাকবে নির্বাচনের দিন বিকেল বেলা থেকে রাস্তায়। বৃষ্টির কারনে সেই পোস্টারে আবার ড্রেনের মুখ গুলো বন্ধ হয়ে যাবে। ফলাফল জলাবদ্ধতা।
কিন্তু তখন আর উনাদেরকে খুজে পাওয়া যাবে না। উনারা ব্যাস্ত থাকবেন ফুলেল শুভেচ্ছা নিতে।
যে শুভেচ্ছা নেওয়ার পর্বটা হয়ত এক বছর পর্যন্ত স্থায়ী হবে। আর রাস্তায় জলাবদ্ধতা দূর করার অনুরোধ নিয়ে আমজনতা তাদের কাছ যাওয়া তো দূরে তাদের দেখাটা পাবেন না।
তাদের দেখা পেতে হলে সন্ধ্যা ৭ টা থেকে টিভির সামনে বসতে হবে যদি কোন একটি চ্যানেলে তাদের দেখা মেলে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩২